Poetry Recitation - Amader Choto Nodi by Rabindranath Tagore || 28/07/2021

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে।


আমার কবিতা -





মূল কবিতা -

আমাদের ছোট নদী

রবীন্দ্রনাথ ঠাকুর


আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।
Source


🆃🅷🅰🅽🅺🆂

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো ছিলো অনেক আপনার কবিতা আবৃত্তি

জাস্ট ওয়াও ব্রো। ভালোবাসা নিয়েন। ❤️❤️❤️

Thanks bro...

❤️❤️

Wow....onek sundor vai💗

Thanks bro.m

সেই ছোটবেলায় পড়েছিলাম সময়ের ব্যবধানে কবিতাটি ভুলেই গিয়েছিলাম প্রায়।

অসাধারণ কবিতাটি আবৃত্তি করেছেন ভাইয়া 🥰

Thanks bro...

Wlc bro...🥰

অনেক সুন্দর হয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ ভাই

ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাই কবিতাটি শুনে

thank you so much

welcome

সুন্দর ছিলো আপনার কবিতা আবৃত্তি

ধন্যবাদ অনেক।

খুবই সুন্দর কবিতা আবৃত্তি,,,, ছোট বেলায় এটি প্রিয় কবিতা ছিল।

ধন্যবাদ ভাইয়া।

এটি ছোটবেলার পাঠ্যবইয়ের একটি জনপ্রিয় কবিতা ।
আবৃত্তি খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে। ❤️❤️

সুন্দর আবৃত্তি করেছেন

Onek sundor abbriti korencen vai🖤

Sundor Abritti viaa

  ·  4 years ago (edited)

অসাধারণ ভাই, সুন্দর আবৃতি ছিল

Vae kobi kobi lagtace pura, kobi hoea jan

হ্যা ভাই তাই ভাবতেছি। আগামি সপ্তাহে নিজের লেখা কবিতা দিবো।

ছোট্ট বেলার একটি কবিতা। কবিতা টি শুনে ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল। অনেক সুন্দর আবৃত্তি করেছেন ভাই।

ধন্যবাদ ভাই৷

এই কবিতা পড়ে নাই এমন বাঙালি কম পাওয়া যাবে। ভালো আবৃত্তি করেছেন।

হুম ভাই। স্কুল লাইফ এর কথা মনে পরে।