স্টিম বাংলাদেশ প্রতিযোগিতার মধ্যে, আমি টেকনোলজি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।
অত্যাধুনিক পাইলিং মেশিন বা গর্ত করার আধুনিক মেশিন। এই মেশিনটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিজ শক্তিতে চলাচল করতে সক্ষম। সাধারণত জনবসতিপূর্ণ জায়গা বা রাস্তার কাজে ব্যবহৃত হয় এই মেশিনগুলো কারণ এই মেশিনগুলো শক্তিতে চলাচল করতে পারে অন্য কোন মেশিন দ্বারা এই মেশিনটি অপারেট করতে হয় নাই এই মেশিন একই সাথে পাইলিংয়ের কাজ ও নিজ শক্তিতে চলাচল করতে পারে।
[Source](My photography)
Location
রাস্তার পাশে ছোট-বড় অনেক গর্ত করে থাকে এই মেশিনগুলো। গর্ত গুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
মেশিন এর কাজ-
-নতুন ম্যানহোলের প্রবেশ পথ তৈরি করতে।
-টেলিফোন অপারেটর এর সকল তার মাটির ভেতর দিয়ে অপারেট করে সেই তারগুলো জন্য গর্ত করে এই মেশিনগুলো।
-অপটিক্যাল ফাইবার তারের জন্য পথ তৈরি করে মাটির ভিতরে।
-রাস্তার পাশে ছোট ছোট পুলিশ কক্ষ বা কোন পিলার বসানোর কাজে এই মেশিনগুলো কাজ করে।
মেশিন দিয়ে একটি চলন্ত গাড়ির সাথে লাগানো। বিভিন্ন ক্রেন মেশিন এর মত এর দানব চাকা রয়েছে। যার মাধ্যমে এই মেশিনটি যে কোন পথে যে কোন রাস্তায় চলাচল করতে সক্ষম।
-মেশিনটি চালাতে একটি মানুষ প্রয়োজন হয়।
-মেশিনটিতে দুইটি ইঞ্জিন রয়েছে একটি ইঞ্জিন কাজ করে মেশিনটি টির চলাচলের কাজে আর একটি ইঞ্জিন ব্যবহার হয় গর্ত ঘোড়ার কাজে।
মেশিনটির কাজ করার পদ্ধতি:
১-মেশিনটি প্রথমে যে জায়গায় গর্ত পূর্বে যে জায়গাটিতে একটি গোলাকার লোহার পাত বসিয়ে নাই যাতে গর্তটি এর আশেপাশে মাটি ধসে না পরে।
মেশিনটি সঠিক স্থানে বসানো হয়এবং এই মেশিনের পাশে আরও একটি মেশিন থাকে বর্জ্য মাটিগুলো সরানোর জন্য। রাস্তার পাশে এই পাইলিং কি করা হচ্ছিল তাই পানি সাপ্লাই এর জন্য একটি পানীর ট্যাংক রয়েছে।
২-তারপর মাটিতেই ভিজিয়ে নেওয়া হয়, তারপর মেশিনটি এর দানব আকৃতির ব্লেড বসিয়ে নেওয়া হয় নির্দিষ্ট জায়গায়, তারপর প্রতিনিয়তঃ সেই জায়গায় পানি দেওয়া হয় এবং মেশিনটি আস্তে আস্তে গর্ত করতে শুরু করেন। নির্দিষ্ট পরিমান গর্ত করার পর মেশিনটির হাইড্রোলিক বেড নিচে থাকা মাটিগুলো উপরে নিয়ে আসে। এবং মেশিনটির পাশে আরো একটি হাইড্রোলিক মেশিন থাকে যে মেশিন তুলে আনা মাটিগুলো সরিয়ে নেয়।
৩-এরপর পর্যাবৃত্ত ভাবে আবারও মেশিনের ব্লেড নির্দিষ্ট স্থানে রেখে পাইলিংয়ের কাজ শুরু করা হয় এবং নির্দিষ্ট পরিমাণ মাটি গর্ত করার পর বর্জ্যগুলো উপরে তুলে নেওয়া হয়। এভাবে একটি সুন্দর গোলাকার গর্ত খোঁড়া হয়। প্রতিনিয়ত পানি না দিলে মাটি নরম হবে না এতে করে গোলাকার গর্ত হবে না।
মেশিনটিতে পানি সরবরাহ করার জন্য একটি অস্থায়ী পানির ট্যাংক থাকে। এই ট্যাংক এর মাধ্যমে প্রতিনিয়ত পানি দেওয়া হয় গর্ত টিতে। এইসব সম্পূর্ণ কাজটি পরিচালনা করতে ৫ থেকে ৭জন এর প্রয়োজন হয়। অনেক কম সময়ে ব্যস্ত রাস্তায় কাজটি সম্পন্ন করা সম্ভব হয় এই সকল অত্যাধুনিক মেশিনের মাধ্যমে।
খুবই সহজে এবং অনেক কম সময়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায় এই মেশিনের মাধ্যমে। যার ফলে রাস্তাঘাট বন্ধ করতে হয় না অল্প সময়ে কাজ সম্পন্ন হয়ে যায়। এই সকল মেশিন না থাকলে কি কি উপায়ে গর্ত করতে হলে তিন-চার দিন রাস্তা রাখতে হয়। যার ফলে আশেপাশে সকল মানুষকে ভোগান্তিতে থাকতে হয়। এই সকল অত্যাধুনিক মেশিনের সাহায্যে অনেক কম সময়ে অনেক বড় বড় কাজ সম্পন্ন হচ্ছে।
মেশিনটির কাজ করার পদ্ধতি একদমই সাধারণ। আমরা অনেকেই আমাদের বসতবাড়িতে টিউবওয়েল বসানো দেখেছি। টিউবওয়েল বসানোর সময় কিছু পাইপ প্রতিনিয়ত মাটিতে ধাক্কা দিয়ে বসানো হয় এবং ওই জায়গায় প্রতিনিয়ত পানি দেওয়া হয় এবং পানির মাধ্যমে গর্তে থাকা মাটিগুলো উপরে উঠে আসে। এবং এভাবে নির্দিষ্ট পরিমাণ গর্ত খোঁড়া শেষে ব্যবহৃত পাইপগুলো বাহির করে নতুন পাইপ স্থাপন করা হয় এবং টিউবওয়েল বসানো হয়।
এই মেশিনটি সেই টিউবওয়েল বসানোর নিয়ম এর হুবহু। কেননা টিউবল বসানোর পদ্ধতি ছিল অ্যানালগ সিস্টেম। আর এই মেশিনটি কাজ করে ডিজিটাল সিস্টেমে কিন্তু পদ্ধতিতে একই রকম শুধুমাত্র টিউবল বসানোর পদ্ধতিতে মানুষের মাধ্যমে গর্ত করা হতো আর এই পদ্ধতিতে মেশিন নিজে নিজেই গর্ত করছে।
আসলে পৃথিবীতে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে ,সেই সকল প্রযুক্তির কাজগুলো কিন্তু আমরা যেভাবে অ্যানালগ সিস্টেম এ কাজ করেছি সেই পদ্ধতিকেই ডিজিটাল সিস্টেমে রূপান্তর করে মেশিনগুলো কাজ করছে।
SR155 মডেল এর এই পাইলিং মেশিন কি একটি নির্দিষ্ট পরিমাণ গর্ত অল্প সময়ে খুঁড়তে সক্ষম। এই অত্যাধুনিক পাইলিং মেশিন টির মাধ্যমে অল্প সময়ে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় গর্ত খুঁড়ে কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে যার ফলে জনসাধারণের ভোগান্তি কমছে। কেননা এই সকল গর্ত খুঁড়তে অনেক বেশি সময়ের প্রয়োজন অ্যানালগ সিস্টেম এ।
আজ ডিজিটাল মেশিনের মাধ্যমে এই সকল কাজ গুলো অনেক কম সময়ে সম্পন্ন হচ্ছে যার ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় রাস্তা গুলো বন্ধ হচ্ছেনা ।জনসাধারণের ভোগান্তি কমছে। খুবই অত্যাধুনিক এই প্রযুক্তিটি সত্যি আকর্ষণীয়। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এই মেশিনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি নিজের ভাষায়, নিজের মতো করে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি এই মেশিনের কার্যক্রম।
আমি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।@yeri52 ও @hidayat96 আমি আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।
ভাইয়া অনেক সুন্দর একটি টেকনোলজি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই মেশিনটা নাম হল পাইলিং মেশিন এটা দিয়ে বড় বড় বিল্ডিং এর পিলার তোলা হয় নিচ থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মেশিনটি আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে। মেশিনের ছবিগুলো কোথা থেকে তুলেছিলেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Farmgate, Dhaka
Thank you vaia ♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার টেকনোলজির বিষয়টি খুব সুন্দর ভাবে বর্ননা করেছেন ।মেশিনটি সম্পর্কে ভালো ধারোনা পেয়েছি ।ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit