the dairy game season -3||31-December-2021||30% for hive-138339

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম,
স্ট্রিম বাংলাদেশের সকল ভাই ও বোনদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ নতুন বছরের প্রথম দিনটা অনেক সুন্দর করেই উপভোগ করলাম।

সকাল

আজ সকালে ঘুম থেকে অন্যরকম ভালো লাগা নিয়ে উঠলাম, আজ বছরের প্রথম দিন আবার আমাদের এখানে আজ মাহফিলও এই কারনে একটু বেশি খুশি আর কি, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খাওয়া করে নিলাম এর পর বাহিরে গেলাম গিয়ে মাহফিলের কাজ গুলো দেখতে লাগলাম আমাদের দায়িত্ব ছিল মাহফিলটা ভালো ভাবে করা তাই আমরা সবাই মিলে সব কাজে সাহায্য এবং গুরুত্ব সহকারে করলাম, সকাল হতে মাহফিলের পেন্ডেল,ষ্টেজ এর কাজ করতে করতে দুপুর হয়ে গেলো।

received_249509027293361.jpeg

দুপুর

দুপুরে বাসায় এসে গোসল করে খাওয়া করে নিলাম তারাতাড়ি তারপর একটু রেষ্ট নিয়ে আবার ৩টার দিক মাহফিল ষ্টেজে গেলাম, গিয়ে সেখানে সম্পুর্ন ষ্টেজের কাজ শেষ করিয়ে আরও বিভিন্ন রকম ছোট ছোট কাজ বাকি ছিল সেগুলো করতে লাগলাম কাজ গুলো শেষ করে মসজিদে আসলাম।

received_1078739066245854.jpeg

বিকাল

আসরের নামাজ পড়ে মাহফিল কমিটির সকল সদস্য মিলে একটা মিটিং করলাম তারপর সবাইকে একটা একটা করে কাজ বুঝিয়ে দেয়া হলো সেই অনুযায়ী যে যার কাজ করতে লাগলাম।

received_1074821369753969.jpeg

সন্ধ্যা

সন্ধায় সব কাজ শেষ করে আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঠান্ডার কাপড় পরে আবার মাহফিলে চলে আসলাম এরপর কয়েকজন বন্ধু মিলে ঘুরলাম বিভিন্ন রকম খাবার খেলাম । মাহফিল শুরু হওয়ার আগেই সব কাজ শেষ করে নিলাম।

received_299364585451784.jpeg

রাত

৮টার দিক সবাইকে নিয়ে মসজিদে গেলাম সেখানে খাবারের আয়োজন করা হয়েছিল সেখানে সবাই একসাথে বসে খাওয়া করে নিলাম এর পর খাওয়া শেষে মাহফিলে চলে আসলাম, মাহফিলে অনেক সুন্দর ইসলামিক বিষয়ে আলোচনা করছিল সব শুনলাম রাত ১টায় সব শেষ হলে বাসায় চলে আসলাম এসে হাত মুখ ধুয়ে সোজা শুয়ে পরলাম, এরপর ঘুম ঘুম চোখে ডায়েরি পোষ্ট লিখেই ঘুমিয়ে যাব। সবাই ভালো থাকবেন।

received_2744761195827867.jpeg

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ডায়েরি পোষ্ট পড়ার জন্য।
আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

দিনটা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছেন। মাহফিলের কাজ করলে অনেক সওয়াবের ভাগীদার হওয়া যায়। নাইস ডায়েরি

ধন্যবাদ ভাইয়া এভাবে উৎসাহ দেয়ার জন্য।

ভাইয়া আপনার বছরের প্রথম দিন কেমন কাটলো???সুন্দর ডাইরি লিখেছেন।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক ব্যাস্ত দিন কাটিয়েছেন ভাই।ছবি গুলো সুন্দর হয়েছে।