The Diary Game: 12th August 2020

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

আজ সকাল ১১টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে লক্ষ্য করে দেখি বৃষ্টি চলছে। না জানি আরো কত সময় চলবে এই বৃষ্টি। না আর ভালো লাগে না।রোজ এই বৃষ্টি বিরক্তিকর লাগে এখন। বৃষ্টি থামার কিছু সময় পর চলে গেলাম মাঠের দিকে।স্কুল কলেজ বন্ধ থাকার কারনে মাঠ জমে উঠেছে।কম বয়সী সকল ছেলেরা মিলে কেউ লাটিম আবার কেউ ক্রিকেট খেলছে।তারা এমন এত দীর্ঘ ছুটি আগে কখনো পেয়েছে কি না তা ভাবার বিষয়। আর আদৌও পাবে কি না তা অজানা। তাই তারা এ ছুটির কথা দীর্ঘ সময় মনে রাখবে।এবং তারা উপভোগ ও করছে জিনিসটা। আমি শুধু তা দেখছি।

20200812_115538.jpg

20200812_115535.jpg

তাদের খেলা দেখা শেষ করে যখন বাসায় ফিরি তখন ঘড়িতে সময় প্রায় ১২টা।বাসায় গিয়ে ভাগনীকে সঙ্গে করে নিয়ে আসলাম মাঠে।সে আর আমি ২জনই মাঠে অনেকটা সময় পার করে বাড়ি চলে গেলাম।বাসায় গিয়ে সময় দেখি ১টা তখন গোসল ও খাওয়া করে ঘুমিয়ে আবার বিকেল ৬টার সময় মাঠের উদ্দেশ্য করে রওনা হওয়া।যদিও কিছুদিন আগে ঘুড়ি উড়ানো হতো তবে এখন বিকেলে ক্রিকেট জমে উঠেছে ।তাই এমনি সবার সাথে কথা বলেই সন্ধ্যায় বাসা ফিরলাম।

20200812_184000.jpg

20200812_183959.jpg

সন্ধ্যায় বাসায় আসার পরে নাস্তা করে শুনছি সবার কার কি অবস্থা। বিকেলে খালা আসছে গ্রাম থেকে সাথে করে কলার ঝুকি, কাঁঠাল, পেয়ারা, পিঠা বানানোর আটা।আজ নাস্তার আয়োজনটা খারাপ না।
নাস্তা করে কিছু সময় কথা বার্তা বলেই সময়টা পার করলাম।

রাতের আয়োজন

রাতের আয়োজন আমার প্রায় একই রাত হলেই চলে যাই মাঠে সবাই একসাথে বসে সময় পার করি ক্লাবে।
রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত আমি ক্লাবেই কাটিয়ে দেই। এই যে রাতে এখন আবার বৃষ্টি শুরু।আল্লাহই জানে এবার বর্ষা কতদিনের।
আজকের আয়োজন এতটুকুই আবার আগামীকাল আপনাদের সবার সাথে কথা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আগে লাটিম খেলতাম। লাটিম ঘুরাতে পারতাম না। তবে লাটিম খেলার আগ্রহ ছিলো প্রচুর। এখন আর সময় হয় না৷ #onepercent #bangladesh

Hmm vai😔 @toufiq777