শুভ সকাল।আজ রবিবার ।আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠি।তারপর নামাজ আদায় করি।তারপর আলামিন ভাই আমাকে ফোন দেয় এবং বলে তারাতাড়ি বের হয়ে রেল স্টেশনে আয়।আমি দেরি না করে বের হয়ে যাই।আমরা কয়েকজন মিলে লালমনিরহাট যাব।তাই রেল স্টেশনে ট্রেনের জন্য দাড়ায় থাকি। আটটা এিশ মিনিটে ট্রেন এ উঠি।তারপর এক এক করে মীরবাগ,কাউনিয়া,তিস্তা,মাহেনদ্রপুর স্টেশন পার হয়ে লালমনিরহাট পৌঁছে যাই। তারপর একটা কাহিনী ঘটে।কাহিনীটা বলি মজার কাহিনী পড়লে ভালো লাগবে নিশ্চয়ই।রেল স্টেশনে পৌঁছনোর পর আমরা ফুটওভার ব্রীজ দিয়ে হাটতেছিলাম।তখনকার প্রাকৃতিক দৃশ্যটা অনেক ভালো ছিল।তাই এক বড় ভাই নিজের ফোনে পিক তুলছিল।হঠাৎ এক পথচারী ভাই বড় ভাইয়ের ফোনটা হাতে নিয়া নেয় আর বলে আপনি আমার পিক তুললেন কেন।বড় ভাই অবাক কি বলে আমি কেন আপনার পিক তুলবো। আর ঐ পথচারীর ফোন নেওয়ার কারণ হচ্ছে ওনার সাথে ওনার গালফ্রেন্ড ছিল।ওনি মনে করছিল ওনার গালফ্রেন্ডের পিক ওঠাই ছিল।যাইহোক পথচারী ভাই বুঝতে পারে যে তার ভুল হয়েছে এবং ক্ষমা চায়।এভাবে সকালটা কেটে যায়।
এখন দুপুর আমরা কাজের জন্য লালমনিরহাট অডিটোরিয়াম কমিউনিটিতে যাব।যেহেতু রেলওয়ে স্টেশন থেকে বেশি দূরে নয়।তাই দলনেতা আলামিন ভাই বলল হেটে যাই।হাটতে হাটতেএিশ মিনিট লাগলো আর দলনেতা বলে অল্প রাস্তা।এতে অনেকেই বিরক্ত হয় এবং অবশেষে পৌঁছে যাই।অডিটরিয়ামে ঢুকতেই দেখা হয় এক মধ্যবয়সী নারীর।তিনি আমাদের দেখে বলে তোমরা ইলে কি বিয়ের পরিবেশন করতে আসছেন বাহে। আমার কথা শুনে হাসি পায়।কারণ দিনাজপুরের ভাষা থেকে লালমনিরহাটের ভাষার যে পার্থক্য তা এক লাইনের কথায় প্রকাশ পায়। যাইহোক ভিতরে গিয়ে কাজশুরু করলাম।টানা তিন ঘন্টা কাজ করার পর প্রথম শিফটের কাজ শেষ হলো।
তারপর বিকাল হয়ে গেল খিদে ও লেগে গেল।তাই আলামিন ভাইকে বললাম ভাই খিদা লাগছে।তখন আলামিন ভাই খাওয়ার ব্যবস্থা করল।আমরা সবাই মিলে খাওয়ার জন্য বসলা।আমার পাশে এক ছোট ভাই বসল।ঐ ছোট ভাই ডিম নাকি খায় না আমাকে ডিমটা দিল আমি দুইটা ডিমই খেয়ে নিলাম।কারণ ডিম আমার খুব পছন্দের। খাওয়া শেষ করে একটু বসতে না বসতেই পরের শিফটের কাজ শুরু হবে তাই তরিঘরী করে রেডি হয়ে গেলাম।
দ্বিতীয় শিফটের কাজ শুরু হলো রাতে।টানা তিন ঘন্টা কাজ করলাম।তারপর কাজ শেষ হয়ে গেল। আমরা পোশাক পরিবর্তন করলাম।তারপর বউ এবং বরের সাথে কথা বলে,আমরা লালমনিরহাট বাসটারমিনাল এ পৌঁছে গেলাম।তারপর শাহ আলী বাসে উঠে গেলাম।আমরা যেহেতু এিশ জন ছিলাম । তাই বাসে জায়গা ছিল না।আমিসহ তিনজন তাই দাড়ায় ছিলাম।দুই ঘন্টা পর রংপুরে পৌঁছে যাই।তখন রাত এগারোটা।বাস থেকে নেমে সোজা হোস্টেলের দিকে হাটা চালু করি এবং পৌঁছে যাই। যেহেতু রাতের অর্ধেকটা সময় চলি যাওয়ার পথে তাই দেরী না করে ঘুমাতে যাই।
শুভ রাএি। সকলে ভালো থাকিয়েন।
আল্লাহ হাফিজ।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর লিখেছেন। তবে ছবির নিচে ক্যাপশন এবং লোকেশন দিন তাহলে ডায়েরিটি আরো সুন্দর হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit