Contest - Music || 12 Steem Prize Pool | @ranarahman

in hive-138339 •  3 years ago 

আসসালামু-আলাইককুম।

কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি "@steem-bangladesh" কমিউনিটিতে আয়োজিত মিউজিক কনটেস্টে। আপনাদের সাথে একটি বাংলা গান শেয়ার করতে যাচ্ছি।

গানটির নাম:

এই মন তোমাকে দিলাম।


গানটির লিংক



শিল্পী : সাবিনা ইয়াসমিন।

লেখক : গাজী মাজহারুল আনোয়ার।

এই মন তোমাকে দিলাম লিরিক্সঃ

এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কি’বা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম

বকুলের মালা শুকাবে
রেখে দিবো তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারি ছবি
আমি মিনতি করে গেলাম

তুমি চোখের আড়াল হও
কাছে কি’বা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম

ভালোবেসে আমি বারে বার
তোমারি ওই মনে হারাবো
এ জীবনে আমি যে তোমার
মরনেও তোমারি হবো
তুমি ভুলোনা আমার-ই নাম

তুমি চোখের আড়াল হও
কাছে কি’বা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কি’বা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
source

মন্তব্য :

গানটি অনেক পুরোনো হলেও আমার কাছে অনেক ভালো লাগে। গানটি যতোবার সুনি ততোই ভালো লাগে। গানটি শুনলে অতিতের রেডিওতে গান শুনার দিন গুলো মনে পরে যায়। আপনাদের কাছে কেমন লাগে গানটি একটি বার শুনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক ভালো গেয়েছেন ভাই .শুভ কামনা রইলো

প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

দারুন প্রচেষ্টা। খুব ভালো লেগেছে ভাই❤️❤️

ধন্যবাদ ভাই আপনাকে। আমাকে উৎসাহিত করার জন্য।

onk sundor gan gichen... Agiye jan avbe avbe

মন যে কাকে দিয়া বেড়াইছি বা 😅! আশা করি আরো অনেক গান উপহার দিবেন আমাদের ✌️।

দোয়া রাখবেন অবশ্যই চেষ্টা করবো।

ভাই গানটা সেই হইছে, পুরাই শিল্পীর মত লাগতেছে।

ভাই ধন্যবাদ আপনাকে। প্রশংসা করার জন্য দোয়া করবেন।