আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আজকে আমি স্টিম-বাংলাদেশ কমিউনিটিতে ট্রাভেলস কন্টেস্টেয়ে আপনাদের সাথে "পার্বতীপুর টু ঢাকা " ট্রেনে ভ্রমণ যাত্রাটি শেয়ার করব। আশা করি এটি সবার ভালো লাগবে.
আমার যাত্রা
https://w3w.co/shields.eggs.carefully
আমার ট্রেন ছিল আটটা চল্লিশে। তাই আটটার দিকে বাসা থেকে বের হয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাই।স্টেশনে গিয়ে অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করি।
https://w3w.co/overheat.averages.students
আজকে কুরিগ্রাম এক্সপ্রেস ট্রেনটি একটু লেট ছিল তাই পার্বতীপুর রেল স্টেশনে আসতে প্রায় ৯ঃ০০ টা বেজে যায়। এরপর ৩ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ালে আমি তিন নম্বর প্লাটফর্ম থেকে ট্রেনে উঠে আমার সিটে গিয়ে বসি। তারপর ৭ মিনিট পরে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয়।
https://w3w.co/recalled.decorate.airless
https://w3w.co/cowboy.sweetly.imparting
এবার ট্রেনটি যাত্রা শুরু করার পরে অনেকক্ষণ ধরে জানালার দিকে তাকিয়ে থাকি। এক নম্বর সিট ছিল যার কারণে আমার পাশের কোন সিট ছিল না। একটা সিটি ছিলো সে কারণে আমি একাই জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছিলাম। মাঝে মাঝে ট্রেনটি বিভিন্ন স্টেশনে যাত্রী ওঠানোর দাঁড়ায় পরে আবার ছেড়ে দেয় গন্তব্যের জন্য।
https://w3w.co/selection.setting.magically
অনেকক্ষণ ধরে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে আর মোবাইল টিপতে টিপতে প্রায় দুইটা বেজে যায় আর অনেক ক্ষুধা লাগে। দুপুরের খাবারের জন্য গাড়িতে ওঠার আগে বাইরে থেকে এক প্যাকেট খাসির বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দুপুরের লাঞ্চ করি বিরিয়ানিটা অনেক মাজাদার ছিলো।এরপরে খাওয়া শেষে করে কিছুক্ষণ শুয়ে থাকি আর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনি।
https://w3w.co/outcast.refrained.placards
ট্রেনটি অনেকক্ষণ ধরে চলার পর যমুনা সেতুর পূর্ব পাশের স্টেশনে এসে দাঁড়ায় ক্রসিংয়ের জন্য।
https://w3w.co/quelled.watcher.showcase
এবার ক্রসিং হয়ে গেলে পরে ট্রেনটি যমুনা সেতুর উপরে ওঠার জন্য যাত্রা শুরু করে। যমুনা সেতু পার হতে প্রায় ২০ মিনিটের মত লাগে। এরপর ট্রেন যমুনা সেতু পার হয়ে টাংগাইল স্টেশনে গিয়ে থামে।
https://w3w.co/kiosk.torched.layover
টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হই। পরে গাড়ির ভিতরে চা বিক্রেতা থেকে চা কিনে খাই। এভাবে চলন্তগাড়িতে এককাপ চা খেতে ভালোই লাগছিলো।
https://w3w.co/relished.axed.proofread
এবার টঙ্গী স্টেশনের দিকে আসতে প্রায় ছয়টা বেজে যায়। টঙ্গী স্টেশনে এসে গাড়িটি হালকা ধীর গতি হয়ে আবার জোরে টান দে।
https://w3w.co/pimples.croutons.skims
পরে ইয়ারপোর্ট স্টেশনে এসে গাড়ি দাঁড়ালে আমি গাড়ি থেকে নামি। তারপর ফুটওভার ব্রিজ পার হয়ে এক নম্বর প্লাটফর্ম দিয়ে মেইন রোডের দিকে যাই বাস ধরতে।
https://w3w.co/limes.convinced.mouse
রাস্তায় এসে একটি লোকাল বাসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেই।
পার্বতীপুর টু ঢাকা | ৪৪০ টাকা ভারা |
---|---|
চিকেন বিরিয়ানি | ১৭০ টাকা |
চা -১কাপ | ১০ টাকা |
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি ভ্রমণ ছিল। তবে ট্রেনটি ২০ মিনিট লেট ছিল। আপনি ভ্রমণের সময় কি ধরনের গান শুনতে পছন্দ করেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দেশের ট্রেন এমনিতেও লেট থাকেই। তাই ২০ মিনিট তার কছে কিছুই না। ভ্রমণের সময় ঠান্ডা গান শুনি আমি ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
it was a good trip by adding a train, very good
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I think it was a good journey. Your presentation was also good. I hope everyone is enjoying your writing.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit