স্টিম বাংলাদেশ প্রতিযোগিতা: স্বাস্থ্য, ফিটনেস, খেলাধুলা, অবসর, খাদ্য, বাগান, ভ্রমণ। এই প্রতিযোগিতার মধ্যে, আমি ভ্রমণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।
17.03.2022. বৃহস্পতিবার। আজ সরকারি ছুটি কারণ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং শিশু দিবস।
ছুটির দিন হয় আজকে অনেক ঘুরলাম। নিচে আমার ভ্রমণের বিবরণ দেওয়া হলো।
ঢাকা শহর আজকে আলোকিত। ছুটির দিন হওয়ায় রাস্তায় জ্যাম কম চারপাশে অনেক ঝড় বাতি দিয়ে সাজানো হয়েছে সবকিছু। সন্ধ্যার পর পর আমাদের হোস্টেল বিল্ডিংয়ের ছাদ থেকে তোলা এই ছবি। সামনে ইন্টারকন্টিনেন্টাল হোটেল অনেক সুন্দর করে সাজিয়েছে। চারপাশে এত আলো দেখে তাড়াতাড়ি রেডি হয়ে বাহির হলাম লাইব্রেরী এর দিকে।
Location
বাংলাদেশে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পুরো ঢাকা শহর আলোকিত। চারপাশে সব বিল্ডিং,শিক্ষাপ্রতিষ্ঠান,হস্পিতাল ওভারব্রিজ রাস্তা সবকিছু ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনেক জায়গায় শিশু দিবসের কার্যক্রম চলছে অনেক অনুষ্ঠান হচ্ছে।
Location
চারপাশে থাকা তো অনেক ভালো লাগছে সবকিছু ঝাড়বাতি দিয়ে সাজানো। দোকানপাট অনেকগুলোই বন্ধ। সরকারি ছুটি হওয়ার শপিংমলগুলো ভরা। লাইব্রেরীতে যাওয়ার পথে হালকা জ্যাম পেলাম। কিন্তু আজ যেন জ্যাম ও ভাল লাগছে, কারণ চারপাশের সবকিছু আজ আলোকিত বিভিন্ন জায়গায় শিশুদের প্রোগ্রাম হচ্ছে। রাস্তা থেকেই শোনা যাচ্ছে শিশুদের কবিতা আবৃতি, শিশুদের গাওয়া গান। এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হচ্ছে।
Location
আমার প্রতিনিয়ত আসা লাইব্রেরীতে আজ শিশুদের দিবসে প্রোগ্রাম হচ্ছে, লাইব্রেরীতে প্রবেশ করেই লাইব্রেরির পরিবেশ দেখে প্রচুর ভালো লাগলো, শিশুদের জন্য একটি প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে এই লাইব্রেরীতে। বাবা মারা সন্ধ্যাবেলা তার শিশুদের নিয়ে এসেছে লাইব্রেরীতে। সেই সকল বউ আমাকে দেখে প্রচুর ভালো লাগলো কারন তারা তাদের শিশুকে পার্কে না নিয়ে গিয়ে আজকে লাইব্রেরীতে নিয়ে এসেছে, এবং তাদের বাচ্চাদের কবিতা আবৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে।
বাচ্চারা লাইব্রেরীতে খেলাধুলা করছে এবং তার এর বাবা মা বসে গল্প করছে চা খাচ্ছে। লাইব্রেরীর পরিবেশ খুবই ভালো লাগছে।
আমিও লাইব্রেরীতে ঢুকে একটি বই নিয়ে পড়তে চেয়েছিলাম কিন্তু আজ ভাবলাম যে শিশুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি তাই দর্শক হয়ে বসে পড়লাম তাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য।
Location
প্রতিনিয়ত লাইব্রেরী আমাকে টানে, লাইব্রেরীতে রয়েছে কোটি কোটি জ্ঞান। এই জ্ঞানের সাগরে ঢুকতে কে না চায় বলুন।গ্রন্থাগারের মূল লক্ষ্য থাকে তথ্যসংশ্লিষ্ট উপাদান সংগ্রহ, সংরক্ষণ, সংগঠন, সমন্বয় এবং পাঠকের জন্য তা উন্মুক্ত করা।
সকল জ্ঞান উন্মুক্ত করা রয়েছে আমাদের জন্য সকলের শান্তভাবে লাইব্রেরীর সকল বই গুলো দেখছে তাদের পছন্দমতো বই পড়ছে।
Location
লাইব্রেরির ভেতরে ঢুকলেই মনটা শান্ত হয়ে যায়। চারপাশের সবকিছুই যেন নিঃশব্দ। গ্রন্থাগারে প্রবেশ করার পর এই মনের মধ্যে একটা ভাব চলে আসে। বিভিন্ন বই ঘাটাঘাটি করি জীবনের সকল ঝামেলা মাথা থেকে ফেলে দিয়ে লাইব্রেরির এক কোনায় বসে বই পড়া শুরু করলাম। কিন্তু আজ কেন জানি বই পড়তে মন চাচ্ছে না তাই শান্ত লাইব্রেরী থেকে বাহির হয়ে ক্যান্টিনে গেলাম।
চারপাশের সকল দেওয়া দেয়ালে রয়েছে কোটি কোটি জ্ঞান । যে যত লুটে নিতে পারবে জ্ঞান তার। লাইব্রেরীর নিস্তব্ধতা আমার মনকে আনন্দিত করে।
Location
লাইব্রেরীর বাহিরে খাবার নিয়ে বসে পড়লাম টেবিলে এখানে যে যার মতো করে গল্প করছে বই পড়ছে চা খাচ্ছে। এবং এখানেই চলছে শিশুদের কালচারাল প্রোগ্রাম।
এই লাইব্রেরীতে বসার সুব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন প্রোগ্রাম করার জায়গা রয়েছে এবং স্বল্পমূল্যে খাবার পাওয়া যায় এখানে। এবং সকলের জন্য উন্মুক্ত রয়েছে বই। তাই সকল শ্রেণীর মানুষেরা সেখানে। আমার এখানে সচরাচর বসে থাকতে খুবই ভালো লাগে কারণ এখানে বিভিন্ন রকম মানুষ দেখা যায় সবাই শান্ত ভাবে তাদের মত সময় কাটাচ্ছে ,খুবই ভালো লাগে আমার। যে যার মতো তাদের অবসর সময় কাটাচ্ছে।
Location
আমি এক কাপ চা নিয়ে চেয়ারে বসে পড়লাম শিশুদের কবিতা আবৃত্তি শুনতে। চা খেতে খেতে শিশুদের প্রোগ্রাম দেখতে চাই এবং চারপাশে থাকা মানুষদের পর্যবেক্ষণ করছি । শান্ত পরিবেশে বসে থাকাটা খুবই ভালো লাগে আমার। চারপাশে সুন্দর ভাবে সাজানো রয়েছে অনেকগুলো বই। এবং আশেপাশের রয়েছে বিভিন্ন গাছপালা। লাইব্রেরীর টা সবসময় আলোকিত থাকে, আমাকে মনমুগ্ধকর করে। আমার মন চায় আমি যেন সারা রাতে লাইব্রেরীতে বসে কাটিয়ে দিতে পারি। কিন্তু তা আর হলো না রাত্রি বাজে দশটা তাই লাইবারি বন্ধ হতে যাচ্ছে। আমি এবং আমার বন্ধু লাইব্রেরী থেকে বাহির হয় থেকে বাহির হয়ে হাতিরঝিলের ঠান্ডা বাতাস উপভোগ করতে গেলাম।
Location
হাতিরঝিলের ময়লা পানি ও যেন আজ ঝকঝক করছে। কারণ চারপাশের সকল বিল্ডিং, ফুটপাত,ওভারব্রিজ, চকচক করে জ্বলছে ঝাড়বাতি দিয়ে। খুবই ভালো লাগছে আজকের আবহাওয়া টা অনেক সুন্দর ঠাণ্ডা বাতাস বইছে হাতিরঝিলে। চারপাশের সবকিছু আলোকিত খুবই ভালো লাগছে মনে হচ্ছে আজ পুরো দেশের জন্মদিন। পুরো দেশটা আজ আলোকিত।
হাতিরঝিলের এত সুন্দর আলো দেখে আর থেমে থাকতে পারলাম না। তাই ব্রিজের রেলিং এর উপরে উঠে বসে পড়লাম ছবি তোলার জন্য। নিচে তাকালে অনেক ভয় লাগছে কারণ পড়ে গেলে আর বাঁচা যাবে না। অনেক জোরে বাতাস বইছে ব্যাপারটা একটু বিপজ্জনক হলেও অনেক মজা লাগছে। বিপদজনক জিনিস সব সময়ই মজারি হয়। শক্ত করে ধরে কিছু ছবি তোলে নেমে পড়লাম।
Location
তারপর বন্ধু আর আমি বাইকের উপর বসে। চারপাশের পরিবেশ উপভোগ করছিলাম আর গল্প করছিলাম। রাস্তায় বসে থাকা অবস্থায় অনেক রকম খাবার খেলাম তারপরে রাত বারোটা বেজে গেল, পরিবেশটা যেন আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে যানবহন কমে গেছে আশেপাশে তেমন মানুষ দেখা যাচ্ছে না। ফাঁকা রাস্তা দেখে একটু লোভ হলো কারণ এরকম ফাঁকা রাস্তা আমি সচরাচর পাই না তাই বেরিয়ে পড়লাম বাইক রাইড দিতে ফাঁকা রাস্তায়। কিছুক্ষণ বাইকে ঘোরাঘুরির পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
Location
বাড়ি যাওয়ার পথে সংসদ ভবনের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। সংসদ ভবনের রুপ সম্পূর্ণই আলাদা লাগছে। খুবই সুন্দর করে সাজানো হয়েছে সংসদ ভবন এবং তার আশেপাশের পুরো এলাকাটি।
Location
রাস্তা পুরো ফাঁকা চারপাশে হাজার হাজার বাতি জ্বলছে উচু উচু বিল্ডিং এ ,পরিবেশে ঠান্ডা বাতাস বইছে, উচ্চ গতিতে বাইক চলছে কি যে ভালো লাগছে।১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পুরো ঢাকা শহর আজ আলোকিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে অনেক ঘুরলাম, অনেক কিছু শিখলাম,অনেক কিছু দেখলাম। দিনটা খুবই ভালো গেল অনেক কিছু উপভোগ করলাম আজ।
আমি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। (@lingkar-photo এবং @hidayat96 )আমি আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হোটেলটি খুব সুন্দর। লাইব্রেরীর ভিতর দিকটাও দেখার মত। ভালো লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit