Top Post Topic"Sports"//Badminton//by @raiyan02

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ।আজকে স্টিম বাংলাদেশ কমিউনিটি আয়োজিত টপ পোস্ট ট্রফি খেলা ধুলা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে । খেলাধুলা আমায় খেলতে খুব ভালো লাগে ।শুধু আমারই না পৃথিবীর প্রায় সব মানুষের খেলাধুলা পছন্দ ,তাই আমি আজকে যে খেলাটি আপনাদের সাথে আলোচনা করব, খেলাটির নাম হল "ব্যাডমিন্টন"।

🏸ব্যাডমিন্টন🏸

play_badminton_xxxlarge-604x270.jpg

Source

🏸ইতিহাস 🏸

১৮৭০ সালে ভারতে পুনরায় ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছিল ।জৈনিক ইংরেজ সৈন্যকর্তৃক এই খেলা ভারত থেকে ইংল্যান্ডের নিয়ে যাওয়ার আগে তেমনি জনপ্রিয় ছিল না। ভোটের ডিউটি খেলার আগ্রহী ছিল এবং তার গ্রামের নাম ব্যাডমিন্টন থেকে এই নাম উৎপত্তি ।এই খেলার প্রথম অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের গ্লুসেস্টার নিজ বাড়িতে । ১৯৩৪ সালে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন ইংল্যান্ডে সিলেক্টেড হোম প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে গঠন করা হয় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ।বাংলাদেশ ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা ।গ্রামগঞ্জে সকল বয়সের ছেলেমেয়েরা এই খেলা খেলে থাকে।

🏸আইনকানুন🏸

443db2705fce955ab30cf343372687eb.png

Source

★ খেলার কোট:-ব্যাডমিন্টন খেলার কোট দুই ধরনের হয়ে থাকে একক ও দৈত্য।

★একক কোড:- দৈর্ঘ্য ৪৪ ফুট এবং প্রস্থ ১৭ ফুট।

★দৈত্য কোড :-দৈর্ঘ্য ৪৪ফুট এবং প্রস্থ ২০ ফুট।

★কোর্টের দাগ :-সকল দাগের রং হলুদ বা সাদা হবে ।

★পোস্ট :-সমতল একটি কঠিন মেঝে থেকে খুঁটির উচ্চতা ৫ ফুট ১ইঞ্চি হবে ।পোস্ট পার্শ্বরেখা রুপোর অথবা তা থেকে একটু দূরে মাটিতে উঠলেও চলবে।

★নেট:- খুঁটির কাছে মেঝে থেকে নেটের উচ্চতা হবে ৫ ফুট ১ ইঞ্চি। আড়াই ফুট চওড়া হবে ।

★শেটাল :-এর জন্য একটি শাটলকক থাকবে।

★একক খেলা :-যে খেলার প্রতিপক্ষ একজন করে খেলোয়াড় অংশগ্রহণ করে তাকে একক খেলা বলে ।

★দৈত্য খেলা :-যে খেলা প্রতিপক্ষের দুজন করে খেলোয়াড় অংশগ্রহণ করে তাকে দৈত্য খেলা বলে ।

★টস:- বিজয়ী প্রথম সার্ভিস করবে বা প্রথম রিসিভ করবে বামদিকে পছন্দ করবে।

★বিচারক :-খেলা পরিচালনার জন্য একজন রেফারি, একজন আম্পেয়ার, আর একজন স্কয়ার, অনলাইন থাকবে ।

★গেম :-সব খেলাতেই ২১ পয়েন্ট গেম হয় ।উভয় খেলোয়াড় ২০ পয়েন্ট অর্জন করলে সে ক্ষেত্রে 2 পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকে জয়লাভ করতে হবে ।অর্থাৎ ২২/২০ অথবা ২৫/২৩ পয়েন্ট ।মনে রাখতে হবে এভাবে সর্বোচ্চো৩০ পয়েন্ট এর মধ্যে অবশ্যই গেম শেষ করতে হবে ।৩টি গেমের মধ্যে যে যে দল ২টি জিতবে সেই দল বিজয়ী হবে।

🏸কলাকৌশল🏸

66e387ea906259fdd4cbc9c9b40057f0--olympic-badminton-tv-schedule.jpg

Source

ব্যাডমিন্টন খেলা ভালভাবে আয়ত্ত করতে হলে প্রয়োজনে হাতও কব্জির নমনীয়তা এবং পায়ের কাজ। ব্যাডমিন্টন খেলার মৌলিক কলাকৌশল হলো:-

★ রেকেট ধরা
★ পায়ের কাজ
★ সার্ভিস
★ ফোরহ্যান্ড স্ট্রোক
★ ব্যাক হ্যান্ড স্ট্রোক
★ মাথার উপর দিয়ে মারা
★ নেট এর কাছে মারা

