Contest : Travel Review | Week 4 | Parbatipur to Dhaka Train Journey @ranarahman

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই আজকে আমি স্টিম-বাংলাদেশ কমিউনিটিতে ট্রাভেলস কন্টেস্টেয়ে আপনাদের সাথে "পার্বতীপুর টু ঢাকা " ট্রেনে ভ্রমণ যাত্রাটি শেয়ার করব। আশা করি এটি সবার ভালো লাগবে.


আমার যাত্রা


IMG20211225102249_01.jpg
https://w3w.co/shields.eggs.carefully


আমার ট্রেন ছিল আটটা চল্লিশে। তাই আটটার দিকে বাসা থেকে বের হয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাই।স্টেশনে গিয়ে অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করি।


IMG20211225114117_01.jpg
https://w3w.co/overheat.averages.students


আজকে কুরিগ্রাম এক্সপ্রেস ট্রেনটি একটু লেট ছিল তাই পার্বতীপুর রেল স্টেশনে আসতে প্রায় ৯ঃ০০ টা বেজে যায়। এরপর ৩ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ালে আমি তিন নম্বর প্লাটফর্ম থেকে ট্রেনে উঠে আমার সিটে গিয়ে বসি। তারপর ৭ মিনিট পরে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয়।


IMG20211225120840_01.jpg
https://w3w.co/recalled.decorate.airless


IMG20211225130938_01.jpg
https://w3w.co/cowboy.sweetly.imparting


এবার ট্রেনটি যাত্রা শুরু করার পরে অনেকক্ষণ ধরে জানালার দিকে তাকিয়ে থাকি। এক নম্বর সিট ছিল যার কারণে আমার পাশের কোন সিট ছিল না। একটা সিটি ছিলো সে কারণে আমি একাই জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছিলাম। মাঝে মাঝে ট্রেনটি বিভিন্ন স্টেশনে যাত্রী ওঠানোর দাঁড়ায় পরে আবার ছেড়ে দেয় গন্তব্যের জন্য।


IMG_20211228_183003.jpg
https://w3w.co/selection.setting.magically


অনেকক্ষণ ধরে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে আর মোবাইল টিপতে টিপতে প্রায় দুইটা বেজে যায় আর অনেক ক্ষুধা লাগে। দুপুরের খাবারের জন্য গাড়িতে ওঠার আগে বাইরে থেকে এক প্যাকেট খাসির বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দুপুরের লাঞ্চ করি বিরিয়ানিটা অনেক মাজাদার ছিলো।এরপরে খাওয়া শেষে করে কিছুক্ষণ শুয়ে থাকি আর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনি।


IMG20211225163031_01.jpg
https://w3w.co/outcast.refrained.placards


ট্রেনটি অনেকক্ষণ ধরে চলার পর যমুনা সেতুর পূর্ব পাশের স্টেশনে এসে দাঁড়ায় ক্রসিংয়ের জন্য।


IMG20211225163717_01.jpg

IMG20211225163750_01.jpg
https://w3w.co/quelled.watcher.showcase


এবার ক্রসিং হয়ে গেলে পরে ট্রেনটি যমুনা সেতুর উপরে ওঠার জন্য যাত্রা শুরু করে। যমুনা সেতু পার হতে প্রায় ২০ মিনিটের মত লাগে। এরপর ট্রেন যমুনা সেতু পার হয়ে টাংগাইল স্টেশনে গিয়ে থামে।


IMG20211225180050_01.jpg
https://w3w.co/kiosk.torched.layover


টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হই। পরে গাড়ির ভিতরে চা বিক্রেতা থেকে চা কিনে খাই। এভাবে চলন্তগাড়িতে এককাপ চা খেতে ভালোই লাগছিলো।


IMG20211225184110_01.jpg
https://w3w.co/relished.axed.proofread


এবার টঙ্গী স্টেশনের দিকে আসতে প্রায় ছয়টা বেজে যায়। টঙ্গী স্টেশনে এসে গাড়িটি হালকা ধীর গতি হয়ে আবার জোরে টান দে।


IMG20211225185335_01.jpg

IMG20211225185415_01.jpg
https://w3w.co/pimples.croutons.skims


পরে ইয়ারপোর্ট স্টেশনে এসে গাড়ি দাঁড়ালে আমি গাড়ি থেকে নামি। তারপর ফুটওভার ব্রিজ পার হয়ে এক নম্বর প্লাটফর্ম দিয়ে মেইন রোডের দিকে যাই বাস ধরতে।


IMG20211225191816_01.jpg
https://w3w.co/limes.convinced.mouse


রাস্তায় এসে একটি লোকাল বাসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেই।


পার্বতীপুর টু ঢাকা৪৪০ টাকা ভারা
চিকেন বিরিয়ানি১৭০ টাকা
চা -১কাপ১০ টাকা

এই ছিল আমার "পার্বতীপুর টু ঢাকা" ট্রেন ভ্রমণ যাত্রা। আশা করি আপনাদের ভালো লাগবে।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @abuahmad

JOIN WITH US ON DISCORD SERVER:

সুন্দর একটি ভ্রমণ ছিল। তবে ট্রেনটি ২০ মিনিট লেট ছিল। আপনি ভ্রমণের সময় কি ধরনের গান শুনতে পছন্দ করেন?

আমাদের দেশের ট্রেন এমনিতেও লেট থাকেই। তাই ২০ মিনিট তার কছে কিছুই না। ভ্রমণের সময় ঠান্ডা গান শুনি আমি ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

it was a good trip by adding a train, very good

I think it was a good journey. Your presentation was also good. I hope everyone is enjoying your writing.