শুভ সকাল।আজ বৃহস্পতিবার । আজ সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে ঘুম থেকে উঠি। তারপর দাঁত ব্রাশ করে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর পরই আলামিন ভাই আমাকে ফোন দেয়।তারপর তাড়াহুড়ো করে বের হয়ে রেল স্টেশনে যাই।এক ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন আসে। ট্রেন এ উঠার পর পনের মিনিট অপেক্ষা করার পর ট্রেন ছাড়ে। আমরা চারজন মিলে এক সিটে বসি।আমাদের সামনে পাঁচজন মেয়ে বসে। মেয়ে গুলো বারবারই কিছু বলার চেষ্টা করছিল আমাদের। এ রকম অবস্থা দেখে আমার এক বড় ভাই ব্যাগ থেকে খাতা কলম বের করে নিজেদের মধ্যে ফোন নাম্বার জোরে জোরে বলে এবং লিখতে শুরু করে।এরকম করে স্টেশনে পৌঁছে যাই। ট্রেন থেকে নামার সাথে সাথে রোকন ভাই আলামিন ভাইকে বলে টিপ পর মেয়েটিকে আমার নাম্বার দিতে পারবেন।আলামিন ভাই দ্বিধা না করে মেয়েটিকে নাম্বার দিয়ে আসেন এবং মেয়েটি কিছু না মনে করে নেয়।এভাবেই সকালটা শেষ।
এখন দুপুর হয়ে গেছে আমরা সৈয়দপুর যাব।সৈয়দপুর যাওয়ার জন্য ট্রেন আছে কি না,আলামিন ভাই টিকিট মাস্টারের কাছে শুনতে গেল।কিছুখন পর ফিরে এসে বলল ট্রেন নাই।তারপর হাটতে শুরু করলাম।এক ভ্যানচালক বলল কই যাবেন।আমি বললাম সৈয়দপুর যাব।ভ্যানচালক বলল জনপ্রতি পঞ্চাশ টাকা করে।এতে আলামিন ভাই বলল এিশ টাকা করে দিব।এটা শুনে ভ্যানচালক একটু আপওি করল,কিন্তু যেই অন্য ভ্যান ঠিক করতে গেলাম।সেই তিনি বলল আসেন আমিই যাব।এতে,আমি আর রোকন ভাই দৌড়ে ভ্যানের পিছনে যাই।করণ আমি ভ্যানের পিছনে বসতে পছন্দ করি।একটা অবাক করা কথা পার্বতীপুর থেকে সৈয়দপুর যাওয়ার রাস্তা যে এত সুন্দর আমি ভাবতেই পারিনি।যাইহোক সৈয়দপুরে রাবেয়া আটা মিল এ পৌঁছে গেলাম।তখন বিকাল হয়ে গেছে প্রায়।
তারপর বিকাল তিনটায় একটা ভ্যানে করে আমরা সোনাতলার দিকে রওনা হলাম।ভ্যানচালক চাচা যে এত মজার মানুষ আমরা বুজতেই পারিনি। তিনি ভ্যান নিয়ে যাওয়ার মাঝে মাঝে ছোট ছেলে দেখলে বলতেছে ভাতিজা মজা মার।এর মানে হচ্ছে ঐ দিকে নির্বাচনের প্রচার চালাচ্ছে,ওনি ও এইভাবে মজা নিচ্ছে।এভাবে মজা করতে করতে যার বাসায় কাজ তার বাসায় পৌঁছে গেলাম এবং কাজ শুরু করলাম।দুই ঘন্টা যাবৎ কাজ করার পর কাজ শেষ
সন্ধ্যা হয়ে গেল।ভ্যান নিয়ে আবার ফিরে আসার জন্য রওনা হলাম।রাবেয়া আটা মিলের কাছে পৌঁছে গেলাম। কিছুখন দাড়ানোর পর একটা বিআরটিসি বাস আসল।আমরা তাড়াহুড়ো করে উঠে গেলাম।তারপর বাসে এক তৃতীয় লিঙ্গের মহিলা উঠল।ওনি টাকা তুলতে শুরু করল সবার কাছে টাকা নিল,কিন্তু আমি সহ তিনজনের কাছে টাকা নিল না।তিনি টাকা না নিয়েই নেমে গেল। এতে আমি হাফ ছাড়ি বাচলাম।এভাবে চলে আসলাম রংপুরে।তারপর কলেজ হোস্টেলে ফিরে আসলাম।তারপর ফ্রেশ হয়ে ফোন চাপতে চাপতে ঘুম ধরে গেল।ঘুমাতে গেলাম।
শুভ রাএি।সকলে ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ
অনেক অনেক চমৎকার দিনটি কাটিয়েছেন ।ভাই ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit