আসসালামুয়ালাইকুম। আমার স্টিম বাংলাদেশের সকল সদস্য কেমন আছেন জানি না।তবে আল্লাহর রহমতে ভালো আছেন নিশ্চিয়ই। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।যাইহোক সেই মহান আল্লাহর তায়ালার নামে শুরু করি আজকের ডায়েরী গেমটি।
আজ শনিবার।দিনটি অনকের মতে খারাপ।কারন শনিবারে না কি শনির দশা ধরে। তবে দিনটা আমার ভালোই কাটছে।গতকাল রাতে একটু দেরী করে ঘুমাছি।তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি।যারকারণে আজকে ফজরের নামাজ ও কোরআন শরীফ পড়তে পারিনি।এতে একটু কষ্ট পাইছি।কি আর করার।তবে দিনটা ভালো কাটছে। সকাল নয়টায় ঘুম থেকে উঠি।তারপর ফ্রেশ হয়ে নাস্তা করি।নাস্তা শেষ করে ফোন হাতে নিয়ে যেই ফোন চাপতে শুরু করি,সেই আমার বন্ধু ঋতিক কল দেয়।ঋতিক কল দিয়ে বলে,আজকে আমার বান্ধবী রিয়ার বিয়ে। হুট করে বিয়ে ঠিক হয়ে গেছে তাই আগে বলতে পারে নাই।আজকে ঋতিকের দ্বারায় যাইতে বলছে।সেজন্য ঋতিক কল দিছে। আমি দেরী না করে তাড়াতাড়ি করে বাহির হই এবং ঋতিকের কাছে যাই।তারপর রিয়ার বাসায় যাই।
রিয়ার বাসায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছে।সেই রকম খিদা লেগে গেছে।তাই দেরী না করে পৌঁছনোর পরপরই আমরা খাওয়া করি। খাওয়ার পর রিয়ার কাছে যাই। রিয়ার পাশে দেখি একটি সুন্দর মেয়ে বসে আছে। আমি রিয়াকে বললাম কে এ। রিয়া বলল,আমার খালাতো বোন। ঋতিক মেয়েটার সাথে কথা বলল। তারপর আমর একটু বাহিরে আসলাম। নাহিদ আসছে তাই দেখা করার জন্য।
এভাবেই বিকালটা কেটে গেল। সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু ঠাণ্ডা পড়ে গেছে। তাই বর আসতে দেরী করল না। বরটা দেখতে ভালোই রিয়ার সাথে মানাবে।বিয়ের শুভ কাজটা হয়ে গেল।এখন খাওয়ার পালা। বরকে খাওয়ানোর জন্য একটা খাবার প্লেট সাজানো হয়। প্লেটটা ভালোই সাজিয়েছে।খাওয়া শেষ ।বর খাইলে নাকি টাকা দিতে হয়।এটা নিয়ে কিছুক্ষণ কথাকাটাকাটি হইল।তারপর টাকা দিল। অবশেষে কান্না জড়ানো বিষাদ মুখ নিয়ে রিয়াকে বিদায় দিল পরিবারের সবাই।আমরাও বিদায় নিলাম। এভাবেই আজকের দিনটা কাটে।
শুভ রাএি। আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ থাকি।আর নিয়মিত স্টিম বাংলাদেশে পোস্ট করতে পারি।
আল্লাহ হাফেজ।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit