|| Contest Book Review|| হিমু সমগ্র || লেখক হুমায়ূন আহম্মেদ ||

in hive-138339 •  4 years ago 


হুমায়ুন আহম্মেদ স্যারের লেখা (হিমু সমগ্র) বইগুলো সম্পর্কে বলব। এবং হিমু সিরিজের সমস্ত বইয়ের নাম নিচে তুলে ধরব।

হ্যালো বন্ধুরা আমি মোঃ রাবিবুল হাসান রাব্বি। আমি বাংলাদেশ থেকে লিখছি আমার যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই এখানে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আমার পোষ্ট শুরু করছি এবং হিমু সমগ্র বইয়ের রিভিউ করছি।

himu-somogro.jpgsource

উপন্যাস সিরিজহিমু সমগ্র
লেখকহুমায়ূন আহমেদ
ভাষাবাংলা
পটভূমিঢাকা
প্রকাশিত১৯৯০/২০০৯


হিমু নামটি একটি হুমায়ুন আহম্মেদের বইয়ের চরিত্র। হিমু এমন একটি চরিত্র, হুমায়ুন আহম্মেদ বই লিখেছেন এবং উল্লেখ করেছিন যে। যখন তিনি বই লেখেন নিজেকে হিমু বলে মনে হয়। হতেই পারে স্বাভাবিক আমি নিজেও যখন বইগুলো পড়েছি তখন আমি নিজেও নিজেকে হিমু মনে করেছি। আমি এটা জানি আপনিও যখন হিমুসমগ্রের সব বই পড়বেন আপনি নিজেও নিজেকে হিমু বলে মনে করবেন।



হিমু

হিমু - উপন্যাসে হিমুকে যে রোলে পাবেন,,

একটি হলুদ পাঞ্জাবি পড়া, পায়ে সেন্ডেল নেই, পকেটে টাকা নেই, খাবারের কোন চিন্তা নেই, থাকার কোন চিন্তা নেই, নিজের কোন কর্ম কাজ নেই, নিজের কাজ না থাকার পরেও হিমু খুব ব্যাস্ত একটি চরিত্র। আশা করব হিমু সমগ্রের সব কয়টা বই আপনি পড়বেন। আমার মনে হয় যদি আপনি হিমু সমগ্রের একটি বই পড়েন তাহলে আপনাকে সব কয়টা বই পড়তে ইচ্ছা করবে।

images.jpeg
source

হুমায়ুন আহম্মেদ

হিমু সমগ্রের মোট ২৫ টি বই আছে

হুমায়ুন আহম্মেদ স্যার হিমুকে নিয়ে মোট ২৫ বই লিখেছেন এবং এই বইগুলি তরুণ সমাজে খুব জনপ্রিয়তা লাভ করে। হিমু সমগ্র, ও মিসির আলি সমগ্রের বইগুলি লেখার পড় হুমায়ূন আহম্মেদ স্যারকে স্বাধীনতার পরবর্তী শেষ্ঠ লেখক বলা হয়েছে। হিমু সমগ্র সমস্ত বইয়ের নাম আমি নিচে তুলে ধরলাম।
বইয়ের নাম এবং কোন মাসে রিলিস হয়েছে তা আমি তুলে ধরছি, কারণ সঠিক তারিখ আমার জানা নেই তাই মাসের নাম উল্লেখ করে লিখলাম।

