স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি স্টিম বাংলাদেশ কর্তিক আয়োজিত গার্ডেনিং কম্পিটিশনে অংশগ্রহণ করছি।
১০-০৩-২২
https://www.istockphoto.com/photo/guava-isolated-on-white-background-gm902394266-248915522
জমি নির্বাচন
১. অবশ্যই বেলে বা বেলে দোআঁশ মাটির জমি নির্বাচন করতে হবে।
২.জমির চারপাশ ঘেরা থাকতে হবে।
৩.সাধারণ জমির থেকে উচু জমি নির্বাচন করতে হবে। যেন পানি জমে না থাকে।
৪. জমির সাথে রাস্তার যোগাযোগ যেন ভালো থাকে।
৫.যে কোন জমিতেই পেয়ারা গাছ হবে কিন্তু ফলন কম হবে।
গোড়ার মাটি তৈরী ও চারা
১.১ফিট বাই ১ ফিট মাটি গর্ত করতে হবে।
২. ডেব. পটাশ. খৈল ইউরিয়া সব গুলো ১০০ গ্রাম করে নিয়ে ও কম্পোস্ট ২৫০ গ্রাম নিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ৭ দিন রাখতে হবে। ৮ দিনের দিন মাটি গুলো উলোট পালোট করে দিতে হবে গ্যাস বাহির করার জন্য।
তারপর যেকোন দিন চারা লাগানো যাবে।
আমাদের দেশে এখন থাই পেয়ারা চাষ করে অনেকেই সাবলম্বী হয়েছেন।তবে অবশ্যই ভালো জাতের চারা নির্বাচন করতে হবে।
বর্তমানে থাই-৭ ও থাই-৫ জাতটি উন্নত মানের।
থাই-৭ চেনার উপায়
গাছটি হালকা হলুদ ও হালকা সবুজ রয়ের হয়ে তাকে।এমন কি ফলটিও একই রকম হয়ে থাকে।
৩. পেয়ারার চারা ৪৫ -৫৫ দিনের টি রোপন করতে হবে।
৪.স্কয়ারে ৬ হাত পরপর চারা রোপন করতে হবে।
৫.গাছের প্রোয়োজন অনুযায়ী পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে গাছ মারা যাবে।
https://www.istockphoto.com/en/photo/a-huge-guava-farm-gm1212143402-351786194
ফুল আসার আগে পরিচর্যা
১. আমাদের আগে প্রুনিং করে গাছের অতিরিক্ত ডাল কেটে ফেলতে হবে।
২. ফুল আসার আগে পরিমান মত পানি দিতে হবে।
৩. গাছের গোড়ায় জিংক পটাশিয়াম সালফার সমৃদ্ধ সার পরিমান মত দিতে হবে।
৪. ভিটামিনের জন্য সিনজেনটার থিয়োভিট এস্পে করতে হবে।
৫. ফুল যেন বেশি আসে এ জন্য ফ্লোরা এস্পে করতে হবে।
দেখা যাবে গাছে ১ মাস পর পর্যাপ্ত পরিমান ফুল এসেছে।
নতুন ফলের পরিচর্যা
https://www.istockphoto.com/en/photo/young-guava-fruit-gm1180345025-330637878
১.ফল আসলে আগে থেকে ২০০ এর পলি ব্যাগ গুলো ফুটো করে রাখতে হবে।
২.পল আসার ৩৫ - ৪০ দিনের মধ্যেই পলি দিয়ে মুড়িয়ে দিতে হবে।
তাহলে ফলে কোন পোকা হবেনা এবং ফলের রং সুন্দর হবে।
গাছের চাহিদা মত সার পানি ও স্পে করতে হবে তাহলেই
ভালো ফলন পাওয়া যাবে।
https://www.istockphoto.com/en/photo/young-guava-fruit-gm1180345025-330637878
আশা রাখি এভাবে বাগান করে মুনাফা ভালো পাওয়া যাবে
এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছি আমার বন্ধু
@avibauza ও @kyrie1234 কে
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Las guayabas blancas son muy sabrosas.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Yess sister..tnx for nice comment..❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেয়ারা খেতে আমারও ভালো লাগে। পেয়ারার চাষ প্রক্রিয়া সুন্দরভাবে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Je via akn onk jonoppriyo hoyese peyara makha...tnk u via sundor cmnt korar jonno.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit