ঈদ মুসলমানদের সবচেয়ে বড় একটি উৎসবের নাম আমরা ঈদের জন্য প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি এবং একটি বছর পেরিয়ে গেলে মনে হয় পরবর্তী ঈদ কবে ফিরে পাবো। ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব ঈদ মানে মুসলমানদের এক ভাই আরেক ভাইয়ের মোলাকাতের দিন। বছরের পর বছর আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি বা মোলাকাত না করলেও ঈদের দিনে তা করে থাকে এবং আপনি তাহলে বুঝতেই পারছেন ঈদের দিন কতটা গুরুত্বপূর্ণ। সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই মুখে দিয়ে গোসল করে ঈদের ময়দানে নামাজ পড়তে যাওয়ার আনন্দটাই দুর্দান্ত।
এমন দিন যদি প্রত্যেক মাসে মাসে আসতো কতই না ভালো হতো এবং ঈদের দিনের মতন প্রত্যেক মাসে মাসে আমরা একটি করে দিন যদি পারতাম তাহলে অনেক আনন্দ হতো তাইনা। তো বন্ধুরা আজকের পর্যন্তই ধন্যবাদ সবাই ভাল থাকবেন আসসালামু আলাইকুম।
𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖
Email- [email protected]