হিমু সমগ্র বইয়ের নাম সমুহ-

হিমু সমগ্র বইয়ের নাম সমূহরিলিসের মাস এবং সাল
ময়ুরাক্ষী১৯৯০/মে মাস
দরজার ওপাশে১৯৯২/মে মাস
হিমু১৯৯৩/ফেব্রুয়ারী মাস
পারাপার১৯৯৪/মাস জানা নাই
এবং হিমু১৯৯৫/ফেব্রুয়ারী মাস
হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম১৯৯৬/এপ্রিল মাস
হিমুর দ্বিতীয় প্রহর১৯৯৭/ জানুয়ারী মাস
হিমুর রূপালী রাত্রি১৯৯৮/ফেব্রুয়ারী মাস
একজন হিমু কয়েকটি ঝিঁ ‍ঝিঁ পোকা১৯৯৯/মে মাস
তোমাদের এই নগরে২০০০/মে/মাস
চলে যায় বসন্তের দিন২০০২/ফেব্রুয়ারী মাস
সে আসে ধীরে২০০৩/ফেব্রুয়ারী মাস
আঙ্গুল কাটা জগলু২০০৫/ফেব্রুয়ারী মাস
হলুদ হিমু কালো র‍্যাব২০০৬/ফেব্রুয়ারী মাস
আজ হিমুর বিয়ে২০০৭/ফেব্রুয়ারী মাস
হিমু রিমান্ডে২০০৮/ফেব্রুয়ারী মাস
হিমুর মধ্যদুপুর২০০৯/ফেব্রুয়ারী মাস
হিমুর নীল জোছনা২০১০/ফেব্রুয়ারী মাস
হিমুর আছে জল২০১১/ফেব্রুয়ারী মাস
হিমু এবং একটি রাশিয়ান পরী২০১১/ফেব্রুয়ারী মাস
হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই২০১১/আগষ্ট মাস
হিমু মামা২০০৪/ফেব্রুয়ারী মাস
হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য২০০৮/ফেব্রুয়ারী মাস
হিমুর বাবার কথামালা২০০৯/ফেব্রুয়ারী মাস
ময়ূরাক্ষীর তীরে২০০৯/আগষ্ট মাস

এই ছিল হুমায়ুন আহম্মেদ স্যারের সকল হিমু সমগ্রের বই এবং রিলিসের মাস, যদি ২০১২ সালে হুমায়ূন স্যার ইন্তেকাল না করতেন তাহলে হয়ত আমাদের আরও সুন্দর সুন্দর বইসমূহ উপহার দিতেন। আপনি হিমু সমগ্রের সকল বই যে কোন বইয়ের দোকানে পেতে পারেন। আপনি আপনার প্রিয়জনকে হুমায়ুন স্যারের বই উপহার হিসেবে দিতে পারেন। আপনার প্রিয়জন হুমায়ূন স্যারের বই পড়ে আনন্দিত হবে।

এছাড়া আপনি অনলাইনে সমস্ত বই পরতে পারেন। আমি আপনাকে বলে দিব আপনি কিভাবে হুমায়ুন স্যারের হিমু সমগ্রের বই পাবেন। আপনি যদি অ্যাপে পড়তে চান তাহলে #playstore এ গিয়ে সার্চ অপশনে হিমু সমগ্র লিখতে হবে। সার্চ করার পর প্রথমে যে অ্যাপটি পাবেন সেটা ডাউনলোড করতে হবে। সেখানে আপনি হিমু সমগ্রের সব কয়টা বই পারেন।

আর আপনি যদি ওয়েব সাইড থেকে পড়তে চান অ্যাপ না ডাউনলোড করে তাহলে আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি এখানেও আপনি হিমু সমগ্রের সব বই পেতে পারেন। লিংকটি নিচে দেওয়া হলো।

https://www.porageducation.com/2020/02/himu-samagra-pdf.html?m=1

শেষ কথা

আমি নিজে হিমু সমগ্রের সমস্ত বই পড়েছি আমার কাছে অসাধারন মনে হয়েছে। আপনাদের কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। আর হিমু সমগ্রের বই রিভিউ করে আমি #steem-bangladesh কন্টেষ্টে অংশগ্রহণ করতে পেড়ে আমি আনন্দিত। ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Facebook:::Twitter :::Instagram
Email- [email protected]



Thanks to all of you for reading my post!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

valoi review korcen,

Thanks

Good review
Screenshot_20210516-094917_Chrome.jpg

Thank you.