আসসালামু আলাইকুম,
স্ট্রিম বাংলাদেশের সকল বন্ধুরা আসা করি আপনারা সকলে অনেক ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
সকাল
অন্যদিনের মতো আজ ঘুম থেকে একটু দেরিতেই উঠলাম গতরাতে মাথা ব্যাথা করতেছিলো তাই বিছানা থেকে উঠারই ইচ্ছা করতে ছিলো না।
সকাল্র ৮.২০ এর দিক উঠে সকালের কুসুম-গরম রোদে বসেই ব্রাশ করে নিলাম এরপর সকালের নাস্তা খেয়ে বাইরে চলে গেলাম। আমাদের গ্রামে একটি টং দোকান আছে সেখানে ৪জন বন্ধু মিলে চা খেলাম এরপর সব বন্ধু মিলে বসে গল্প করতে করতে গেম খেলা শুরু করলাম, কোনদিক দিয়ে যে সময় চলে গেল বলতেই পারলাম না। দুপুর হয়ে আসছে প্রায় তাই বাসায় চলে আসলাম।
দুপুর
দুপুর ১২.৪৫ এর দিক বাসায় এসে বাসার বিভিন্ন কাজে মা কে সাহায্য করলাম, আসলে বাসায় খুব কম থাকি তো তাই বাসায় আসলে মা আমাকে দিয়েই অনেক কাজ করিয়ে নেন আমারও মায়ের দেয়া কাজ করতে ভালোই লাগে। এরপর তারাতারি গোসল করে ফেললাম শীতের দিন নাহলে ঠান্ডা লেগে যাবে। গোসল শেষে আবার রোদে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম।তারপর একটু রেস্ট নিলাম।
বিকাল
রেস্ট নিয়ে এলাকার ভাইয়েরা ফুটবল খেলা নিয়েছে তাই সেখানে খেলা দেখতে গেলাম। খেলায় আমরাই জিতলাম ১ঃ০ গোলে। খেলা শেষ হতে হতে সন্ধা হয়ে গেছে তাই বাসায় তারাতারি চলে আসলাম।
সন্ধ্যা
সন্ধায় বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজ আমাদের এখানে ইসলামিক মাহফিল তাই বেশি কিছু না খেয়ে সেখানে চলে গেলাম আর সব বন্ধুরা মিলে বিভিন্ন দোকানে বিভিন্ন খাবার খেলাম, আমার সবথেকে বেশি ভালো লেগেছে গরম গরম জিলেপি গুলো।
রাত
খাওয়া শেষ করে মাহফিলে গিয়ে বসে ওয়াজ শুনলাম তারপর তার যখন ১২টা বাজবে তখন বাসার দিক রওনা হলাম। বাসায় এসে প্রথমে মায়ের অনেক গুলো গালি খেতে হলো কারন অনেক রাত পযন্ত বাহিরে ছিলাম তাই। গালি খাওয়া শেষে ফ্রেশ হয়ে সোজা শুয়ে পরলাম, আর কিছু খাওয়ার ইচ্ছে ছিলো না মাহফিলে অনেক খেয়েছি তাই। এরপর একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পরলাম।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ডায়েরি পোস্ট পড়ার জন্য। সবার জন্য শুভকামনা রইল বলে আজ এখানেই আমার ডায়েরি পোস্ট শেষ করছি।
আসসালামু আলাইকুম।
অনেক সুন্দর ছিলো আপনার দিনটি। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলমি ফুল কতোদিন দেখিনি ।সুন্দর ফুলটির ফটোগ্রাফি হয়েছে ।দিনটি ভাল ছিলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Have a great day. And especially my favorite to eat pennywort.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit