তারিখঃ০৯/০৭/২২
রোজঃশনিবার
আসসালামু আলাইকুম
@steem-bangladesh আয়োজিত Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game এ আজ আমি আপনাদের কাছে আমার সারা দিনের ডাইরি টি উপস্থাপন করবো। আশা করি সবার ভালো লাগবে।
সকাল
নিত্য প্রতিদিনের মতো আজকের সকালটা না হয়ে ভিন্ন ছিলো।ট্রেন সিডিউল ঠিক না থাকার কারনে সারা রাত কাজ করে সকাল ৬টার দিক সীমান্ত ট্রেন থেকে পার্বতীপুর স্টেশন নেমে যাই।নেমে কিছু সময় অটো রিকশা জন্য অপেক্ষা করি।অবশেষে অটো রিকশা পেয়ে বাসায় আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে শুয়ে রেষ্ট নেই।সারা রাত না ঘুমানোর জন্য খাওয়ার পরে খুব ঘুম পায় তাই ঘুমিয়ে পড়ি।ঘুম থেকে উঠি প্রায় ১২ টার দিক। ঘুম থেকে উঠে গোসল করে হালকা কিছু খাওয়া করে। বাইক বের করে বাজার দিক যাওয়ার জন্য বের হই বাইকের কিছু মেক্যানিকেল কাজ করার জন্য।
Location-MW38+H53 Parbatipur
সকালের দৃশ্য
দুপুর
বাজার থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া করি।খাওয়া করে। রুমে শুয়ে শুয়ে গান শুনতে থাকি ও fb একটু চ্যাট করতেছিলাম ফ্রেন্ডের সাথে। এ ভাবে দুপুর টা কখন যে শেষ হয়ে বেলা গড়িয়ে বিকেলের আসর আজান হয় বুঝতে পারি না।
Location-MR6V+6J6 Gobindapur
দুপুর গান শোনার সময় স্কিনশর্ট
বিকেল
বিকেল বাজার যাওয়ার জন্য বের হবো সে সময় বন্ধু বোরহান ফোন দিলো ও ঢাকা থেকে আসছে ঈদ পরিবারের সঙ্গে করার জন্য। তো দেখা করবে তাই বের হলাম তার সাথে দেখা করার জন্য। এদিক আবার আমি আর এক বন্ধু সোহানকে ফোন দেই বাজার দিক যাওয়ার জন্য।পরে ৩ জন এক সাথে একটু ঘোরাঘুরি করি।
Location-MVF2+CPX Digharan
বিকেল ঘোরাঘুরি করার সময়
সন্ধা
সন্ধার কিছু খাওয়ার জন্য পার্বতীপুর শাহ্ হোটেল গেলাম। ঈদের জন্য হোটেল অনেক ভীর ছিলো কিছু সময় দাড়াই থাকার পরে সিট পাই খাওয়া করি। খাওয়া শেষে কিছু সময় আড্ডা দিয়ে পাম্পে তেল নিয়ে বাসায় চলে আসি।
Location-MW38+WF9 Parbatipur
সন্ধার নাস্তা টাইমে
রাত
বাসায় এসে ফ্রেশ হয়ে রেষ্ট নেই।সন্ধার সময় খাওয়া করে আসার জন্য রাতে বাসায় আর খেতে ইচ্ছে করে না। তাই রুমে গিয়ে বিছানা ঠিক করে শুয়ে পড়ি।নাটক দেখতে থাকি বেশ কিছু সময়। তার পরে খুব ঘুম পাচ্ছিলো। তাই ফোন টা ও আর চার্জে না দিয়ে ঘুমাই পড়ি।
Location-MR6V+6J6 Gobindapur
রাতের নাটক দেখার সময় স্কিনশর্ট
I am inviting @carliis, @carlossequea,@mahdan1, @divyeshvegada @preshy123 to participate in this contest
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ঘুরাঘুরি খাওয়া দাওয়া সব মিলিয়ে অত্যান্ত সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি। ঘুরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে।
এটা খুবই বাজে অভ্যাস ভাই, এটা থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের এই বয়সে আমরা অতিরিক্ত রাত জাগার কারণে সকলে উঠতে দেরি হয়। আমার মনে হয় আপনি রাতে একটু আগে ঘুমাবেন এবং সকালে কম ঘুমাবেন।
অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত ধন্যবাদ ভাইয়া
আর ২য় তো আমার রাতে কাজ থাকার জন্য ঘুমাইতে পারি নি। ঈদ এর সময় বাস ট্রেন সব কিছু টাইম মতো চলতে পারে না এটা আমাদের দেশের একটা রীতি হয়ে গেছে। যার জন্য সে রাত টা সারা রাত জেগে থাকতে হয়।
আর তা ছাড়া একটু তারাতারি ঘুমানোর চেষ্টা করি বাসায় থাকলে ১০ টার মাঝে ঘুমাই।কিন্তুু বাহিরে থাকলে সে টাইম টা মেইনটেন হয় না। কখন ঘুমাবো সেটার ও ঠিক থাকে না।
পরিশেষে এটাই বলি ধন্যবাদ এতো সুন্দর কথা গুলো বলার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরেকটু সাজিয়ে লেখলে আরো সুন্দর দেখাবে আপনার পোস্ট। সন্ধ্যায় সুস্বাদু নাস্তা উপভোগ করেছেন। আপনি কি প্রায়ই নাটক দেখেন? সুন্দর ডায়েরি লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত ধন্যবাদ ভাইয়া।এতো সুন্দর একটি সাজেশন দেওয়ার জন্য।
আর দ্বিতীয়ত
ভাইয়া আমি মুভি খুব কমই দেখি।এজন্য প্রায় নাটক এ দেখি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ব্যস্ত দিন পার করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit