আসসালামু আলাইকুম |
---|
আজ আমার আঁকা ছবি; প্রাণীর নাম "Mycelic Slipspawn" আমি সেরা আর্ট করার চেষ্টা করেছি।
প্রাণীর ছবিটা আমার খুবই ভালো লেগেছে । ছবিটা দেখলেই মনে হয় মনস্টার মত প্রাণী ,মুভিতে যে রকম ঠিক তেমনি তাই আমি ছবিটি দেখে দেখে অংকন করেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ হল:
পেন্সিল | ১ টি 2B Hb |
---|---|
রাবার | ১টি |
হার্ডবোর্ড | ১টি |
রং পেন্সিল | ১টি |
ইরেজার | ১টি |
সাইন কলম | ১টি |
প্রথমে আমি পেন্সিল দিয়ে পুরো শরীর আঁকছি।
এখন আমি আপনাকে অঙ্কনের ধাপগুলি দেখাই। আমি ধাপে ধাপে আঁকার চেষ্টা করেছি।
ছবিটা খুব ভালো করে দেখি, তারপর আঁকা শুরু করি। আমি প্রথমে কমলা রঙ দিয়ে মাথার অংশ থেকে রং শুরু করি। তারপর তার চোখ আঁকা।
আর মাথার খালি অংশগুলোকে আমি হলুদ রং করি।
তারপর তার শরীরের বাম পাশে সবুজ রং দিয়ে ছবি আঁকা শুরু করলাম। তারপর ডান দিকে পেইন্টিং।
তখন আমি তার শরীরের খালি অংশে ধূসর রঙ ব্যবহার করি। আমি পেন্সিল ব্যবহার করি।
এবং অবশেষে আমি নীল রঙ আঁকলাম। আমি তার মুখ, হাত এবং বুকে নীল রঙ ব্যবহার করি। এটা দেখতে চমৎকার লাগছে।
লোকেশন
এভাবেই পেইন্টিং শেষ করলাম।
ডিভাইস | Infinix Hot 9 Play | |
---|---|---|
ফটোগ্রাফার | @rabbani71 | |
এডিট | CollageMaker | PicsArt |
বন্ধুরা এই ছিল Art পোস্ট ,আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই পোস্ট এখানেই সমাপ্ত করছি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @nadiaturrina , @sailawana আশা করি,আপনারা সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।