# ❤️🌺 | The Dairy GAME | Session- 01 | 29 | 11 | 2021|| -30% to @hive-138339 ❤️💖

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম,


IMG_20211130_190231.jpg

Location

সবাইকে ফুলের শুভেচ্ছা।

সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে আবার আমি চলে আসলাম "@steem-bangladesh" কমিউনিটিতে আপনাদের মাঝে আামর ডাইরিটি শেয়ার করতে।


আজকের ডাইরি


২৯/১১/২০২১

সোমবার


---|সকাল|---

IMG_20211130_190337.jpg
সকালের নাস্তা শেষ করে বাহিরের একটি দোকানে বসে চা খাওয়ার সময়।

Location

রাত্রে একটু দেরি করে ঘুমিয়ে ছিলাম। তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। ফজরের নামাজের ওয়াক্তটা পায়নি। তাই ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে ওজু করে ফযরের কাজা নামাজ আদায় করি। এরপরে বাহিরে একটু হাটতে বের হই প্রতিদিন সকালবেলা হাঁটতে আমার অনেক ভালো লাগে। আর সকালে হালকা অন্ধকার ও থাকে চারিদিকে, অনেকটা সময় হাটার পরে ক্ষুধা লেগে যায়। তারপর বেশি দেরি না করে একটি বাসায় চলে আসি বাসায় এসে হাত-মুখ ধুয়ে সকালের নাস্তা করি। এরপর নাস্তা শেষ করে বাহিরের দিকে যাই। বাহিরে গিয়ে একটি চায়ের দোকানে বসে এক কাপ রং চা খাই। পরে চা খেয়ে বাসায় চলে আসি বাসায় এসে ব্যাট নিয়ে এলাকার মাঠে চলে যাই ক্রিকেট খেলতে।


---|দুপুর|---

IMG_20211130_190010.jpg
দুপুরের খাবারে বিরিয়ানি খাওয়া।

Location

মাঠ থেকে ক্রিকেট খেলা শেষ করে বাসায় আসতে আসতে প্রায় ১২:৪০ বেজে যায়। এবার বাসায় এসে ওয়াশরুমে চলে যাই গোসল করতে। গোসল করতে করতে জহুরের আযান দিয়ে দেয়। পরে ওজু করে মসজিদে চলে যাই জোহরের নামাজ আদায় করতে। নামাজ আদায় করে বাসায় চলে আসি। বাসায় এসে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে টেবিলে চলে যাই। আজকে দুপুরের খাবারে গরুর মাংসের বিরিয়ানির রান্না করেছে মা । এরপর বেশি দেরি না করে দুপুরের খাবার খেয়ে বিছানায় চলে আসি।


---|বিকাল|---

IMG_20211130_190124.jpg
বিকেলের দিকে মাঠে ক্রিকেট খেলতে গিয়ে।

Location

এরপর বিকেল ৪:০০ দিকে ঘুম ভাঙ্গে, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। এরপর ওজু করে এসে আসরের নামাজ আদায় করি। কিছুটা সময় বসে থাকি পরে মা বিকেলের নাস্তার জন্য চা আর মুড়ি নিয়ে আসে। নাস্তা শেষ করে আবার মাঠের দিকে চলে যাই খেলতে। মাঠে গিয়ে ক্রিকেট খেলি অনেকক্ষণ পরে সন্ধা হলে বাসায় চলে আসি। এরপর মাগরিবের আযান দিলে ওযু করে চলে যাই মসজিদে নামাজ আদায় করতে।


---|রাত্রি|---

IMG_20211130_185940.jpg
রাতে ব্যাডমিন্টন খেলার সময়।

Location

মাগরিবের নামাজ আদায় করে বাসায় চলে আসছি। বাসায় এসে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়তে বসি। বই পড়তে পড়তে এশার আযান দিয়ে দেয়। এরপর ওযু করে এশার নামাজ আদায় করতে মসজিদে চলে যাই। বাসায় এসে কিছুক্ষণ বসে বিশ্রাম নেই। তারপরে আমাদের এলাকার মাঠে চলে যাই। সেখানে নাইট ব্যাডমিন্টন খেলা হচ্ছিল আমিও গিয়ে খেলি। অনেকটা সময় খেলার পরে ক্লান্ত হয়ে গেলে এরপর বাসায় চলে আসি। বাসায় আসার কিছুক্ষণ পরে মা রাতের খাবারের জন্য ডাকেন তারপর রাতের খাবার খেতে চলে যাই। রাতের খাবার খেয়ে বিছানায় চলে আসি। এই ছিলো আমার আজকের সাধারণ একটি দিন।


ধন্যবাদ সবাইকে এতো কষ্ট করে আমার ডাইরি পড়ার জন্য।


All picture captured

SmartphoneRealme C25s
LocationParbatipur, Bangladesh
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

চা আসলে খুব ভালো লাগে। যদি খুব সকালবেলা হয় তাহলে তো কথাই নেই

সকালে নাস্তা খাওয়ার পর বা আগে ১ কাপ রং চা শরীরকে চাঙ্গা করে দেয়। আমিও হোটেলে চা খাইলে বেশিরভাগ সময়ে লাল চা বেশি খাই৷ লাল চা শরীরের জন্য ভালো।

হ্যা ভাই আমার ও রং চা খেতেই ভালো লাগে।

সেই বিরিয়ানি খাবার পান তোরা। আমাক খাওয়াইলি না বিরিয়ানি, মিরাজ।

ঢাকা বিরিয়ানি হাউজে চলো কেনে বা হবে এলা।

খেলাধুলা দেখে সেই আগের কথাগুলো মনে পড়ে গেল

অপূর্ব সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন আপনি। আর ছবিগুলো সব সুন্দর হয়েছে।

খেলাধূলা করা শরীরের জন্য ভালো। ক্রিকেট আমার প্রিয় খেলা। আপনি কি প্রতিদিন খেলাধূলা করেন?

অসাধারণ সুন্দর একটি ডাইরি লিখেছেন ভাই। প্রতিটি ছবি সুন্দর হয়েছে।

I have always loved biryani. I am tempted to look at the picture of your biryani. It looks very tasty.

সুন্দর একটি ডায়েরি লেকছেন। বিশেষ করে চায়ের ছবিটা খুবই সুন্দর ছিল

আমি নিয়মিত ৫/৭ কাপ লাল চা খাই। এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে।

রং চা শরীরের জন্য অনেক উপকারী। আমিও খাই কিন্তু ২-৩ কাপ এর বেশি না

আমি তেমন চা খাইনা, তবে যদি সখ করে খাই তাহলে অবশ্য রং চা এ খেয়ে থাকি, ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

ধন্যবাদ আপনাকেও এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।