Steem Bangladesh Contest : Mytownin10pics

in hive-138339 •  3 years ago 


আসসালামু-আলাইকুম



ইস্টিম বাংলাদেশ সকল বন্ধুদের। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি @steem-bangladeh কতৃর্ক আয়োজিত mytownin10pics contest অংশগ্রহন করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে আমার করা ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।



১.বৃষ্টি ভেজা স্টেশন

Picsart_22-06-25_18-15-30-932.jpg
Location-MW38+H5X Parbatipur

বৃষ্টি ভেজা রেলওয়ে স্টেশন দেখতে অপরূপ সৌন্দর্য ছড়িয়ে পড়েছে।বৃষ্টির মাঝে চারিদিক নিরিবিলি পরিবেশ হয়ে খুব শান্ত হয়ে আছে ব্যাস্ততম রেলওয়ে এ স্টেশন টি।



২.কয়লার খনি

Picsart_22-06-25_20-57-58-537.jpg
Location-HX23+9FH Barapukuria

পার্বতীপুরের মাঝে অন্যতম একটি জায়গা হচ্ছে কয়লা খনি। এ জায়গা থেকে দিনে শত শত কয়লা উওলন করা হয়।দেশের বিভিন্ন জায়গায় সরবারহ করা হয়।ছবিতে যা দেখতে পাচ্ছেন এই ঘরের মতো দেখতে, ভিতর দিয়ে বেল্ট সিস্টেমে কয়লা খনি থেকে বাহিরে বের হয়ে আসতেছে।



৩.শিক্ষা প্রতিষ্টান

Picsart_22-06-25_20-09-54-322.jpg
Location-MW48+Q9W Parbatipur

পার্বতীপুর শহরের সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্টান জ্ঞানাঙ্কুর স্কুল।স্কুলটিতে প্রতিদিন শত শত শির্ক্ষাথী আগমন হয়।বেশ পুরাতন একটি স্কুল।স্কুলটি পার্বতীপুর শহরের ঢাকা মোড় পাশে অবস্থিত।



৪.জেলা প্রশাসক কার্যালয়

Picsart_22-06-25_20-32-19-220.jpg
Location-JJCP+V29 Dinajpur

দিনাজপুর শহরের বড় মাঠের পাশে জেলা প্রশাসক কার্যালয়।শহরে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে গেটের পাশে দাড়ালাম। আর গেট টি দেখতেছিলাম। একটি আনকমন ডিজাইনের একটি গেট।ভালো লাগলে আমাদের জেলা প্রশাসক কার্যালয় এতো সুন্দর গেট।



৫.মসজিদ

Picsart_22-06-25_18-21-11-405.jpg
Location-JWX8+J9M Parbatipur

পার্বতীপুর পৌর স্টেডিয়ামের পাশে এ মসজিদ টি দেখতে পাওয়া যায়।মসজিদ টি চিনা পাথরে নির্মিত একটি মসজিদ।খুব সুন্দর ভাবে করা তার ডিজাইন। জায়গাটার নাম বলা হয়ে থাকে দক্ষিন পাড়া জামে মসজিদ।



৬.ফিলিং স্টেশন

Picsart_22-06-25_20-11-06-237.jpg
Location-MW88+J82 Parbatipur

রিয়েল ফিলিং স্টেশন। এটি পার্বতীপুর বাস টার্মিনাল পাসে অবস্থিত। অনেকে মনে করে যে এই যায়গার তেল কোনো ভ্যাজাল নেই। আর থাকলেও বা খুবই সামান্ন এজন্য এখানে গাড়িতে তেল নেওয়ার জন্য অনেক মানুষের সমাগম হয়।



৭. বাসার গেটের সামনে

Picsart_22-06-25_18-13-11-110.jpg
Location-MR6V+5J3 Gobindapur

ছবিটা আমার বাসার সামনে থেকে নেয়া। সন্ধার সময় বাসা থেকে বের হচ্ছিলাম বাজার যাওয়ার জন্য।বের হতেই একটু এদিক ওদিক তাকাতেই সুন্দর একটি দৃশ্য দেখতে পাই। মসজিদে মৃদু আলো জ্বলছে,পাশে একটি ব্রিজ আর ব্রিজ এর মনে হচ্ছে মেঘের খেলা।



৮.ল্যাম্ব হাসপাতাল

Picsart_22-06-25_20-18-32-009.jpg
Location-MV6M+QGG Rajabasor

এ জায়গায় দিনে শত শত মানুষের যাওয়া আশা হয়।অনেক দুর -দুরান্ত থেকে অসুস্থ মানুষ আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য।নামকরা একটি হাসপাতাল এটি।



৯.ইউনিয়ন পরিষদ

Picsart_22-06-25_20-28-26-783.jpg
Location-JRMM+JM4 Joshai

ছবিতে ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ।বা চেয়ারম্যান কার্যালয় বলে চলে।কেননা এখানে একটা ইউনিয়নের যত কাজ থাকে সব এ জায়গায় সমাধান করা হয়ে থাকে।এখন এ রকম নতুন ভবন প্রতিটি ইউনিয়ন এ নতুন ভাবে করা হচ্ছে।



১০.খোলাহাটি রেলওয়ে স্টেশন

Picsart_22-06-25_20-20-42-431.jpg
Location-MX4J+FXR Kholahati

বিকেল বেলা ফ্রেন্ড, বড় ভাইদের সাথে ঘুরতে বের হয়েছিলাম সে সময় খোলাহাটি রেলওয়ে স্টেশনে যাওয়া। আর গিয়ে সেখানকার পরিবেশ টা খুব সুন্দর লাগলো যে যার মতো করে ঘুরতেছে খাচ্ছে বসে আড্ডা দিচ্ছে।শান্ত পরিবেশে তাই একটা ফটোশুট করলাম।



I am inviting
@rezaul-420
@aliraza880
@awais56
@live.log
participate in the contest.



এই ছিলো আমার Mytownin10pics। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।আজকে এ পর্যন্ত, আমি বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন কথা হবে,অন্য কোনো বিষয় নিয়ে।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ ফটোগ্রাফি করেছেন, প্রত্যেকটা ছবিই সুন্দর লাগছে। সব থেকে ভালো লেগেছে প্রথম ছবিটি।


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

ধন্যবাদ ভাইয়া।পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করবো।

সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই আপনি।প্রতিটি ছবিই সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাই।

আপনার পোস্টের প্রথম কয়েকটি ছবি সত্যিই অসাধারণ। আর ছবি সম্পর্কে ভালো লিখেছেন।

ধন্যবাদ ভাইয়া।
Next আরো সুন্দর করার চেষ্টা করবো।

বাকরুদ্ধ অবস্থা 😪😪☺️☺️

অসাধারণ ফটোগ্রাফি দেখলে মনটা জুড়িয়ে যায়

ধন্যবাদ ভাইয়া। Next আরো সুন্দর সুন্দর কিছু দেখানোর চেষ্টা করবো 😍