Steem Bangladesh Contest - Book Review || Al Quran || Part 2 ||

in hive-138339 •  4 years ago 


Al - Quran




unnamed.png

#steem-bangladesh কতৃক আয়োজিত বই রিভিউ কন্টেষ্টে আমি অংশগ্রহণ করছি এর আগেও আমি পবিত্র ধর্মগ্রন্থ আল - কোরআন রিভিউ করেছি। আমি আজকে আবার আল - কোরআন সম্পর্কে কিছু তথ্য আবার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা প্রথম রিভিউ পড়েননি চাইলে পড়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ।

আল কোরআনের কিছু তথ্য


পবিত্র কোরআনের কিছু তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরেছি
★ ধর্ম - ইসলাম ধর্ম ★
★ ভাষা - আরবি ★
★ যুগ - ৬০৯–৬৩২ ★
★ অধ্যায় - ১১৪ টি ★
★ আয়াত - ৬৬৬৬ টি ★
★ সিজদাহ - ১৫ টি ★
ও ৩০ টি পারায় নিয়ে তৈরী পবিত্র কোরআন শরীফ।


al-quran-open-illustration-vector.jpg

(হযরত মোহাম্মদ সাঃ) তার উপর কোরআন নাজিল হয়েছে (সংক্ষেপে)

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ যখন হেরা গুহায় অবস্থানরত ছিলেন তখন কোরআনের বাণী সর্বপ্রথম নাজিল হয়েছে। এবং দীর্ঘ ২৩ বছর ধরে হযরত জিব্রাইল আঃ এর মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ তার উপর নাজিল করেছেন মহান রাব্বুল আলামিন।

কোরআন কেন পরবেন (সংক্ষেপে)

এই বিষয় বিশ্লেশন করতে গেলে হয়ত অনেক সময় লেগে যেতে পারে আমি সংক্ষেপে লিখছি। কোনআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এক জিবনে যা কিছুর প্রয়োজন সবই পবিত্র কোরআনে রয়েছে। সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য পবিত্র কোরআনের পাতায় পাতায় রয়েছে তারই নির্দেশনা।

সমস্যা শরীরের হোক বা মনের, যৌন জীবনের জট হোক বা অর্থনৌতিক জটিলতা, পুণ্যের আসক্তি হোক বা প্রবৃত্তির দাসত্ব, ব্যাক্তির অসততা হোক বা সামাজিক অবিচার, সব একই সূত্রে গাথা রয়েছে। পবিত্র কোরআন এই চির সত্যকে সুস্পষ্ট ভাবে প্রকাশ করেছে, যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায়নি।

মহান রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষের কাছে জ্ঞান প্রদান করে (সংক্ষেপে)

পড় তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিদ্ধ ডিম্ব থেকে। পড় তোমার প্রতিপালক এর নামে যিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের মাধ্যমে আর মানুষকে শিখিয়েছেন যা সে জানতনা। মানুষকে সুন্দর ও সফল ভাবে জীবন যাপন করা এই কোরআনের মাধ্যমে শিখিয়েছেন মহান রাব্বুল আলামিন।


download.jpeg

আমাদের সবাই কোরআন শরীফ তিলাওয়াত করা উচিৎ

আজকে আমি আর বেশী কিছু লিখতে চাচ্ছি না আমরা যারা কোরআন শরীফ পড়িনা আমাদের উচিৎ কেরআন পড়া ও নামায কায়েম করা। যারা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সুষ্ঠ সুন্দর ভাবে চলার তৈফিক দান করুক।

শেষ কথা

আমি এর পরবর্তীতে আপনাদের সাথে পবিত্র কোরআন শরীফের ১১৪ টি সূরা সম্পর্কে বলব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবর্তীতে আমি আবার পবিত্র কোরআনের সূরা সম্পর্কে লিখতে চাই। আসসালামু আলাইকুম।

ছবিগুলোর উৎস ছবিতেই দেওয়া আছে

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Facebook:::Twitter :::Instagram:::Hive
Email- [email protected]



Thanks to all of you for reading my post!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে আমি আর বেশী কিছু লিখতে চাচ্ছি না আমরা যারা কোরআন শরীফ পড়িনা আমাদের উচিৎ কেরআন পড়া ও নামায কায়েম করা। যারা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সুষ্ঠ সুন্দর ভাবে চলার তৈফিক দান করুক।

আমিন।

সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য পবিত্র কোরআনের পাতায় পাতায় রয়েছে তারই নির্দেশনা।

চিরন্তন সত্য

ধন্যবাদ ভাই।

Nice to see your post. Thank you for such a beautiful post

Thanks

Welcome

মাশাআল্লাহ পৃথিবীর সর্বশেষ্ঠ বইয়ের রিভিউ দিয়েছেন। কোরআন
আমাদের জীবনের পথ প্রদর্শক

ধন্যবাদ ভাই।