আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।গত ২ দিন আমার বাসায় ধান মাড়াই এর কাজ ছিলো তাই ঠিক মতো পোস্ট করতে পারি নি এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।আজ ১৭ই ডিসেম্বর আমাদের গ্রামে আজ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে খেলাধুলা ও শীতের কাপর বিতরনের অনুষ্ঠান।
সকাল
আজ সকাল ৬.৪৫ এর দিক ঘুম থেকে উঠে বাহিরে গেলাম একটু হাটাহাটি করতে, শীত এর সকাল অনেক সুন্দর লাগছিল কুয়াশার মাঝে হাটতে একটু হেটে এসে। ব্রাশ করে সকালের খাবার খেয়ে নিলাম এরপর আমাদের গ্রামের খেলাধুলার অনুষ্ঠানের দিক গেলাম সেখানে গিয়ে এলাকার সবার সাথে আমিও খেলাধুলার কাজে যতটুকু কাজ বাকি ছিল সবাই মিলে করে ফেল্লাম। এরপর সকাল ৮টার দিক শুরু হয়ে গেলো খেলাধুলা একে একে ছোট হতে বড় সবার খেলা দুপুর ১২ টা পযন্ত খেলা চালাই নামাজের বিরতি দেয়া হলো।
দুপুর
বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম এরপর নামাজ শেষে বাসায় ২টার দিক এসে খাওয়া করে ৩ টা পযন্ত বিশ্রাম নিলাম তারপর কিছু খেলা বাকি ছিলো সেখানে গিয়ে আবার বাকি খেলা গুলো চালাই দিলাম তখন প্রায় বিকেল হয়ে আসছে।
বিকেল
আমাদের সকল খেলা শেষে আমাদের বিকালের খেলার মজাদার একটি খেলা হলো বিবাহিত বনাম অবিবাহিত দের ফুটবল খেলা। খেলাটি ৪.১৫ তে শুরু করে দেয়া হলো খেলার মধ্যে কঠিন এক অবস্থা দেখা গেলো ১ম ৩০ মিনিটে ২ দলের ই ০১ঃ০২ গোলে এগিয়ে ছিলাম, ভাগ্য ক্রমে ২টি গোলই আমি দিয়েছিলাম এর পর শেষ এর ৩০ মিনিটে বিবাহিতরা গোল দিয়ে খেলা পেনাল্টি তে চলে যায়। পেনাল্টিতে আমরা ০৫ঃ০৩ গোলে হেরে যাই। খেলায় হার জিত হয় এটা স্বাভাবিক,তাই মন খারাপ না করে পরবর্তী আয়োজনে চলে যাই শীতের কাপর বিররনে।
সন্ধ্যা
সন্ধায় সারাদিনের সব খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমাদের এলাকার বড় ভাইরা এভাবেই চলে যায় সন্ধ্যা।
রাতে
সবাই মিলে সারাদিনে অনেক ক্লান্ত থাকার পরেও মনের ভিতর যে আনন্দ এর কারনে ক্লান্ত শরীরেও সবাই মিলে আমরা পিকনিক এর আয়োজন করি। এবং খাওয়া শেষ করে আমি বাসায় চলে এসে ঘুম ঘুম চোখ নিয়ে ডায়েরি পোস্ট লিখতে বসি লেখা শেষ করে সোজা ঘুমিয়ে যাব।
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ডায়েরি পোস্টটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন ।
অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। ১ম ও শেষের ছবি দুটো অনেক ভালো ছিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া এভাবে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর দিন কাটিয়েছেন। মাঠের লুঙ্গি পরা খেলোয়ার বেশ মজার ছবি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit