আসসালামু আলাইকুম,
আমি @raju7258 আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আমি
Steem Bangladesh Contest : Mytownin10pics অংশগ্রহণ করতেছি।আশা করি সকলএর ভালো লাগবে।
১.শহীদ মিনার
Location-JWM9+7JC Haldibari
শহিদ মিনারের কথাটি ভাবলেই যেন ভাষা শহিদদের কথা মনে পরে যায়। শত রক্তে রঞ্জিত হয়েছিল আমাদের এই শহিদ মিনার। ভাষা শহিদের এই আত্মত্যাগের কথা মনে পরলে যেন বাঙ্গালিদের শরীর শিহরিত হয়ে উঠে।তাদের এই আত্মত্যাগ বাঙ্গালিরা কখনোই ভুলতে পারবে না।
২.শাহ হোটেল
Location-MW38+WG6 Parbatipur
পার্বতীপুর শহরে নতুন বাজারে এক সুনামধন্য হোটেল শাহ হোটেল।এখানে অনেক রকমের সুস্বাদু খাবার পাওয়া যায়। অনেক রকমের মিষ্টি ও পাওয়া যায়।এখানে প্রতিনিয়ত অনেক মানুষের সমাগম হয় সুস্বাদু খাবার আহরন করার জন্য।বৃষ্টি ভেজা শহরে আমিও খাবার আহরন করার জন্য যাওয়া।
৩.মৎস্য হ্যাচারী
Location-JWRC+395 Haldibari
পার্বতীপুর শহর থেকে একটু অদুরে অবস্থিত মৎস্য বীজ উৎপাদন খামার বা মৎস্য হ্যাচারী।এখান থেকে বিভিন্ন প্রকার মাছ এর বীজ যেমন চিংড়ি,রুই,কাতলা,বোয়াল,মৃগেল,সরপুটি সহ আরো বিভিন্ন ধরনের মাছ বীজ উৎপাদন করে থাকে এই মৎস্য হ্যাচারী থেকে। উওর-পশ্চিম মৎস্য সম্প্রসারন প্রকল্প যা রাজস্ব খাতে অন্তর্ভুক্ত।
৪.রেলওয়ে স্টেশন
Location-MW38+C7W Parbatipur
বৃষ্টি ভেজা শহরে পার্বতীপুর রেলওয়ে স্টেশন।পাশে দারানো রয়েছে রাজশাহী গামি বরেন্দ্র এক্সপেস ট্রেন খানা।লাইন ক্লিয়ারের অপেক্ষায় অপেক্ষারত।বৃষ্টি ভেজা রেলওয়ে স্টেশন দেখতে খুব সুন্দর লাগতেছে।
৫.বিদ্যালয়
Location-MX25+839 গড়ের পাড়া
নূরুল মজিদ উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়।যা পার্বতীপুর শহর থেকে পূর্বদিকে কিছু দুরে অবস্থিত।এখানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাএ ছাএী পড়াশোনা করতে পারে।
৬.পার্বতীপুর সরকারী কলেজ
Location-MW45+CF5 Parbatipur
পার্বতীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পার্বতীপুর সরকারি কলেজ। যা ইতিপূর্বে পার্বতীপুর ড্রিগ্রি কলেজ নামে পরিচিত ছিলো।ছবিটিতে দেখা যাচ্ছে দুজন মহান ব্যাক্তি। যার একজন হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরের জন হলো এমপি অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান (ফিজার)।
৭.ল্যাম্ব হাসপাতাল
Location-MV6M+X95 Rajabasor
পার্বতীপুরের নাম করা একটি হাসপাতাল। সেটা হচ্ছে ল্যাম্ব হাসপাতাল।এখানে অনেক প্রকার রুগি আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য।বিশেষ করে মা ও শিশু রুগির সংখ্যাটা বেশি নজরে আসে।
৮.একটি বাড়ি
Location-MW2J+GP2 Parbatipur
নজর কাড়া একটি চমৎকার বাড়ি তৈরি হচ্ছে।যা বৃত্তি পাড়া শেষ মাথার মোড়ের দিকে।রাস্তা দিয়ে যাওয়ার সময় হুট করে বাড়িটি চোখে পড়ে এবং তা নজর কারে।
৯.লিচুর বাজার
Location-MW38+QF5 Parbatipur
শহীদ মিনার সাথে বসছে লিচুর বাজার। এখানে বিভিন্ন রকমের লিচু পাওয়া যায়।দামে কিছুটা বেশি হলেও অনেক ভালো মানের লিচু পাওয়া যায়।
১০.বাজাজ শো-রুম
Location-MW67+XV6 Parbatipur
পার্বতীপুর একমাএ ডিলার পয়েন্ট বা শো-রুম উওরা মটরস বাজাজ মেলা।এখানে অনেক রকমের মোটরসাইকেল পাওয়া যায়।এখানে বিক্রয় সার্ভিস ও পার্টস এসব সেবা পাওয়া যায়।
এই ছিল আমার শহরের বিভিন্ন ১০ ধরনের ছবি।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
আমি আমার বন্ধুদের ইনভাইট করতেছি অংশগ্রহন করার জন্য।
@vicent21
@mukadas
@mukka
@fridee75
@sualeha
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit