হেলো বন্ধুরা কি খবর সবার। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাই কে আবারো রমজান এর মোবারকবাদ। আশা করি সবাই রোজা উপভোগ করতেছেন। আজকে আমার এই পোস্ট হচ্ছে আমার ছোট বেলার কিছু স্মৃতি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালোই লাগবে।
আমার ছেলে বেলা............
ছেলে বেলায় সবার ই কোনো না কোনো স্মৃতি থাকেই। আমার ও রয়েছে। বাসার সবাই বলে ছোট বেলায় নাকি আমি খুব দুষ্ট ছিলাম। বাড়ির সবাই আমাকে রাজু বলে ডাকলেও আমার নানু আমাকে ডাকতো রাজকুমার বলে। ভালো লাগতো। যদিও তখন অত কিছু বুঝতাম না। বাবা, মা, খালা, খালু, মামা সবাই আমাকে খুবই আদর করতো। আর নানুর আদর আর কি বলবো। খুব বেশি আদর করতেন তিনি। আব্বু আমার জন্য বাচ্চাদের রিকশা কিনে আনতেন।
এই ছবিটি আমার ছোট বেলার। দোলনায় বসেছিলাম। দোলনা টি আব্বু কিনে ছিলো যতদুর মনে পরে।
ছেলে বেলায় বাবা মার সাথে ঘুরা ঘুরি............
আব্বু আম্মু আমাকে প্রায় ই ঘুরতে নিয়ে যেতো। কারন আমি নাকি ঘুরতে যেতে পছন্দ করতাম তখন। তাই কিছুদিন পর পর এ ঘুরতে নিয়ে যেতো আমাকে।
সাতার শেখা আব্বুর সাথে.........
বর্ষা কালে আমাদের গ্রামের বাড়ির চারিদিকে পানি উঠে। আমি ছোট থেকে সাতার পারতাম না। পরে একদিন আব্বু জোর করে নিয়ে পানিতে ফেলে দেয় মজা করে 😂😂 । পরে আমাকে পানিতে ভাসিয়ে রেখে বলে পা নারা আর হাতা দিয়ে ব্যালেন্স কর। আমি তো কিছুই পারিনা। যতক্ষন ধরে রাখে ভেসে থাকি। ছেড়ে দিলেই ডুবে যাই। যদিও আমি ওই যায়গায় ঠাই পাচ্ছিলাম । ডুবতাম না এমনিও। একবার ছেরে দিছে আর সুযোগ পেয়ে আমি ডুব মেরে অনেক দূরে চলে গিয়েছিলাম। সেই মজা হয়েছিলো। আব্বুর মুখে অনেক পানি মেরেছিলাম সেদিন।
হাটতে হাটতে ইমিগ্রেশন এর ভিতরে চলে যাওয়া.........
ছোট বেলায় আমরা ঢাকাতে যে বাসায় ভাড়া থাকতাম। সে বাসার বাড়িওয়ালার মেয়ে তার জামাই সহ দুবাই যাবে। তো সবাই মিলে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্ট এ যায়। আমি ছোট ছিলাম তারা আমারে আদর করতো অনেক। তাই আমাকেও সাথে নিয়ে যায়। আমরা সবাই এয়ারপোর্ট এর ভিতরে যাই। কিন্তু ভেতরে যেতে যেতে আমি আপু দের সাথে ইমিগ্রেশন এ ঢুকে যাই 😳😳😳 । কারন আমি তো জানতাম না কতদুর পর্যন্ত যাওয়া যায়। সিকিউরিটিরা ভেবেছিলো আমি তাদের ই ছেলে। পরে আপু দেখে বলে আরে পাগল তুমি আর আসতে পারবা না। আপু কে বিদায় দিয়ে চলে যাও। পরে সবাই যা হাঁসা হাঁসে। আমি খুব লজ্জা পাই। 😂😂😂।
স্মৃতি ভরা কিছু ছবি.........
এটা আমি । ছোট বেলায় নাকি স্টুডিও তে নিয়ে গিয়েছিলো আমাকে ছবি তোলার জন্য। আমার মনে নাই। আম্মু বলে ছিলো আর কি।
ছোট বেলায় আমাদের টিভির সাথে আমি। হাহাহা ছোট বেলায় সবাই ই কিউট থাকে।
এখানে আমি আর আমার ছোট ভাই।
আপনাদের সাথে আমার ছোট বেলার ঘটনা গুলা শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লেগেছে। ইমিগ্রেশন এ ঢুকে যাওয়ার ঘটনা টা কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।
খুব সুন্দর পোস্ট করেছেন। আপনার জীবন সম্পর্কে জানতে পেরে খুব ভাল লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks bro
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট বেলার ছবি এখনও আছে দেখে ভালো লাগলো। এখন কার মত যদি এত ক্যামেরা থাকতো৷ তাহলে আমাদের ছোট বেলার সৃতি গুলো ধরে রাখা যাইতো৷ আমার ছোট বেলার কোন ছবি নেই৷ যা ছিলো সব নষ্ট হয়ে গেছে 😥। আপনার ছোট বেলার ছবিটি অনেক সুন্দর। আপনার নাম যেমন রাজকুমার ছিলো৷ আমি বাড়ির ছোট ছেলে তাই আমাকে ছোট বেলা থেকে 'ছোট' বলে ডাকতো৷ এই নাম এখনও আমার পরিবর্তন হয় নাই 🙂। আমার বাবা তৌফিক বলে ডাকে৷ কিন্তু আমার পরিবার এমনকি পাড়া প্রতিবেশী সবাই ছোট বলে এখনও ডাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাই। আমার ছবি গুলাও নষ্ট হওয়ার পথে ছিলো। বুদ্ধি করে ছবি তুলে পিসি তে রেখে দিছিলাম। আরো অনেক ছবি ছিলো। নষ্ট হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট, ছটু, টুসি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit