Steem-Bangladesh contest : Cityscape photography Week - 1 || My submission by @raju7258 ||15/06/2022 ||20% beneficial gose to @steemit-bd

in hive-138339 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম,

আমি @raju7258 আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি। steem-bangladesh Cityscape photography contest এ অংশগ্রহন করার জন্য পোষ্ট করছি।আশা করি আমার ফটোগ্রাফি গুলো সবাইকে ভালো লাগবে।



Cityscape photography



১.সৈয়দপুর চিনি মসজিদ

Picsart_22-06-10_15-26-13-671.jpg

Location-QVVR+P44 Saidpur

নীলফামারী জেলার সৈয়দপুর থানার সুনামধন্য একটি মসজিদ চিনি মসজিদ বা চীনা মসজিদ নামেও পরিচিত।মসজিদে এক সাথে প্রায় ৫০০ মুসলিম নামাজ আদায় করতে পারে।মসজিদ নির্মানে অনেক মার্বেল পাথর ব্যাবহার করা হয়।ছোট ছোট ৩২ টা মিনারসহ ৩ টি বড় গম্বুজ আছে মসজিদে।মসজিদ ২তলা বিশিষ্ট।



২.ঘাঘট পার্ক

Picsart_22-06-11_22-12-05-596.jpg

Location-P6X3+Q52 Shatgara

ঘাঘট নদীর তীরে অবস্থিত সেনাবাহিনী কতৃক পরিচালিত ঘাঘট নামে পরিচিত পার্ক।পার্ক টি বেশ সুন্দর সাজানো গোছানো। পার্ক টির একপাশে দিয়ে বয়ে গেছে শান্ত নদী। একেবারে নদীর পাড় ঘেঁষে আছে সেনাবাহিনী পরিচালিত রেস্টুরেন্ট। এখানে পাবেন ফালুদা, কফি, তান্দুরি রুটি, শিক কাবাব,লাচ্চি, সহ নানাবিধি চাইনিজ খাবার। সবুজ নরম ঘাসের উপর টেবিল পাতানো। যে যাবে সে এক অন্য রকম অনুভূতি অনুভব করতে পারে।



৩.চিলাহাটি রেলওয়ে স্টেশন

Picsart_22-06-11_22-28-34-751.jpg

Location-6QVW+5H5 Chilahati

যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা নীলফামারী জেলার ডোমার থানার চিলাহাটি রেলওয়ে স্টেশন।ছবিটি আমি রাতের বেলা মৃদু আলোয় নাইট মুড এ ক্যামেরা বন্দি করি।মৃদু আলোয় স্টেশনের সুন্দরতা এক ভিন্ন মাএায় নিয়ে গেছে।



৪.খোলাহাটি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ

Picsart_22-06-11_22-34-43-012.jpg

Location-MX3M+RMX Kholahati

এ ছবিটি খোলাহাটি স্কুল এন্ড কলেজ ভবন।যা সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়ে থাকে।এখানে অনেক দুর দুরান্ত থেকে ছাএ ছাএী এসে পড়াশুনা করে নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলে।এখানে পড়াশোনার মান খুব ভালো, কেননা খুব সুন্দর ভাবে স্যার ম্যামরা ছাএ ছাএীদের শিক্ষা দিয়ে থাকে। ও আন্তরিকতার সাথে সব কিছু করে থাকে।



৫.নীলফামারী সরকারি কলেজ

Picsart_22-06-14_16-38-35-571.jpg

Location-WRJR+GVQ Nilphamari

নীলফামারী সরকারি কলেজ ভবন। ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম কলেজে।তখনই গিয়ে খুব সুন্দর লাগলো তাই ক্যামেরা বন্দি করে নিয়েছি।সরকারি কলেজের পাশে নীলফামারী স্টেডিয়াম। ভালোই লাগতেছিলো পরিবেশ টা।



৬.নীলফামারী সড়ক ভবন

Picsart_22-06-15_18-11-52-749.jpg
Location-WVC7+8H8 Nilphamari

ফ্রেন্ডের সাথে দেখা করে বাসা ফেরার পথে নীলফামারী সড়ক ভবন গেট টি দেখতে পাই।গেট টি দেখতে চমৎকার একটি গেট বলে আমার কাছে মনে হয়।এখান থেকে নীলফামারী জেলার সকল সড়ক বা রাস্তার কাজ করার সব ধরনের কার্যসম্পাদন হয়ে থাকে।



আমি এই contest অংশগ্রহন করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @shahri-shiekh এবং @hiralytical আশা করি,আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।



ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Who content me participate?

wow!
Awesome photography...

Thank You

অসাধারন কিছু জায়গার ছবি তুলেছেন সত্যি দেখার মতো❤️

আপনাদের কে ভালো কিছু দেখানোর জন্য নিজের কাছে ভালো লাগতেছে।ধন্যবাদ পাশে থাকার জন্য।

আপনার বাসা কি সৈয়দপুরে? চিনি মসজিদ তো অনেক পুরাতন ও ঐতিহ্যেবাহী একটি মসজিদ সৈয়দপুর শহরের। সুন্দর সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

না ভাইয়া আমার বাসা পার্বতীপুর থানায়।কাজের সুবাদে সে দিক যাওয়া। আপনাকেও ধন্যবাদ পাশে থাকার জন্য।

ওয়াও! অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। চিনি মসজিদ এর ছবিটা দারুণ হয়েছে। সুন্দর ফটোগ্রাফি করতে পারেন আপনি ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।