স্টিম বাংলাদেশ প্রতিযোগিতা: স্বাস্থ্য, ফিটনেস, খেলাধুলা, অবসর, খাদ্য, বাগান, ভ্রমণ। এই প্রতিযোগিতার মধ্যে, আমি ভ্রমণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ছিল আজকে। ছুটির দিনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং মল যা বাংলাদেশে অবস্থিত নাম তার যমুনা ফিউচার পার্ক এন্ড শপিং মল। শপিং মলে গিয়েছিলেন ঘুরতে এবং টুকটাক কেনাকাটা করতে।
অবস্থান
কমপ্লেক্সটি কুড়িল, বারিধারায় 33 একর জমি জুড়ে বিস্তৃত, এটি ঢাকা শহরের পার্শ্ববর্তী উচ্চ শ্রেণীর আবাসিক এলাকা যেমন গুলশান, বনানী এবং বসুন্ধরা এর মাঝখানে অবস্থিত। এটি তুলনামূলকভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কাছাকাছি অবস্থিত।
শপিং কমপ্লেক্স ঢোকার অনেক কয়েকটি গেট রয়েছে তার মধ্যে এটি মেইন গেট।
অবস্থান
শপিং কমপ্লেক্স টি অনেক বড় জায়গা জুড়ে রয়েছে তাই এই কমপ্লেক্স এর চারপাশ দিয়ে প্রবেশ করা যায়। একপাশে কুড়িল বিশ্বরোড দিয়ে ঢোকা যায় সেটা হচ্ছে মেইন গেট। কোন দিক দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে ঢোকা যায়। এবং আরো দু'টি পথ রয়েছে এই কমপ্লেক্সের ঢোকার জন্য। প্রবেশপথ ও বাহির পদ রয়েছে চারদিকে।
অবস্থান
তৃতীয় দিক দিয়ে ঢোকার এবং বাহির হওয়ার রাস্তা। শপ্লি কমপ্লেক্সটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স। আসলে এখানে আসলেই বোঝা যায় যে এই কমপ্লেক্সটি কত বড়। এখানে রয়েছে সব কিছু একটা মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনে যা যা প্রয়োজন সবকিছু পাওয়া যায় এখানে। ঘুরেছে বিলাসবহুল মুভি থিয়েটার,প্লেগ্রাউন্ড,সুপার মার্কেট, ডেইরি শপ, জিম, অডিটোরিয়াম ইত্যাদি ইত্যাদি।
অবস্থান
শপিং কমপ্লেক্সের ঢোকার মেইন পথে রয়েছে শিশুদের খেলার জন্য অত্যাধুনিক পার্ক। এই পার্কে রয়েছে অনেক রকম থ্রিলার দেওয়ার মতো রাইট। শিশুরা খুবই পছন্দ করে। অত্যাধুনিক মেশিন এবং খেলার যন্ত্র দ্বারা পার্টি গঠিত। শপিং কমপ্লেক্সের একদম সামনে পার্কে অবস্থিত। এ পার্টি জন্য শপিং কমপ্লেক্স এর সৌন্দর্য বেড়ে যায়। শিশু থেকে শুরু করে বড় বড় মানুষের কাছেও আকর্ষণীয় এই পার্কের সকল রাইডগুলো।
অবস্থান
বিদেশী সব যন্ত্র দ্বারা একটি নিয়ন্ত্রণ করা হয় সবকিছু অটোমেটিক। অনেক ঝুঁকিপূর্ণ রাইট রয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার সংবাদ শোনা যায়নি। বলা হয়ে থাকে রাইডগুলো 100% সেভ। খুবই আকর্ষণীয় সকল রাইডগুলো এবং অনেক রিজেনেবল প্রাইস এ উপভোগ করা যায় সকল রাইডগুলো।
অবস্থান
শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর গুলোতে আকর্ষণীয় জিনিস দিয়ে বিভিন্ন ব্র্যান্ড প্রোডাক্ট এর অ্যাডভার্টাইজমেন্ট করেছে। যা সত্যি অনেক আকর্ষণীয়। শপিং কমপ্লেক্স এর অনেকগুলো সেক্টর আছে একেকটি সেক্টরে একেক রকম জিনিস রয়েছে। শপিং কমপ্লেক্স টি এত বড় যে শপিং কমপ্লেক্স এর অনেকগুলো প্লোট এর দোকান ফাঁকা রয়েছে। ঘুরে শেষ করা সম্ভব নয়। সকল ব্র্যান্ডের নতুন নতুন পণ্যগুলো সর্বপ্রথম এই শপিং কমপ্লেক্সে ডিসপ্লে হয়।
অবস্থান
বন্ধু এবং আমি আড়ং ব্রান্ডে ঢুকে টুকটাক কিছু কেনাকাটা করলাম। তাদের কালেকশন সবচেয়ে লেটেস্ট। খুবই আপডেট কালেকশন রয়েছে তাদের কাছে। তাদের সার্ভিস অনেক বেশি প্রশংসনীয়। খুবই ভালো লেগেছে শপিং করে।
অবস্থান
শপিং কমপ্লেক্সের বিশালতা কত বড় তাই এই ছবিটি দেখলে বুঝা যায়। শপিং কমপ্লেক্স দিতে শত শত দোকান ফাঁকা রয়েছে। যেখানে ঢাকা শহরের দোকানের জায়গা পাওয়া যায় না সেখানে এতগুলো দোকান ফাঁকা। কারণ এর বিশালতা অনেক বড় এতগুলো দোকান পরিপূর্ণ হতে আরো অনেক সময় লাগবে।
অবস্থান
এরকম অনেকগুলো কফিশপ রয়েছে শপিং কমপ্লেক্স এর প্রতিটি ফ্লোরে ফ্লোরে। আকর্ষণীয় এবং সুন্দরভাবে সাজানো সকল কফিশপ গুলো। রেস্টুরেন্টগুলোতে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় যা অনেক কম দাম। বিভিন্ন আকর্ষণীয় এবং আনকমন খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টগুলোতে।
অবস্থান
বিশাল শপিং কমপ্লেক্সের ফাঁকা জায়গায় বসে একটি ছবি তুললাম। যেখানে ঢাকা শহরের দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না সেখানে শত শত দোকান ফাঁকা। এত বড় শপিং কমপ্লেক্স,এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হওয়ার কারন বুঝতে পারলাম।
অবস্থান
এরকম অনেকগুলো আয়না রয়েছে চারপাশে। যাতে মানুষ তাদেরকে দেখতে পারে। বন্ধু এবং আমি একটি আয়নাতে ছবি তুললাম। অনেক মজা করে ঘুরতেছি। খুবই ভালো লাগছে এই বিশাল শপিং কমপ্লেক্সে ঘুরতে। বিভিন্ন রকম আনকমন জিনিস, দেশী বিদেশী প্রডাক্ট, অত্যাধুনিক ডেকারেশন দেখে আমরা মুগ্ধ। খুবই আনন্দের সাথে পুরো শপিং মলটি ঘুরে দেখার চেষ্টা করছি।
অবস্থান
শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড এ তিনটি ফ্লোর রয়েছে। প্রথম শহরে রয়েছে এরকম রিলাক্স করার অনেক অত্যাধুনিক প্রযুক্তি। যা সত্যি আকর্ষণীয়। রয়েছে জিম, সুপার শপ, আন্ডারগ্রাউন্ড সুইমিংপুল, প্লেগ্রাউন্ড দেশী-বিদেশী সকল রকমের খেলাধুলা করার সুবিধা। এককথায় নিজের দেশে বিদেশী সকল সুবিধা পাচ্ছি আমরা এই শপিং কমপ্লেক্স।
অবস্থান
আন্ডারগ্রাউন্ড লেভেল 2 তে রয়েছে সুপারশপ যার বিশালতায় মুখে বর্ণনা করা সম্ভব নয়। হাজার হাজার দেশী বিদেশী পণ্য দিয়ে ভর্তি। এমন এমন পন্য দেখেছি যা আগে কখনো দেখিনি। সত্যি খুবই আকর্ষণীয় ছিল সবকিছু।
অবস্থান
খুবই অত্যাধুনিক ভাবে বিল্ডিংটির কাঠামো তৈরি করা। খুবই সুন্দর এবং আকর্ষণীয়,চোখ ধাঁধানো সৌন্দর্য।
অবস্থান
শপিং কমপ্লেক্স এর চতুর্থ প্রবেশ ও বাহির পথ। এতগুলো প্রবেশ ও বাহির পথ যে এই প্রবেশ ও বাহির পথে কোন মানুষের দেখা পায়নি। খুবই আকর্ষণীয়। প্রতিটি জায়গায় ছিল চলন্ত সিঁড়ি এবং লিফটের সুব্যবস্থা। শপিং কমপ্লেক্স এর প্রতিটি ফ্লোরে ফ্লোরে রয়েছে টয়লেট। টয়লেট গুলি খুবই অত্যাধুনিক। খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে শপিং কমপ্লেক্স এর প্রতিটি জায়গা যা সত্যিই প্রশংসনীয়।
অবস্থান
আমার বন্ধু ও আমি টুকটাক শপিং করেছি এবং পুরো শপিংমল ঘুরে দেখার চেষ্টা করেছি। শপিং কমপ্লেক্সের সব অত্যাধুনিক সৌন্দর্য দেখে আমরা আকর্ষিত। খুবই ভালো লেগেছে শপিং কমপ্লেক্স এর সকল সুবিধা গুলো। বিলাসবহুল জীবনযাপন যে কতটুকু বিলাসবহুল হতে পারে তার ধারণা পেয়েছি। মানুষের সকল সুখ রয়েছে এখানে। মানুষের সকল চাহিদা পূরণ করা সম্ভব এই শপিং মলে।
অবস্থান
সারাদিন মিলিয়ে ঘুরেছি শপিংমলে অনেক রকম কাপড় পণ্য দেখেছি। ভালো দিন গেল অনেক ভালো লেগেছে এশিয়া মহাদেশের প্রথম বড় শপিং কমপ্লেক্সে ঘুরতে এসে। আমাদের দিন অনেক ভালো গেছে । আপনারা সবাই একবার হলেও ঘুরে দেখবেন এই শপিং কমপ্লেক্স টি। খুবই ভাল লেগেছে আমাদের। আজকে ছুটির দিন টা অনেক ভালো গেল। শপিং কমপ্লেক্সের সবকিছু তুলনামূলক ব্যয়বহুল। সবকিছু প্রাইস অনেক বেশি। বাংলাদেশের সকল সেলিব্রিটিরা তুলনামূলক এখানেই শপিংয়ে আসে। যা আমরা ইউটিউবে যমুনা টিভিতে দেখতে পাই।
সকল ট্যুরিস্টরা এই শপিং কমপ্লেক্স ঘুরতে আসে। আমাদের দেশের জন্য সত্যিই গর্ব এই শপিং কমপ্লেক্স। আমাদের মহাদেশ এ সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স রয়েছে আমাদের দেশে যা সত্যিই আমাদের জন্য একটি গল্প। এই শপিং কমপ্লেক্স এর মাধ্যমে বাংলাদেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।
ঢাকা বিমানবন্দর ও বিমানবন্দর স্টেশন থেকে খুবই কাছে এটা। কুড়িল বিশ্বরোডে নেমে আবার ব্রিজ পার হয়ে বাস স্টপ এর পিছন দিয়ে রেললাইন পার হয়ে চার মাথার একটি মোর পাবেন, সোজা পার হয়ে একটি রিক্সা নিলে 20 টাকা ভাড়া নিবে এই শপিং কমপ্লেক্সে পৌঁছে যাবেন। আপনারা সবাই একবার হলেও শপিং কমপ্লেক্স টি ঘুরে দেখবে আসলেই অনেক মজার একটি জায়গা।
আমি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। (@lingkar-photo এবং @hidayat96 )আমি আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্রো কবে গেছিলা এই শপিং কমপ্লেক্সে? সুন্দর লেখছো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you vaia♥️♥️
Ajkei giyechilm
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি ভ্রমণের কাহিনী উল্লেখ করেছেন ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit