Steem Bangladesh Contest : Mytownin10pics

in hive-138339 •  2 years ago 

আসসালামু আলাইকুম,

আমি @raju7258 আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি। steem-bangladesh Mytownin10pics contest এ অংশগ্রহন করার জন্য পোষ্ট করছি।আশা করি আমার ফটোগ্রাফি গুলো সবাইকে ভালো লাগবে।



Mytownin10pics



মসজিদ

Picsart_22-07-12_19-34-24-470_1.jpg
Location-P6VJ+CHH Shatgara

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এই সুন্দর মসজিদটি।মসজিদ টি সামনে থেকে দেখতে প্রচীন রাজবাড়ী মতো। রংপুর থেকে বাসে করে বাসা আসার সময় ছবিটি তুলি।



রেলওয়ে স্টেশন

Picsart_22-07-12_19-31-04-818.jpg
Location-MW38+28W Parbatipur

ছবিতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পঞ্চগড় গামী দ্রুতযান এক্সপেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশন ১ নাম্বার প্ল্যাট ফরমে অবস্থান করে আছে।ঈদের আন্দন সবার সাথে ভাগাভাগি করার জন্য জীবনের নিরাপত্তা না ভেবে এ ভাবে শতশত মানুষ যাতায়ত করতেছে।



বহুতল ভবন

Picsart_22-07-12_20-07-45-087.jpg
Location-JWM9+3FW Haldibari

ছবিটি পার্বতীপুর হলদীবাড়ি টেকনিকেল স্কুল এন্ড কলেজের মাঠের দৃশ্য। মাঠের সাথে নির্মিত হচ্ছে বহুতল ভবন। মাঠের দৃশ্যটা সত্যি অনেক সুন্দর।



স্পোর্টস ভিলেজ

Picsart_22-07-12_20-34-42-453.jpg
Location-JJFM+3CR Dinajpur

দিনাজপুর স্পোর্টস ভিলেজ ভবন এটি দিনাজপুর বড়মাঠের সাথে এটি।বড় মাঠের খেলাধুলার যাবতীয় কার্যক্রম এখানে করা হয়ে থাকে।



রেলওয়ে স্টেশন

Picsart_22-07-12_19-32-10-096.jpg
Location-MW38+6FJ Parbatipur

ছবিটা পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ৫ নাম্বার প্ল্যাটফরমের। রাতের বেলা বন্ধু শামিম সহ বসে আড্ডা দেওয়ার সময় ছবিটা ক্যামেরা বন্দী করি।



হাইওয়ে রাস্তা

Picsart_22-07-12_20-32-27-078.jpg
Location-PWW8+456 Saidpur

পার্বতীপুর টু সৈয়দপুর রাস্তা এটি। রাস্তার ২ পাশে সারি সারি গাছ মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তা। খুবই সুন্দরই লাগে এ রকম হাইওয়ে রাস্তা।



বহুতল ভবন

Picsart_22-07-12_19-26-46-848.jpg
Location-MW74+97X Parbatipur

ছবিটা পার্বতীপুর থানার মোড়ের, থানার পাশে এ ভবনটি দেখতে পাওয়া যায়।অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখলে যে কারো ভালো লাগবে।



কাপড় মার্কেট

Picsart_22-07-12_19-29-01-022.jpg
Location-MW38+PM6 Parbatipur

ছবিটা পার্বতীপুর কাপড় মার্কেটের। এক বড় ভাইয়ের দোকান থেকে ছবিটা ক্লিক করি।সব সময় কাপড় মার্কেটে মানুষের আনাগোনা থাকে। কিন্তুু ঈদের সময় এর পরিমান বেশি হয়।



মসজিদের গেইট

Picsart_22-07-12_20-35-35-756.jpg
Loation-JJCM+2F4 Dinajpur

ছবিতে দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় জামে মসজিদ।মসজিদটি দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানের পাশে।অনেক পুরাতন মসজিদের মাঝে জএটি একটি। ছবিতে গেইটটি নতুন করে পুনঃনির্মান করা হয় ১৯৯৫ সালে।



বদরগঞ্জ বাজার

IMG_20220705_192622_462.jpg
Location-M3C3+QWJ Badarganj

বদরগঞ্জ বাজার, বড় মসজিদ বাজার এলাকা এটি।রাতের বাজার দৃশ্য কেমন হয় সেটা তুলে ধরার চেষ্টা করেছি।



আমি এই contest অংশগ্রহন করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @junebride,@jes88,@manuelhooks,@arshani এবং @tangwe-rene আশা করি,আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations your post has been upvoted by The team Industrious seven.
Continue writing with the #mytownin10pics.
We are supporting the quality posts by using @steemcurator06. Happy steeming :)

#club5050

Always includes the location of your photos using what3word or Google map. Also don't always add krsuccess as one of your tag.

The account was operated by @goodybest

image.png

ছবি গুলো সত্যি ই সুন্দর ❤️

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

অসাধারণ ভাইয়া