আমি বাংলাদেশ থেকে @ratul24730 🇧🇩
@boss75 (Steem Bangladesh Admin) এর আয়োজিত স্থাপত্য ফটোগ্রাফী কনটেস্ট এ অংশগ্রহণ করছি।
Location
এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স যার নাম যমুনা ফিউচার পার্ক। শপিং কমপ্লেক্স টির আধুনিক গঠন এবং বিশালতা এশিয়া মহাদেশের প্রথম স্থান জয় করেছে। অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে এই বিল্ডিং এর কাঠামোটি। অনেক বড় এবং অনেক আকর্ষণীয় এই শপিং কমপ্লেক্স এ রয়েছে শিশুদের খেলার বিদেশি পার্ক, রয়েছে সুইমিংপুল, মুভি থিয়েটার, সুপার মার্কেট, দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের শোরুম,প্লেগ্রাউন্ড,বিদেশি পণ্যের শতশত শোরুম, দামি দামি ব্রান্ডের মোবাইলে শোরুম এবং হাজারো রকম দেশী বিদেশী পণ্যের দোকান।
Location
শপিং কমপ্লেক্স টির আধুনিক কাঠামো এবং সৌন্দর্য জয় করে নিয়েছে প্রথম স্থান এশিয়া মহাদেশের মধ্যে। কমপ্লেক্সটির ভেতরে ঢুকেই মনে হয় যে বিদেশের কোন শপিংমলে এসেছি। অত্যাধুনিক ভাবে সাজানো পুরো কমপ্লেক্সটি চোখ ধাঁধানো সৌন্দর্য।
কমপ্লেক্সটি কুড়িল, বারিধারায় 33 একর জমি জুড়ে বিস্তৃত, এটি ঢাকা শহরের পার্শ্ববর্তী উচ্চ শ্রেণীর আবাসিক এলাকা যেমন গুলশান, বনানী এবং বসুন্ধরা এর মাঝখানে অবস্থিত। এটি তুলনামূলকভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কাছাকাছি অবস্থিত।
Location
Bangladesh Eye Hospital
House- 78, Satmasjid Road, Dhaka 1205.
চোখ ধাঁধানো সৌন্দর্য এই বিল্ডিং এর দূর থেকে দেখতে খুবই ভালো লাগে। একদম বিদেশী কাঠামোকে তৈরি হয়েছে এই বিল্ডিংটি।
ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির রাজপ্রাসাদটি নাম আন্তিলিয়া।তার রাজপ্রসাদ টি পুরো পৃথিবীতে বিখ্যাত। বাংলাদেশ আই হাসপাতাল এর কাঠামো কি কিছুটা মিল রয়েছে মুকেশ আম্বানির রাজ প্রসাদ আন্তিলিয়ার। দূর থেকে দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে এই হাসপাতালটি।
Location
আদমজী ক্যান্টনমেন্ট সেনানিবাস অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত। এই ক্যান্টনমেন্টের ভেতরে রয়েছে অনেক রকম বিল্ডিং অনেক মসজিদ অনেক রকম স্ট্রাকচার রয়েছে এ ক্যান্টনমেন্টের ভেতরে। ক্যান্টনমেন্ট এর বিভিন্ন শ্রেণীর সৈনিকদের আবাসিক এর ছবি এটি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সাজানো পুরো ক্যান্টনমেন্ট সেনানিবাস টি। খুবই আকর্ষণীয় ভাবে পুরো সেনানিবাস টি সাজানো।
Location
আগারগাঁও মেট্রো রেল স্টেশনে একই সাথে যুক্ত হয়েছে তিনটি মেট্রো রেল লাইন। তিন দিক থেকে রেল প্রবেশ করবে স্টেশনে। বিশাল চার লেনের রোডের উপর এই মেট্রোরেল অবস্থিত । গাড়িতে করে এই রাস্তাদিয়ে ভ্রমণের সময় মেট্রো রেল এর কাঠামো অনেক সুন্দর লাগে। দেখেই মনে হয় আধুনিক কোন শহরে ঢুকলাম। এখনো পরিপূর্ণ ভাবে কাজ শেষ হয়নি মেট্রোরেলের। কাজ পরিপূর্ণভাবে শেষ হওয়ার পর রাস্তার সৌন্দর্য আরো বেড়ে যাবে এই অত্যাধুনিক কাঠামোর কারণে। বাংলাদেশের অনেক বড় বড় প্রজেক্ট গুলোর মধ্যে মেট্রোরেল প্রজেক্ট রয়েছে। স্বপ্নের মেট্রোরেল এর কাজ শেষ হওয়ার পরে ঢাকা শহরের আরো উন্নত হয়ে যাবে। মেট্রোরেল প্রজেক্ট ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দূরত্ব কমিয়ে আনছে যার ফলে ঢাকা শহরের জ্যামের ভোগান্তি দূর হবে। ঢাকা শহর আরো উন্নত শহর হিসেবে পরিচিতি লাভ করবে।
PHOTO CLICK BY ME
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছবিগুলো খুব সুন্দর তুলেসো। শপিং কমপ্লেক্স এর ভিতর দিকটা খুব সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit