Helping Poor - Giving food to street people || 03/04/2021

in hive-138339 •  4 years ago  (edited)

হে বন্ধুরা কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ তায়ালা যথেষ্ট ভালো রেখেছেন। আমরা ভালো থাকলেও অনেকেই হয়তো ভালো থাকে না। কেউ বা খাবারের অভাবে থাকে তো কেউবা থাকার যায়গার অভাবে। কেউবা আবার দুইটার অভাবেই থাকে। স্টিমিট এর টাকা দিয়ে কিছু মানুষ এর জন্য খাবার এর ব্যবস্থার চেস্টা করা আজ। সামর্থের ভিতর ব্যবস্থা করার চেস্টা করেছি।

IMG_20210403_173623.jpg

হালকা কিছু খিচুরির পেকেট কিনে আনা। এগুলাই দেওয়ার চেস্টা করবো আজ।

IMG_20210403_173502.jpg

১০ পেকেট ভুনা খিচুরি কিনেছিলাম। আশা ছিলো আরো বেশি কেনার। কিন্তু বাসায় টাকা দিয়ে দেওয়ায় নিজের হাত খরচ এর জন্য যা রেখেছিলাম তা দিয়েই কেনা। ইন শা আল্লাহ সামনে আরো বেশি দেওয়ার চেস্টা করবো। আপনাদের দোয়া থাকলে। সবাই দোয়া করবেন যেনো অনেক বেশি সাহায্য করতে পারি।

IMG_20210403_173517.jpg

আজ প্রথম এই চাচাকে দিয়েছি। প্রথম ডাক দিলাম চাচা এইদিক আসেন। চাচা ভেবেছিলো আমি তার রিকশায় উঠবো। জিজ্ঞাসা করলাম কাকা দুপুরে খেয়েছেন কি? আশ্চর্য ভাবে উত্তর দিলো না। আমি অবাক হয়ে যাই। তখন বিকাল ৫ টা বাজে। এখনো একটা মানুষ না খেয়ে। সাথে সাথে ওনাকে দিলাম। পরে সেখান থেকে চলে আশি।

IMG_20210403_174117o.jpg

ইনি দিন মজুর। বসুন্ধারার একটি প্রজেক্ট এ কাজ করেন। জিজ্ঞাস করলাম ভাই দুপুরে খেয়েছেন কি। উনি বল্ল - না বাই এতক্কন কাম কইচ্চি। এখন বাইত গিয়া নাহাইয়া (গোসল) খাইবো। পরে এক পেকেট বার করে ওনাকে দিলাম। খুশি হলো খুব।

IMG_20210403_174859.jpg

তারপর খুজতে খুজতে এই পথ শিশু গুলা কে পাই। ওরা খেলতে ছিলো। ডাক দিলাম। জিজ্ঞাস করলাম কোথায় যায়। সবাই স্যার ডেকে বল্লো। বাসায় যাই স্যার। আমার বন্ধু আকাশ জিজ্ঞাস করলো খিচুরি খাবি নাকি। সবাই হ্যা বল্লো। পরে একে একে সবাই কে দিলাম। ওরা সবাই খুব খুশি হয়েছে।

IMG_20210403_174214.jpg

এরপর আমি আর আমার বন্ধু আবার হাটতে থাকি। দেখলাম এক কাকা রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গেলাম গিয়ে ওনাকে এক পেকেট দিয়ে বললাম খেয়ে নিতে। ওনার মন খারাপ ছিলো। হয়তো আজ পেসেঞ্জার পায় নি। ওনাকে দেওয়ার পর পাশে থেকে আরেকটা রিকশা পেসেঞ্জার নিয়ে যাচ্ছিলো। দেখেই জিজ্ঞাসা করলো মামা দিবেন একটা। আমি বললাম অবশ্যই। তোমাদের জন্যই ব্যবস্থা করলাম। পরে ওনাকেও একটা দিলাম।


আমি ১০ পেকেট খিচুরি কিনেছিলাম। শেষে আর ১ পেকেট ছিলো। খুজতেছিলাম কাকে দিবো। তখন দেখলাম একজন মহিলা আসতেছিলো। কোথা থেকে জানি। ওনাকে ডাক দিয়ে দিয়ে দিলাম সেই পেকেট।


ইচ্ছা ছিলো আরো কিছু পেকেট কেনার। ইন শা আল্লাহ। সামনের বার আরো বেশি মানুষ কে সাহায্য করার চেস্টা করবো। আমরা তো তাও ৩ বেলা খাইতে পারি। কিন্তু এনারা দিনে ২ বেলা ঠিক মত খেতে পায়না। আমাদের সবার উচিত যার যার সামর্থ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়ানো। সবাই ভালো থাকবেন। দেখা হবে আমার নতুন কোনো পোস্টে।

cc:-
@steemitblog

@steemcurator01


🆃🅷🅰🅽🅺🆂

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Khub sundor hoyche vai

thanks vai..

Welcome vai

Welcome vai

Good job bro

thanks bro..

অসাধারণ একটি কাজ করেছেন ভাই আল্লাহ আপনার সহায় হোন।

ধন্যবাদ ভাই...

গরীব অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি ভবিষ্যতেও গরীব মানুষদের সাহায্য করবেন।

ইন শা আল্লাহ