MY TOWN TEN PICS🌇||Date:16/04/2022||🗽 Wall mural of Bangabandhu Sheikh Mujibur Rahman At International Airport||By@ratul24730||30% to@hive-138339🇧🇩

in hive-138339 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম

অন্যান্য ধর্মের জন্য আমার শুভেচ্ছা

প্রিয় steemians. তোমরা সবাই কেমন আছ? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।❤️

MY TOWN TEN PICS

ফ্যামিলি মেম্বার বিদেশে যাওয়ার গতকাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলাম এবং বিশেষ
কিছু ছবি তুলেছি যা আপনাদের কাছে উপস্থাপন না করলেই নয় তাই আজ আমি (my town ten pics) এঅংশগ্রহণ করেছি এখানে @ratul24730 থেকে আমার এন্ট্রি।

Hazrat Shahjalal International Airport

Picture number 01

IMG20220204183835.jpg
Location

শিল্পকলা যার প্রশংসা না করলেই নয়। আমাদের বাংলাদেশের শিল্পীরা ছোট ছোট টাইলসের টুকরো দিয়ে ভাষা আন্দোলনের কিছু চিত্র তুলে ধরেছে।

বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সকল স্মৃতিময় মুহূর্ত গুলো তুলে ধরা হয়েছে ছোট ছোট টাইলসের টুকরো দিয়ে বাংলাদেশের শিল্পীরা আমাদের জাতির জনকের কিছু মুহূর্ত তুলে ধরেছে এয়ারপোর্টে ঢোকার প্রবেশ পথে।

এয়ারপোর্টে ঢোকার পরপরেই হাতের বাম পাশে এইসকল প্রদর্শন দেখতে পাওয়া যায় যা অতি সুন্দর।

Picture number 02

IMG20220204184048.jpg
Location

দেশ স্বাধীন হওয়ার পর এর কিছু মুহূর্ত এবং স্বাধীনতার কিছু মুহূর্ত এবং ভাষা আন্দোলনের ও মুক্তিযুদ্ধের কিছু মুহূর্ত তুলে ধরেছে শিল্পীরা।

Picture number 03

IMG20220204183846.jpg
Location

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ক্ষয় মুক্তিযুদ্ধ এর মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মুহূর্তের প্রতিচ্ছবি তুলে ধরেছে শিল্পীরা দেয়ালের মধ্যে ছোট ছোট টাইলস পাথরের টুকরো দিয়ে।

Picture number 04

IMG20220204183943.jpg
Location

হাজার ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ স্বাধীনতা লাভ করার পরেই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর এর আগমনের মুহূর্তে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।

Picture number 05

IMG20220204183914.jpg
Location

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এরপর জয়লাভ করার পরের কিছু খুশির মুহূর্ত সহ শুরু করে স্বাধীনতা ও ভাষা আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত যেসকল মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন সেই সকল মুহূর্ত তুলে ধরা হয়েছে।

Picture number 06

IMG20220204183702.jpg
Location

ঝিঝি করে সারাদিন বৃষ্টি হয়েছে এয়ারপোর্ট এর চারপাশে অনেক বেশি আলোকিত রাস্তাগুলো পানি স্পর্শ পেয়ে জ্বলছে। বিমানবন্দর আজ একটু শান্ত,বাতাসে ঠান্ডা হাওয়া বইছে।

Picture number 07

IMG20220204182737.jpg
Location

প্রবেশপথের রাস্তা যা টার্মিনাল ১ ও ২ প্রবেশ করেছে।
এই রাস্তা দিয়ে সরাসরি টার্মিনালগুলোতে প্রবেশ করা যায়।

Picture number 08

IMG20220204182919.jpg
Location

আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সুন্দর একটি বড় প্রদর্শনী বাগান যে বাগানে অনেকগুলো বিমানের প্রদর্শন করা হয়েছে এবং কিছু পুরনো ঐতিহ্যবাহী জিনিস দিয়ে সাজানো হয়েছে এই বাগানটি।

Picture number 09

IMG20220204182601.jpg
Location

প্রবেশ ও বাহির পথ যা যুক্ত হয়েছে কুড়িল বিশ্বরোডে। বাম পাশে পূর্বাঞ্চল ও ডান পাশে উত্তরাঞ্চল। এবং এই কুড়িল-বিশ্বরোড পার হয়েই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। বিমানবন্দর রেলওয়ে স্টেশন একদম মুখোমুখি রাস্তা পার হলেই বিমানবন্দর ও রাস্তা পার হলেই রেলওয়ে স্টেশন।

Picture number 10

IMG20220204183348.jpg
Location

বিমানবন্দরের মূল প্রবেশপথে (ফাদার অফ দ্য নেশন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) এর ছবি যা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছো ভাইয়া। সত্যিই অসাধারণ হয়েছে তোমার তোলা ছবিগুলো ধন্যবাদ।