|| Contest : Share your Eid Moment Photo|| My younger sister and I took pictures of Eid ||

in hive-138339 •  4 years ago 

20210515_183655.jpg

ঈদ মুসলমানদের সবচেয়ে বড় একটি উৎসবের নাম আমরা ঈদের জন্য প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি এবং একটি বছর পেরিয়ে গেলে মনে হয় পরবর্তী ঈদ কবে ফিরে পাবো। ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব ঈদ মানে মুসলমানদের এক ভাই আরেক ভাইয়ের মোলাকাতের দিন। বছরের পর বছর আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি বা মোলাকাত না করলেও ঈদের দিনে তা করে থাকে এবং আপনি তাহলে বুঝতেই পারছেন ঈদের দিন কতটা গুরুত্বপূর্ণ। সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই মুখে দিয়ে গোসল করে ঈদের ময়দানে নামাজ পড়তে যাওয়ার আনন্দটাই দুর্দান্ত।

20210515_183649.jpg

এমন দিন যদি প্রত্যেক মাসে মাসে আসতো কতই না ভালো হতো এবং ঈদের দিনের মতন প্রত্যেক মাসে মাসে আমরা একটি করে দিন যদি পারতাম তাহলে অনেক আনন্দ হতো তাইনা। তো বন্ধুরা আজকের পর্যন্তই ধন্যবাদ সবাই ভাল থাকবেন আসসালামু আলাইকুম।

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Facebook:::Twitter :::Instagram
Email- [email protected]



Thanks to all of you for reading my post!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!