Steem Bangladesh Contest | Poetry Recitation || by @rabibulhasan71

in hive-138339 •  4 years ago 


Poetry Recitation



হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন #steem-bangladesh কমিউনিটিতে প্রত্যেক দিনের মতো আজকে কবিতা আবৃত্তির কনটেস্ট রাখা হয়েছে। আমি আজকে কবিতা আবৃত্তি কনটেস্ট অংশগ্রহণ করছি এবং বাংলা বই থেকে একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করছি।

কবিতার বর্ণনা

★ কবিতার নাম - অবাক সূর্যোদয়
★ লেখক - হাসান হাফিজুর রহমান

কবিতার লিরিক্স

কিশোর তোমার দুই
হাতের তালুতে আকুল সূর্যোদয়
রক্ত ভীষণ মুখমণ্ডলে চমকায় বরাভয়।
বুকের অধীর ফিনকির ক্ষুরধার
শহিদের খুন লেগে
কিশোর তোমার দুই হাতে দুই
সূর্য উঠেছে জেগে।
মানুষের হাতে অবাক সূর্যোদয়,
যায় পুড়ে যায় মর্তের অমানিশা
শঙ্কার সংশয়।
কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো
প্রবল অহংকারে সূর্যের সাথে
অভিন্ন দেখ অমিত অযুত লাখ।
সারা শহরের মুখ
তোমার হাতের দিকে
ভয়হারা কোটি অপলক চোখ একাকার হলো
সূর্যের অনিমিখে।
কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো
লোলিত পাপের আমূল রসনা ক্রর অগ্নিতে ঢাক।
রক্তের খরতানে
জাগাও পাবক প্রাণ
কন্ঠে ফোটাও নিষ্ঠুরতম গান
যাক পুড়ে. যাক আপামর পশু
মনুষ্যত্বের ধিক অপমান
কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো
কুহেলী পোড়ানো মিছিলের হুতাশনে
লাখ অযুতকে ডাক।
কিশোর তোমার দুই
হাতের তালুতে আকুল সূর্যোদয়
রক্তশোভিত মুখমণ্ডলে চমকাক বরাভয়।

লিরিক্স

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Facebook:::Twitter :::Instagram:::Hive
Email- [email protected]



Thanks to all of you for reading my post!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Onek sundor hoyease 💙

Thanks

অনেক সুন্দর হয়েছে ভাই

Thanks

ভালো হয়েছে কবিতা আবৃত্তি অনেক

Thanks

ভালো হয়েছে অনেক কবিতা আবৃত্তি

ধন্যবাদ ভাই।