✨"My best Art"✨20% beneficiaries goes to @steemit-bd #club75

in hive-138339 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আশা করি,আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভাল আছি।আজকে আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত "Art" প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।


CollageMaker_202282016340428.jpg

আজ আমার আঁকা ছবি; প্রাণীর নাম "Mycelic Slipspawn" আমি সেরা আর্ট করার চেষ্টা করেছি।
প্রাণীর ছবিটা আমার খুবই ভালো লেগেছে । ছবিটা দেখলেই মনে হয় মনস্টার মত প্রাণী ,মুভিতে যে রকম ঠিক তেমনি তাই আমি ছবিটি দেখে দেখে অংকন করেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ হল:

পেন্সিল১ টি 2B Hb
রাবার১টি
হার্ডবোর্ড১টি
রং পেন্সিল১টি
ইরেজার১টি
সাইন কলম১টি

IMG_20220820_134243_681.jpg

প্রথমে আমি পেন্সিল দিয়ে পুরো শরীর আঁকছি।

এখন আমি আপনাকে অঙ্কনের ধাপগুলি দেখাই। আমি ধাপে ধাপে আঁকার চেষ্টা করেছি।

IMG_20220820_134233_224.jpg

ছবিটা খুব ভালো করে দেখি, তারপর আঁকা শুরু করি। আমি প্রথমে কমলা রঙ দিয়ে মাথার অংশ থেকে রং শুরু করি। তারপর তার চোখ আঁকা।

IMG_20220820_134234_214.jpg

আর মাথার খালি অংশগুলোকে আমি হলুদ রং করি।

IMG_20220820_134237_232.jpg

তারপর তার শরীরের বাম পাশে সবুজ রং দিয়ে ছবি আঁকা শুরু করলাম। তারপর ডান দিকে পেইন্টিং।

IMG_20220820_134245_257.jpg

তখন আমি তার শরীরের খালি অংশে ধূসর রঙ ব্যবহার করি। আমি পেন্সিল ব্যবহার করি।

IMG_20220820_134242_285.jpg

এবং অবশেষে আমি নীল রঙ আঁকলাম। আমি তার মুখ, হাত এবং বুকে নীল রঙ ব্যবহার করি। এটা দেখতে চমৎকার লাগছে।

IMG_20220820_134236_272.jpg
লোকেশন
এভাবেই পেইন্টিং শেষ করলাম।

Picsart_22-08-19_23-17-31-678_2.jpg
লোকেশন

ডিভাইসInfinix Hot 9 Play
ফটোগ্রাফার@rabbani71
এডিটCollageMakerPicsArt


বন্ধুরা এই ছিল Art পোস্ট ,আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই পোস্ট এখানেই সমাপ্ত করছি।



এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @nadiaturrina , @sailawana আশা করি,আপনারা সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

✨সবাইকে ধন্যবাদ✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!