হেলো বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আরেকটি খেলার বিবরণ নিয়ে হাজির হলাম আজ। আশা করি ভালো লাগবে। আজ যে খেলা নিয়ে কথা বলবো সেটির নাম ফিল্ড হকি।
🏑 ফিল্ড হকি 🏑
আমি সোজা ভাষায় কথা বলতে ভালোবাসি৷ তাই আমার মতে ফিল্ড হকি হচ্ছে ডান্ডার মাথা দিয়ে ছোট বল সামনে এগিয়ে নিয়ে বিপক্ষ দলের অর্ধে গোল দেওয়া। এটিও ফুটবল এর মতই। পার্থক্য শুধু ফুটবল পা দিয়ে এগিয়ে নেওয়া হয় আর হকি তে লম্বা ডান্ডা দিয়ে বল এগিয়ে নেওয়া হয়। ফুটবল বড়৷ আর হকির বল ছোট। আমার কাছে হকি তেমন একটা ভালো লাগে না। তবুও টপিক্স এ পোস্ট করার জন্য একটু রিসার্চ করলাম। ভালোই লাগলো। নিজেও জানলাম। এখন আপনাদের ও জানাতে পারবো।
🏑 ফিল্ড হকির জন্ম 🏑
ইতিহাস ঘেটে জানা যায় ফিল্ড হকির জন্ম ১৯ শতকে। ১৯ শতকেই এই খেলাটি বিভিন্ন স্কুলে খেলা শুরু হয়। তখন কার সময়ে বিভিন্ন দেশের আলাদা আলাদা নিজস্ব নিয়ম কানুন ছিলো হকির জন্য। তবে ধীরে ধীরে এই খেলা ছড়িয়ে পরে। খেলা বিভিন্ন দেশে ছড়াতে ব্রিটিশ আর্মিদের ভূমিকা ছিলো অনেক। তখন সব দেশের এক নিয়ম করার জন্য ১৮৮৬ সালে হকি এসোসিয়েশন গঠন করা হয়। এটি গঠন হয় লন্ডন শহরে।
🏑 ফিল্ড হকি খেলার নিয়ম 🏑
এই খেলার নিয়ম কানুন মোটা মুটি সোজাই। দুইটি দল এই খেলায় অংশ গ্রহণ করে। প্রতি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। বলতে গেলে সব কিছুই ফুটবল এর মত। আমি শুনেছি ফুটবল এ অফসাইড থাকলেও হকি তে কোনো অফসাইড নাই। ফুটবল এর সাথে মিল হচ্ছে কিছু যায়গায়। যেমন ১১ জন খেলায়ার। গোল দেওয়া। মাঝ মাঠ থেকে খেলা শুরু। এসব মিল আর কি। আর মিল নাই বল এর মাপ এর আর দুইটার বল দুইভাবে সামনে নেওয়া হয়।
ফিল্ড হকি খেলার জন্য হকিস্টিক প্রয়োজন হয়। হকিস্টিক হচ্ছে একটি লম্বা দন্ড। এর নিচের দিকটা আংটার মত হালকা বাকানো থাকে যা দিয়ে বলে আঘাত করে বল সামনে নিয়ে যাওয়া হয়। ছোট্ট একটি গোল বল থাকে। যাকে হকিস্টিক দিয়ে সামনে নিয়ে গিয়ে গোল দেওয়া হয়। রেফারি টস এর মাধমে নির্ধারন করে কোন দল বল নিয়ে খেলা শুরু করবে। খেলা শুরু হওয়ার পর হকিস্টিক দিয়ে আঘার করে বিপক্ষ খেলাওয়ার কে পাশ কাটিয়ে বল নিয়ে গোল দিয়ে হয়। তবে গোল দেওয়া এতো সহজ না। কারন গোল কিপার অনেক প্রোটেকশন নিয়ে গোল আটকাতে প্রস্তুত থাকে।
🏑 হকি খেলার মাঠ 🏑
ফিল্ড হকি খেলার মাঠ এর দৈর্ঘ্য ৯১.৪ মিটার আর প্রস্থে ৫৫ মিটার। মাঝ মাঠে একটি সার্কেল থাকে। গোল পোস্ট এর উচ্চতা ২.১৩ মিটার আর পাশে ৩.৬৬ মিটার।
🏑 ফিল্ড হকির বিভিন্ন আসর 🏑
হকি খেলার অনেক নিয়ম কানুন ফুটবল খেলার মত হলেও এটি অতটা জনপ্রিয় খেলা নয়। তবে এটির বিভিন্ন আন্তর্জাতিক আসর রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে -
- মেন্স ফিল্ড হকি ওয়াল্ড কাপ
- ওমেন্স ফিল্ড হকি ওয়াল্ড কাপ
- এসিয়ান কাপ
- এসিয়ান গেমস
এ ছাড়াও অলেম্পিক গেমস এ ফিল্ড হকি খেলার ইভেন্ট রয়েছে। শেষ পুরুষ ফিল্ড হকি ওয়াল্ড কাপ এ চ্যাম্পিয়ন হয়ছিলো বেলজিয়াম। নেদারল্যান্ডস কে হারিয়ে তারা ২০১৮ এর চ্যাম্পিয়ন।
🏑 ফিল্ড হকি খেলা নিয়ে মন্তব্য 🏑
সত্যি বলতে আমার হকি খেলায় আগ্রহ কম। অতটা ভালো লাগেনা। জানিনা আপনাদের কেমন লাগে। জানাবেন কমেন্ট এ। আমাদের দেশের হকি টিম আছে। যদিও আমাদের তেমন কোনো এচিভমেন্ট নাই এখনো। তবে ভবিষ্যতে হবে।
তো এই ছিলো আজকের এই পোস্ট এ। আশা করি ভালো লেগেছে।
হকি খেলা দেখতে আমার অনেক ভালো লাগে। হকি খেলা সম্পর্কে অনেক ভালো ভালো তথ্য দিয়েছেন ও সুন্দরভাবে আপনার মতামত তুলে ধরেছেন। পোস্টটি পড়ে হকি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হকি হলো অনেক জনপ্রিয় একটি খেলা। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি পোস্টটি করেছেন, অনেক সুন্দর হয়েছে আপনার পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই একখানা দারুন কইরা তুলে ধরছেন। 💖💖💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিগত অতীতের চেয়ে সাম্প্রতিক সময়ে হকি অনেক জনপ্রিয় খেলা হয়ে উঠেছে। হকি খেলা'র কিছু না বুঝলেও আমার সত্যি অনেক ভালো লাগে। তাই আজকে হকির অনেক ভিডিও দেখেছি এবং আমিও আজকে হকির কিছু নিয়ম নিয়ে পোস্ট করেছি ভাইয়া।
সত্যি ভাইয়া আপনারা পোস্ট অনেক সুন্দর হয়েছ🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হকি খেলা দেখলেই ভয় লাগে আমার,কেমন জানি, ভুল করে কারো উপর বারি পরলে শেষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লিখছেন,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হকি খেলা সেরকম দেখি না, বুঝিও না। তবে ভালো লিখেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks vai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit