রমজান মুবারক: আমি অন্তর থেকে প্রার্থনা করি, রমজানের পবিত্রতা আমাদের প্রত্যেকের আত্মা পরিশুদ্ধ করুক, আমাদের স্বপ্ন যেন সফল হয়।
এই পবিত্র মাসে মন থেকে মুছে যাক সব পাপ। মন ভরে উঠুক পবিত্র ভাবনা চিন্তায়। আল্লার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক।আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য এই পবিত্র রমজানের সময়টি হয়ে উঠুক দারুণ।
আল্লার আশীর্বাদে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। এই পবিত্র মাসে মন থেকে মুছে যাক সব পাপ। মন ভরে উঠুক পবিত্র ভাবনা চিন্তায়। আল্লার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক।
এতিমখানা ও মাদ্রাসা টি স্থাপিত হয় ১৯৭৭সালে। ঠিকানা:পার্বতীপুর, দিনাজপুর,রংপুর,বাংলাদেশ।
০৩/০৪/২০২২ তারিখে বাংলাদেশে প্রথম রোজা এই প্রথম রোজায় আমাদের সংগঠনের বা আমাদের পরিবারের সকল সদস্যদের মতামত নিয়ে একটি চূড়ান্ত ফলাফল এ এসেছি যে আমরা পুরো রামাদান মাসে আমাদের শহরের সকল এতিমখানায় মসজিদ এবং পথশিশু এবং বস্তিতে থাকা মানুষজন, ফকির ,মিসকিন, বাসইসটান স্টেশনে থাকা মানুষ সহ সকল অসময়ে মানুষকে সারিবদ্ধ ভাবে প্রতিটি রোজা ইফতার বিতরণ করা হবে।
অপরদিকে আমি সহ আরো কিছু পরিবারের সদস্য মিলে পথচারীদের ইফতারের দেওয়ার ব্যবস্থা করেছি রাস্তায় যেসব মানুষ ইফতারের সময় উপস্থিত থাকবেন সে সব মানুষকেই ইফতার দেওয়া হবে। এবং তাদের সাথে আমরাও ইফতার করব।
অন্যদিকে আমাদের পরিবারের বড় ভাইয়েরা মাদ্রাসা ইফতার বিতরণ করছে এবং মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথে কিছু কথোপকথন এবং তাদের দেশের কিছু নীতিকথা প্রদর্শন করছে আমাদের পরিবারের বড় ভাইয়েরা। আমাদের মতো তারাও আজকে এতিমদের সাথে ইফতার করবে। একই সাথে পরিবারের দুইটি প্রোগ্রাম আজকে এতিমদের ইফতার বিতরণ ও পথিক ইফতার বিতরণ।
ইফতার হাতে এতিম শিশুদের সাথে আমাদের পরিবারের সদস্যরা। কিছু ভালো সময় কাটাচ্ছে তাদেরকে পৃথিবী সম্পর্কে কিছু নীতি কথা বলছে। আজকে আমরা সকলেই ইফতার বিতরণ শেষে এই এতিমখানায় এতিমদের সাথে তারাবির নামাজ সহ রাতের খাবার খাবো এবং এতিমদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেই সব কিছু জ্ঞান আমরা অর্জন করব। এবং আমরাও এতিমদের উদ্দেশ্যে পৃথিবী সম্পর্কে কিছু নীতি কথা বলব।
আমরা শিশুদের জন্য কিছু মুখরোচক খাবার নিয়ে এসেছি এবং পথচারীদের জন্য একটু ভারী খাবার রেখেছি যাতে ভ্যান আলা রিক্স আলা খাবার খেতে পারে। শিশুদের মুখরোচক খাবার হিসেবে ফলমূল, ভালো খেজুর, উন্নতমানের জুস এবং বিরানি নিয়ে আসা হয়েছে। এতিমখানায় অল্প কিছু সংখ্যক এতে রয়েছে তাই আমরা চেষ্টা করেছি সকল এতিমকে পেট ভরে তাদের মনের মত খাবার খাওয়াতে এবং আমরা আরো চেষ্টা করেছি তাদের জন্য চকলেট এবং অন্যান্য মুখরোচক খাবার নিয়ে।
এতিমদের উদ্দেশ্যে কিছু নীতিকথা এবং তাদের সাথে অনেক গল্প এবং একটু খেলাধুলা করে ইফতারের পূর্ব মূহুর্তে আমাদের পরিবারের বড় ভাইয়েরা এতিম শিশুদের ইফতার বিতরণ করছে। তারা সারিবদ্ধ ভাবে এসে একের পর এক আমাদের বড় ভাইদের হাতে ইফতারের গ্রহণ করছে।
তারা একটু অবাক হয়ে আমাদের দিকে তাকাচ্ছিল এবং তারা একটু লজ্জা পাচ্ছিল কিন্তু তারা কিছুক্ষণ পরেই আমাদের সাথে মিলে মিশে গিয়েছিল এবং আমাদের সাথে সুন্দরভাবে ইফতার করেছে। ইফতার করতে ভালই লেগেছে আমাদের। আমরা সকলেই একই সাথে বসে ইফতার করেছি। আমরা আগেও অনেক এতিমখানায় গিয়েছিলাম এবং তাদের সাথে অনেক সময় কি কি কাটিয়েছি এই এতিমখানায় প্রথম ইফতার বিতরণ করতে এসেছি আমরা। অন্যান্য এতিমখানার থেকে এই এতিমখানার বাচ্চারা অনেকটা স্মার্ট এবং তারা অনেক ভদ্র ভাবে কথাবার্তা বলতে পারে এবং মানুষের সাথে অনেক সুন্দর ভাবে মিশতে পারছিল।
প্রথম রোজার কারণে পরিবারের অনেক সদস্য আমাদের সাথে উপস্থিত হতে পারিনি। তবু আমরা চার সদস্য করে দুইটি গ্রুপ করেছিলাম এক গ্রুপ আমরা পথের পথিক দেরি তার বিতরণ করতে গিয়েছিলাম এবং অন্য গ্রুপ এতিমখানায় গিয়েছিল ইফতার বিতরণ করতে আমরা আমাদের পথের পথিক ইফতার বিতরণ শেষে তাদের সাথে ইফতার করে হাতের খাবার খাওয়ার জন্য এতিমখানায় চলে গিয়েছিলাম এবং আমাদের বড় ভাইদের সাথে এড হয়ে ছিলাম। আমাদের অনেক ভালো লেগেছে তাদের সাথে নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে ছিলাম আমরা সবাই তাদের সাথে খুবই ভালো লেগেছে এই পবিত্র রমজান মাসে আমরা আবারও আসবে এতিম খানায় ইফতার বিতরণ করতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই সকল মানুষদের পাশে দাঁড়াতে পারি।
আমি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।@yeri52 ও @hidayat96 আমি আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।
Congratulations, your post has been upvoted by The Team Industrial Seven.
We support posts using the @Steemcurator06 account.
Keep typing charity and using #charity tag
Have a nice day.
Curated by @ispin
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your support.
@steemcurator06
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit