Steem Bangladesh contest: Sports||NEYMAR JR ||by@rashesd05||16-07-2021

in hive-138339 •  4 years ago 

হ্যালো বন্ধুরা

আসসালামুআলাইকুম,
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। @Steem Bangladesh কর্তৃক আয়োজিত স্পোর্টস প্রতিযোগিতায় আমি আজকে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি একজন ফুটবল পেলেয়ার কে নিয়ে
তার নাম হলোনেইমার দা সিলভা সান্তোস জুনিয়র
তার জীবনী নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।



নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র

image.png

Soruce



  • নেইমার দ্যা সিলভা সন্তশ জুনিয়র।(জন্ম ৫ফেব্রুয়ারি ১৯৯২)। সাধারণত নেইমার নামে পরিচিত একজন ব্রাজিলিয়ান ফুটবলার যিনি ফরাসি ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলে। একজন ফরওয়ার্ড বা উঈঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বে উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয় 19 বছর বয়সে ২০১১এবং২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পান তবে দশম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কার অর্জন করেন তিনি সর্বাধিক পরিচিতি তার চলন গতি বল কাটানো সম্পূর্ণতা এবং উভয়ের ক্ষমতার জন্য। তার খেলার ধরণ তাকে এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা সাথে প্রচুর ভক্ত মিডিয়া এবং সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা


ব্যক্তিগত তথ্যপূর্ণ


নামনেইমার দা সিলভা সান্তোস জুনিয়র
জন্ম৫ ফেব্রুয়ারি ১৯৯২ (বয়স ২৯)
জন্ম স্থানমোজিদাসক্রুজেস, ব্রাজিল
উচ্চতা১.৭৪ মিটার (৫ ফুট ৮ ১⁄২ ইঞ্চি)
মাঠেঅবস্থানআক্রমণভাগের

ক্লাবের তথ্য


বর্তমান ক্লাবপারি সাঁ-জেরমাঁ(psg)
জার্সি নম্বর১০

জ্যেষ্ঠ পর্যায়


সালদলম্যাচ(গোল)
২০০৯–২০১৩সান্তোস১৭৭(১০৭)
২০১৩–২০১৭বার্সেলোনা১২৩(৬৮)
২০১৭পারি সাঁ-জেরমাঁ৭০(৫৬)

জাতীয় দল


সালদলম্যাচ(গোল)
২০০৯ব্রাজিল অনূর্ধ্ব-১৭(১)
২০১১ব্রাজিল অনূর্ধ্ব-২০(৯)
২০১২-২০১৬ব্রাজিল অনূর্ধ্ব-২৩১৪(৮)
২০১০-২০২১ব্রাজিল১০৯৬৮


প্রারম্ভিক জীবন


image.png
Soruce



  • নেইমার দ্যা সিলভা সন্তশ যুনিয়র এর জন্ম ব্রাজিলের সাও পাওলোর রাজ্যের কোন শহরে সিনিয়র নেইমার দা সিলভা এবং সন্ত্রাসের ঘরে তিনি তার পিতার নামের অনুসারে একজন প্রাক্তন ফুটবলার। নেইমার তার প্রতিপাদ এখনো শুরু করার পর থেকে তার পিতা নেইমারের পরামর্শ হিসেবে কাজ করেছেন। তার পিতার ভূমিকা সম্পর্কে বলেন আমার পিতা আমার পাশেই থাকেন সেই ছোটবেলা থেকে এবং তিনি সবকিছুর খেয়াল রাখেন। তিনি আমার সবসময়ের সঙ্গী এবং আমার পরিবারের অন্যতম একজন।২০০৩ সালে পরিবারের সঙ্গে সাঁও ভিসেন্তে চলে আসেন । সেখানে তিনি যুব পর্তুগিজ সানতিস্তাতে খেলা সুরু করেন।২০০৩ এর শেষে তারা সান্তসে চলে আসেন। সেখানে নেইমার ফুটবল সান্তস ক্লাবে যোগ দেন।
  • ক্লাব ক্যারিয়ার
  • সান্তোস (২০০৯–২০১৩)


    image.png

    Soruce

    • নেইমার খুব কম সময়ে ফুটবল খেলা আরম্ভ করেন খুব অল্প সময়ে তিনি সান্তোস ফুটবল ক্লাব কর্তৃপক্ষের নজরে আসেন 2003 সালে ফুটবল ক্লাব খেলায় চুক্তিবদ্ধ করেন নেইমারকে এবং তাকে যুব একাডেমিতে খেলানো হয়। সেখানে তিনি পাওলো হেনরিক গান্সোর সাথে পরিচিত হন ।এবং খুব অল্প সময়ে তারা ভালো বন্ধুতে পরিণত হয়।১৫ বছর বয়সে তিনি স্পেনে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যান সে সময় রিয়ালে রোনাল্ডো জিনেদিন জিদান এবং রবিনহোর মতো বড়-বড় তারকার খেলেছিলেন।

    নেইমারের পেশাদারী ফুটবল খেলা


    • নেইমার পেশাদারী ফুটবল খেলা শুরু করেন ৭মার্চ ২০০৯ সালে, মাত্র ১৭ বছর বয়সে। তিনি সান্তস বনাম অস্তে এর খেলা শেষ ৩০ মিনিট খেলতে নামেন। এই খেলায় সন্তোষ ২-১ গোলে জয়লাভ করেন। একই সপ্তাহে তিনি সান্তোসে র হয়ে মগি মিরিমের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম গোল করেন। এক মাস পর১১-ই এপ্রিল, নেইমার পালমেইরাসের বিপক্ষে জয় সূচক গোল (২-১) করেন চেম্পিওনাতো পৌলিস্তোর সেমি- ফাইনালের প্রথম খেলায়। ফাইনালে যদিও বাকরিন্থিয়ান্সের বিপক্ষে দুই ম্যাচের ৪-২ এ হারতে হয়েছিল। নেইমার তার প্রথম মৌসুমে ১৪ গোল করেন ৪৮টি ম্যাচ খেলে।
    • এভাবেই নেইমারের অভিষেক হয় খেলার জীবনে।

    বার্সেলোনা যেভাবে আসে


    image.png
    Soruce

    • ২০১৩ সালে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে প্রথম বারের মত জনসম্মুখে প্রদর্শনের সময় নেইমার।২৪-ই মে২০১৩,সান্তস ঘোষণা করে যে তারা নেইমারের জন্য ২টি প্রস্তাব পেয়েছেন।একই দিনে নেইমার ঘোষণা করেন যে, তিনি ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে ২৭ মে চুক্তিবদ্ধ হবেন।২০১৩ সালে কনফেডারেশন কাপ খেলার পর বার্সেলোনায়
      রোগ দিবেন। নেইমার এবং ক্লাব গুলো ট্রান্সফার ফি অথবা ব্যাক্তিগত শর্তসমূহ প্রকাশ করেননি।সুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে ৫ বছররে চুক্তি করেছেন। একজন ব্রাজিলের খেলোয়াড় কে স্বাগতম জানাতে ন্যু ক্যাম্পে রেকর্ড পরিমাণ ৫৬,৫০০ দর্শকের সমাগম হয়। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জসেফ মারিয়া বার্তোমেউ বলেন, নেইমারের ট্রান্সফার ফি হল ৫৭ মিলিয়ন ইউরো।

    ব্রাজিল মূল দলে আসা সময়


    image.png
    Soruce

    • ব্রাজিল অনূর্ধ্ব ১৭ দলের হয়ে ২০০৯ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে নেইমারের পারফরম্যান্স দেখে যেখানে তিনি জাপানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে গোল করেন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় পেলে ও দুঙ্গাকেঘনঘন চাপ দিতে থাকেন যাতে নেইমারকে তিনি ২০১০ বিশ্বকাপে রাখেন।
    • ২৬ই জুলাই ২০১০, নেইমারকে সর্বপ্রথম ব্রাজিল মূল দলে খেলার জন্য ডাকা হয় নতুন কোচ মানো মেনেজেস কর্তৃক নিউজার্সি ইস্ট রাদারফোর্ডে একটি আন্তর্জাতিক প্রতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১০ ই আগস্ট ২০১০,মাত্র ১৮ বছর বয়সে তিনি ওই ম্যাচে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক করেন শুরু থেকেই ব্রাজিলের ১১ নম্বর জার্সি গায়ে পড়েন। তিনি তার অভিষেক ম্যাচেই ২৮ মিনিটের মাথায় গোল করেছেন। ব্রাজিল ওই ম্যাচে 20 গোলে জয়লাভ করে। ১-ই মার্চ ২০১১ নেইমার বলেন ব্রাজিলের দলের হয়ে খেলতে পারেনা আলাদা একটা সম্মান। এভাবেই ব্রাজিলের মূল দলে অভিষেক হয়।

    ২০১১ কোপা আমেরিকা


    image.png
    Soruce

    • নেইমার আর্জেন্টিনায় অনুষ্ঠিত কোপা আমেরিকা 2011 তে অংশগ্রহণ করেন সেখানে তিনি প্রথম পর্বের এক ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জোড়া গোল করেন তাকে ম্যান অফ দ্যা ম্যাচ নির্ধারিত করা হয় কোপা আমেরিকা ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল ভেনিজুয়েলার বিপক্ষে। যা১-১ গোলে ড্র হয়। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে যায়।
      প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটে। এই ম্যাচে নেইমার কে ৮০ মিনিটের মাথায় প্রতিস্থাপিত করা হয়।


    ব্রাজিলের হয়ে গোল সংখ্যা


    বছরম্যাচগোল
    ২০১০
    ২০১৩১১
    ২০১২১২
    ২০১৩১৯১০
    ২০১৪১৪১৫
    ২০১৫
    ২০১৬
    ২০১৭
    ২০১৮১৩
    ২০১৯
    ২০২০
    ২০২১
    মোট১০৯৬৮

    ব্যক্তিগত জীবন

    image.png
    Soruce

    নেইমার ২০১১ সালের আগস্টে মাত্র ১৯ বছর বয়সে বাবা হন। নেইমারের স্ত্রীর নাম ক্যারোলিনা দান্তাস, কিন্তু নেইমারের সাথে তার কোনো সমর্পক নেই। শিশুর নাম দাভি লুকা যে সাও পাওলোতে জন্ম গ্ৰহন করে।

    • তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোষ্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। কোনো রকম ভূল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    ধন্যবাদ সবাইকে

    Best regards-
    @rashesd05

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    সুন্দর পোস্ট করেছেন মামা। নেইমার ভালো খেলোয়াড় কিন্তু মেসির মতো না।😁

    সুন্দর পোস্ট ছিল। চালিয়ে যান।

    ধন্যবাদ ভাই

    সুন্দর ভাবে নেইমারের জীবনী তুলে ধরেছেন।

    ধন্যবাদ

    ভালো ছিলো অনেক

    ধন্যবাদ

    প্রিয় একজন মানুষ ♥

    ধন্যবাদ ভাই
    আমার ও প্রিয় একজন খেলোয়াড়

    You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


    Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

    For general information about what is happening on Steem follow @steemitblog.