Poetry recitation মাগো ওরা বলে কোন এক মাকে উৎসর্গ করে (cover by rajibsarker)

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা।
আশা রাখি আপনারা সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।স্টিম বাংলাদেশ আয়োজিত কবিতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছি। আমি আমার ভালোটা দেওয়ার চেষ্টা করেছি জানিনা আপনাদের কতটা ভালো লাগবে! আমার জন্য দোয়া রাখবেন।


মাগো ওরা বলে

আবু জাফর ওবায়দুল্লাহ

কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা, তুই কবে আসবি?
কবে ছুটি?”
চিঠিটা তার পকেটে ছিল
ছেঁড়া আর রক্তে ভেজা।

“মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা
তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্যে
কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা,
রাগ করো না,
মাত্রতো আর কটা দিন।”

“পাগল ছেলে”,
মা পড়ে আর হাসে,
“তোর ওপরে রাগ করতে পারি!”
নারকেলের চিড়ে কোটে,
উড়কি ধানের মুড়কি ভাজে,
এটা-সেটা
আর কতো কি!
তার খোকা যে বাড়ি ফিরবে
ক্লান্ত খোকা।

ধন্যবাদ আমার প্রাণ প্রিয় ভাই ও বোনকে আমার আবৃত্তি টি শোনার জন্য।ইনশাআল্লাহ আপনাদের আবৃত্তি ও আমি শুনবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো হয়েছে ভাই আপনার কবিতা আবৃতিটি।

Tnk u viaa.....

ভালো কবিতা আবৃতি করেছেন।

Tnk u viaaa,❤️❤️❤️❤️

ভালো হয়েছে ভাই আপনার কবিতা আবৃতিটি। পরবর্তীতে আপনার কাছ থেকে আরো ভালো ভালো কবিতা আশা করব।

In sha allah via...ami amr best ta dear chesta korbo

সুন্দর হয়েছে আপনার কবিতা আবৃত্তি

ধন্যবাদ আপু

Vlo hoise vai

Tnk u viaa

সুন্দর আবৃত্তি করেন ভাই।

অতটা না ভাইয়া কিছু টা আর কি😊😊❤️❤️❤️❤️❤️

❤️❤️

Excellent recitation. Loved your accent in this poetry

Tnk u so much brother ❤️❤️❤️

সুন্দর কবিতা আবৃতি।
ভাই ভিডিও তে আপনার ইউজার আইডির কথা উল্লেখ করেন নি। উল্লেখ করলে ভালো হতো। কিছুদিন আগে, আমার একটা ভিডিও তে বলতে ভুলে যাওয়ার @steem-bangladesh থেকে আমাকে অবহিত করা হয়ে ছিল।

Ami antorik vabe dukkito via.....vdo ta finally post korar por amr mone hoasilo...bt janina silect hobo ki nah😥😥😥😥

সুন্দর ছিল ভাইয়া 💖

Tnk u viaa

কবিতা আবৃত্তি সুন্দর

Tnk u viaaa

খুবই সুন্দর হয়েছে ভাই

ধন্যবাদ ভাইয়া

বরাবরের মতো সুন্দর আবৃত্তি। কিছু বলার নাই। 💚

Tnk u via.. Valobasha roilo apnar jonno❤️❤️

খুব ভালো আবৃত্তি করেছেন। অসাধারণ।

ধন্যবাদ ভাইয়া। দোয়া রাখবেন আমার জন্য।