health, fitness, sport, leisure, food, gardening, travel 21-02-2022

in hive-138339 •  3 years ago 


আসসালামু আলাইকুম স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত গার্ডেনিং প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি।
আজ আমি পেঁপে, লেবু ও মরিচের গাছের বর্ননা করতে যাচ্ছি।





বাগান

IMG_20220221_183824.jpg

বাগান মানুষের খুব সৌখিন একটা বিষয় তাই বাগান করতে যাওয়ার আগে আমাদের বিশেষভাবে কিছু দিক ভালভাবে দেখে শুনে নিতে হবে অবশ্যই বাগান করার আগে আমাদের পরিপূর্ণ ও সুস্থ সবল চারা নির্বাচন করতে হবে তাই আমাদের আশেপাশের নার্সারী ও হটিকালচার সেন্টার গুলোতে খোঁজ নিয়ে জানতে হবে যে সুস্থ সবল ও উন্নত মানের ভালো ছাড়া আছে কিনা।





পেঁপে গাছ নির্বাচনঃ

IMG_20220221_184247.jpg

ক. অবশ্যই চারা রোপনের উপযুক্ত ৪০-৪৫ দিনের গাছটি নির্বাচন করতে হবে।

খ. প্রতিটা গাছের গোড়া যেন ঢগার থেকে একটু মোটা থাকে।

গ. বানিজ্যিক ভাবে বাগান করতে গেলে অবশ্যই উন্নত মানের চারা নির্বাচন করতে হবে।

উদাহরণঃ পাকার জন্যঃ রেড লেডি, রেড কুইন
সব্জীর জন্যঃ গ্রীন লেডি, দেশী ও অনেক জাতের রয়েছে।





চারা লাগানোর সময়ঃ

আমরা যদি খুব তারাতাড়ি ফল পেতে চাই তাহলে অক্টোবর মাসে বীজ রোপন করতে হবে।

চারা গুলো অবশ্যই জৈব সার মেশানো বেলে দোআঁশ মাটি বা কোকোপিট এ বিভিন্ন প্রকার টবে, ওয়ান টাইম কাপ মগ বা পলি বেগে রোপন করবো।
৪৫ দিনের পর অবশ্যই জানুয়ারি মাসের শেষে মাটিতে রোপন করতে হবে।





মাটিতে গর্ত ও সারের পরিমানঃ

IMG_20220221_183639.jpg

ক.উর্বর মাটি সিলেকশন করতে হবে
খ. ১ ফিট বাই ১ ফিট দৈর্ঘ্য এবং গভীরতার করতে হবে।
গ. গর্তের মাটির সঙ্গে ভারমি কম্পোস্ট,কেচো সার বা বিভিন্ন রকমের জৈব সার ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।





নার্সারি থেকে চারা আনার সময় সতর্কতাঃ

IMG_20220221_183734.jpg

ক. ওয়ান টাইম কাপ মগ এ চারা গাছ থাকলে যে কোন কাগজের কার্টুন বা বক্সের মাঝে সুন্দর ভাবে সাজিয়ে নিতে হবে।
খ. চারা গাছ গুলোর যেন কোন ঝাকি না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
গ. রশি দিয়ে কোন ভাবেই কার্টুন টি জোরে বাঁধা যাবেনা।





চারা রোপনের আগের সতর্কতাঃ

IMG_20220221_183749.jpg

ক. চারা গাছ গুলো সাবধানে কার্টুন থেকে নামাতে হবে।

খ. ওয়ান টাইম কাপ টি দুই হাতের তালুতে নিয়ে একটু গোড়ায় সামনে পিছনে চাপ দিলেই সুন্দর ভাবে বের হয়ে আসবে।

গ. ৪৫ ডিগ্রী দক্ষিণ পাশে হেলে চারাটি রোপন করতে হব।

ঘ. মাটি গুলো হাত দিয়ে সড়িয়ে আলতো ভাবে রোপন করে গোড়া ভেজানোর মত পানি দিতে হবে।

৪৫ ডিগ্রি করে চারা লাগানোর উপকারিতা

ক. গোড়া মোটা ও অনেক সিকড় হবে।

খ. গাছ গুলো তাড়াতাড়ি লম্বা হবেনা এবং খুব তারাতাড়ি ফল আশা শুরু হবে।

গ. ঝড়ের আঘাতে গাছ গুলো হেলে পড়বে না।

IMG_20220221_183707.jpg

গাছের কোন সমস্যা দেখা দিলে আশেপাশের যে কোন নার্সারি বা হরটিকালচারের সহায়তা নিত হবে।

আমি আমার পেঁপে বাগানের পাশাপাশি লেবু ও মরিচ গাছ লাগিয়েছি

IMG_20220221_184120.jpg

সীডলেস লেবু

IMG_20220221_183654.jpg

মরিচ গাছ

বর্তমানে লেবু ও অনেক লাভজনক একটি ফসল
তাই আমি টাংগাইল জেলার সখিপুর থেকে লেবুর গুটি কলম নিয়ে এসেছিলাম

IMG_20220221_184025.jpg

তারপর সেগেলো পলি ব্যাগে রোপন করেছিলাম।
কুশি ভালো ভাবে বের হওয়ার পর আমি বাগানে লাগিয়ে দিয়ে ছিলাম।

IMG_20220221_183909.jpg

খড়ার সময় যেন গাছের গোড়ায় রশ বা পানি থাকতে পারে তাই শুকনো কচুরিপানা চার দিকে ভালো ভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম।

আমি এই প্রতিযোগিতায় আমার বন্ধু @ratul24730@pocoloco01 কে আমন্ত্রণ জানাচ্ছি।

এই ছিল আমার বাগানের বর্ননা। আশা রাখি আপনাদের সকলের ভালো লেগেছে।
ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

ভাই কি পেঁপে গাছের বাগান করছেন? পেঁপে গাছের বাগান করা খুব লাভজনক।

Ami red qeen peper bagan korlum via....je via akn pepe te valo profit ashe...job er pasa pasi aktu kisu korar chesta r amar bagan er proti onk durbolota via..doya rakben amar jonno