Club100🌿Steem Bangladesh Contest : Technology ||27-03-2022||30% for hive-138339🇧🇩

in hive-138339 •  3 years ago 

সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি প্রযুক্তি নিয়ে স্টিম-বাংলাদেশে অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ।



Source

সাইকেল কিঃ

দুই চাকা বিশিষ্ট পায়ে চালানোর জন্য একটি বাহন বাইসাইকেল।১৯ শতকে ই্উরোপে সাইকেলের উদ্ভব।বাংলায় একে শুধু 'সাইকেল' বলে চিহ্নিত করা হয়। এতে সাধারণত কোনো মেশিন থাকে না, তবে আধুনিক কিছু বাইসাইকেলে মেশিন লক্ষ্য করা যায়। সাম্প্রতিক কালে বাংলাদেশে সাইকেলের জনপ্রিয়তা লক্ষ করার মতো।


Source

সাম্প্রতিক কালে বাংলাদেশে সাইকেলের জনপ্রিয়তা লক্ষ করার মতো। পরিবেশ বান্ধব এই বাহনটির নানাবিধ উপকারীতার কারণে প্রতি দিনই বেড়ে চলেছে এর ব্যবহার।

২০০৩ সাল পর্যন্ত সারা বিশ্বে ১০০ কোটিরও বেশি সাইকেল তৈরি করা হয়েছে।

"শব্দটি প্রথম ১৮৪৭ সালে ব্যবহৃত হয় একটি ফরাসি প্রকাশনায়, সম্ভবত দুই চাকার একটি গাড়ির এক অজ্ঞাত পরিচয় বর্ণনা করতে।

সাইকেল প্রথম আবিষ্কারের দাবি করেন অনেকেই।তবে দুই চাকার বাহন জনসম্মুখে প্রথম আনেন জার্মানির কার্ল ভন ড্যারন। তিনি ১৮১৭ সালে জার্মানিত ম্যানহেইম শহরে তার আবিষ্কৃত বাহনের প্রদর্শনী করেন।

প্রথম দিকের সাইকেলের দুই চাকা সমান ছিলো না। ১৮৮০ সালে সর্বপ্রথম দুই চাকা সমান পর্যায়ে নিয়ে আসা হয় এবং চেইন ও টায়ার সংযুক্ত করা হয়।

সাইকেল আবিষ্কারের ইতিহাসঃ

১৮৮৮ সালে আধুনিক সাইকেলের সূচনা হয়। ফ্রান্সের পিয়ের মিশো এবং যুক্তরাষ্ট্রের পিয়ের লালেমেন্ট- এই দু'জন প্রথম প্যাডেল চালিত সাইকেল আবিষ্কার করেন। তবে দু'জনের কে আসল উদ্ভাবক তা কিন্তু আজও সঠিকভাবে জানা যায়নি। যদিও ১৮৬৬ সালের ২০ নভেম্বর পিয়ের লালেমেন্ট সাইকেল উদ্ভাবনের জন্য তাঁর দেশে স্বীকৃতি লাভ করেন।


Source

স্টিম-বাংলাদেশ কমিউনিটির সকল এডমিন, মডারেটর ও সকল ভাই-বোনদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

আমি দুই বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @asriani and @gensequini.

ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png