🏸রেকেট ধরা 🏸

zotwxGm.png

Source

রেকেট সঠিকভাবে ধরার উপরই ব্যাডমিন্টন খেলার অনেকটা নির্ভর করে ।এবার ডান হাতের তালু উপুড় করে দ্বীপের শেষপ্রান্তে রেখে বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী সামনের দিকে প্রসারিত করে ইংরেজি বর্ণের "V" মত করে ধরবে ভালো ভাবে খেলতে সাহায্য করবে।

🏸পায়ের কাজ 🏸

badminton-footwork.jpg

Source

ব্যাডমিন্টন খুব দ্রুত গতির খেলা ।তাই পায়ের কাজ খুব দ্রুত হয়ে থাকে ।কাজে বিভিন্ন অবস্থায় পরিপ্রেক্ষিতে খুব দ্রুত গতিতেই নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এব্যাপারে পায়ের কাজটা সবচাইতে বেশি ।দ্রুতগতির খেলা ফুটওয়ার ভালো না হলে শাটলকক সঠিকভাবে সঠিক স্থানে পাঠানো বা ফেরানো যায় না ।ভালো ফুটওয়ার আয়ত্ত করতে পারলেই দ্রুততার সাথে শাটলকক এর কাছে পৌঁছাতে পারে এবং পছন্দমত শাটলকক ফেরত পাঠাতে পারে।

🏸সার্ভিস🏸

1-4-1024x677.jpg

Source

একজন খেলোয়ার নিয়মকানুন মেনে খেলতে শুরুতেই এবং পুতি পয়েন্ট এর শুরুতে প্রতিপক্ষের কোটে শাটলকক পাঠানোকে সার্ভিস বলে। সার্ভিসটি বিপক্ষে করে এমন জায়গায় পাঠাতে হবে যাতে বিপক্ষ খেলোয়াড় ফেরত পাঠাতে অসুবিধা হয় ।

সার্ভিস করার সময় পা ফাঁক করে বাম্পার ডান পায়ের কিছুটা সামনে নিয়ে দাঁড়াবে ।শরীরের ওজন পিছনের পায়ের উপর থাকবে ।বাম হাতে ধরে ডান হাতে রেখে পিছনের দিক থেকে আনার মুহূর্তে শাটলকক ছেড়ে দিয়ে আঘাত করে বিপক্ষ পাঠাবে ।শাটলকক ওর সাথে সাথে দেহের ওজন বাম পায়ের উপর চলে আসবে সার্ভিসে পাঠানো হয় এবং পিছনের অংশ পাঠানো হয়।

🏸ফোরহ্যান্ড স্ট্রোক🏸

Lee-Chong-Wei_smash-768x429.jpg

Source

হাতের তালু কে সামনে রেখে ডান হাতি খেলোয়াড় ডান দিকে এবং বামহাতি খেলোয়ার বামদিকে শাটলকক মারলে তাকে ফোরহ্যান্ড স্ট্রোক বলে।

🏸ব্যাক হ্যান্ড স্ট্রোক🏸

Taufik_Hidayat1-768x768.jpg

Source

সঠিকভাবে রেকেট ধরে হাতের তালু পিছনের দিকে করে ডানহাতি খেলোয়াড় ডান কাঁধ এবং বাম হাতে খেলার নেটের দিকে রেখে শাটলকক মারলে তাকে হ্যান্ড স্ট্রোক বলে।

🏸মাথার উপর দিয়ে মারা 🏸

Lee-Chong-Wei-Smash.jpg

Source

সাধারণত শামস বা চাপ মারার কাজে এই স্টক ব্যবহার করা হয় ।এই স্ট্রোককে ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ড দুটোই ব্যবহার করা যেতে পারে ।শাটলকক এর নিচে এসে র্যাকেট উঁচু করে লাভ দিয়ে যতটুকু সম্ভব শাটলকক এর আঘাত করবে।

🏸নেটের কাছে মারা🏸

f2394f04b0b4476eeb3ad20fdf33ec0997626250.jpg

Source

শাটল কক যখন নেটের খুব কাছাকাছি পড়ে, তখন এই স্ট্রোককে সাহায্যই শাটলকক কে মারতে হয় ।এই স্ট্রোককে ব্যবহারের জন্য হাতের সূক্ষ্ম তার প্রয়োজনে সবচেয়ে বেশি অর্থাৎ হাতের উপর দখল থাকতে শাটলকক নেটের খুব কাছে ফেলে সম্ভব হয় ।এর জন্য প্রচুর অনুশীলনের প্রয়োজন।

🏸 ধন্যবাদ !আশা করি সবাইকে ভালো লাগবে!!🏸



Cc:
@toufiq777
@nahidhasan23
@masumrbd

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!