ছবিতে বাচ্চারা ঘুড়ি উড়ানোর প্রস্তুতি নিচ্ছে। জিনিশ টা দেখে ছোট বেলার কথা মনে পরে গেলো। ছোট বেলায় আমিও এমন ভাবে ঘুড়ি উড়াতাম বন্ধুদের নিয়ে। খুব মিস করি সেই দিন গুলা কে। আজ বনরূপা যাচ্ছিলাম তখন দেখলাম বাচ্চা গুলো ঘুড়ি উড়ানো নিয়ে আলোচনা করতেছে। আমি ওদের এই দৃশ্য টি ক্যাপচার করে ফেলি।
- What3words Location Code: https://w3w.co/exchanges.lifeboats.solicitor
একটি কুকুর রোদ পোহাচ্ছিলো। এটি আমাদের এলাকার। এটাকে এলাকার সবাই খুব আদর করে। সবাই এটাকে খাবার দেয়। সবাই মিলে এটার একটি নাম ও দিয়েছে সেটি হচ্ছে বক্সার। এই কুকুর টা মাঝে মধ্যে আমাদের বাসার সামনেও থাকে। আমিও মাঝে মধ্যে কিছু খেতে দেই। রাতে আমাদের এলাকা পাহারা দেয়। শীতের সময় তাই এখন রোদ পোহাচ্ছিলো আর ছবি তুলে ফেললাম।
- What3words Location Code : https://w3w.co/sculpture.dolphins.jolt
এই যায়গা টা একটা খেলার মাঠ ছিলো। কিন্তু গত বর্ষা কালে এখানে অনেক পানি জমে বৃষ্টি হওয়ার কারনে। এখনো সে পানি শুকায়নি। উলটো আরো ভিজে থাকার কারনে কর্দমাক্ত হয়ে এখন অনেক ধরনে ঘাস জন্মেছে। যদিও এখন আর তেমন খেলা হয়না। এখন মাঠ অন্য এক যায়গায় বানানো হয়েছে।
- What3words Location Code : https://w3w.co/wasps.envisage.suspends
গরুটি আপন মনে ঘাস খেয়ে যাচ্ছিলো। আমি যে ছবি তুলেছি তাতে তার কিছু যায় আসে না। এমন দৃশ্য ঢাকায় খুব একটা দেখা যায়না। এগুলা সাধারনত গ্রামের দিকে বেশি দেখা যায়। এই দৃশ্য দেখার পর আমার গ্রামের বিলের কথা মনে পরে যায়। যেখানে অনেক গরু ছাগল একসাথে ঘাস খায়। দৃশ্যটি দেখে আর লোভ সামলাতে পারিনি ছবি তুলে ফেলি।
- What3words Location Code : https://w3w.co/sides.kiosk.scrapped
ছবি টি বনরুপা রোড এর। দেখলে যেনো মনে হবে মরুভুমি। আগে এমন ছিলো না। সামনে কিসের যেনো কাজ হচ্ছে ফলে মাটি তোলা হচ্ছে। তাই এমন টি হয়ে গেছে। ছবি তে সুন্দর ই লাগে। এই রোডে ও মিশে আছে আমার অনেক স্মৃতি। এখান দিয়েই একটা সময় সব বন্ধুরা মিলে খেলতে যেতাম।
- What3words Location Code : https://w3w.co/restore.neutron.firework
রোড দিয়ে হেটে যাচ্চিলাম হঠাত দেখলাম কি যেনো একটা আসতেছে তুফান নিয়ে। পরে দেখি যে এটা ছিলো একটি ট্রাক। রোড এ প্রচুর ধুলা বালি ছিলো। ট্রাক যাওয়ার পর কিছুই দেখা যাচ্ছিলোনা ওই পাশে কি আছে। কিন্তু কিচ্ছুক্ষন পর ই আবার সব আগেরমতন হয়ে যায়। মনে হয় যেনো মরুভুমি তে আছি।
- What3words Location Code : https://w3w.co/employers.kind.turntable
এটা আমাদের খেলার মাঠ ছিলো কোনো এক সময়ে। বলতে গেলে গত বছর ও এখানে আমরা অনেক খেলেছিলাম। লক ডাউনের আগে এখানে নিয়মিত খেলতাম আমরা। শর্ট ক্রিজ এ খেলা হতো। আমি আর আমার বন্ধুরা মিলে দুই দলে ভাগ হয়ে খেলতাম। মাঝে মধ্যে অন্য দল ও আসতো আমাদের সাথে খেলতে।
- What3words Location Code : https://w3w.co/piled.eyeful.hotspots
এটি একটি মাকরশা। আমি আসে পাশের ছবি তুলতেছিলাম তখন আমাকে দেখে পালাচ্ছিলো বেচারা। আমার দেখে হাসি পাইছে খুব। পরে একটি চিপায় আশ্রয় নেয়। চুপ করে বসে ছিলো। পরে আমি ম্যাক্র মোড এ ক্যাপচার করে ফেলি। খুব কিউট লাগতেছিলো বেচারা কে।
- What3words Location Code : https://w3w.co/rift.pools.classmate
এই গাছ টি বহু বছরের পুরোনো। অনেক বিশাল বড় গাছ এটি। আমরা খেলার সময় যখন রোদ আসতো অনেক আমরা এই গাছের নিচের ছায়ায় থাকতাম। এখানে আমরা অনেক আড্ডাও দিয়েছি।
- What3words Location Code : https://w3w.co/dives.fishnet.hardens
এখানে বাচ্চারা খেলতেছিলো। এই ছেলে টা বল এ শট লাগানোর পর পর পিক তুলে ফেলি। ছবি তে ছেলেটির একশন এর সাথে বল ও দেখা যাচ্ছিলো। ছবি তুলার সময় ছেলে গুলা খুব খুশি হয়েছিলো।
- What3words Location Code : https://w3w.co/loom.verifying.messed
অনেক সু্দর পোস্ট করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks bro
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks for your support
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit