হেলো বন্ধুরা কি খবর সবার। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো শুরু করছি আমার আজকের ডায়েরি।
•´¯•» 🎀 𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎 🎀 »•
¯´•
15/09/2021
📒সকাল বেলা📒
ইদানিং খুব গরম পড়তেছে। খুবই বাজে লাগে গরম আমার। মানে গরম আবহাওয়া আমি একদম ই সহ্য করতে পারিনা। শীত খুব ভালো লাগে আমার। আজ ঘুম থেকে উঠেছি সকাল ৯ টার দিকে। উঠেই ব্যায়াম করতে চলে যাই। ৪০ মিনিট এর মতন হাটা হাটি আর হালকা কিছু ব্যায়াম করি। তারপর বাসায় ফিরে আসি। এসে দ্রুত ফ্রেশ হয়ে নেই। কারন খেয়ে দেয়ে আবার নতুন টিউশনি তে যেতে হবে । যেটা আজকে ১০ টা বাজে হবে। তো খেয়ে নিলাম তারাতারি। তারপর হালকা একটু বিশ্রাম নিয়ে চলে গেলাম পড়াতে। পড়াই আসলাম ১১ টা ৩০ এর দিক। পরের টিউশনি আবার ১২ টা ৪০ এ। তাই বাসায় এসে কম্পিউটার ছেড়ে গান শুনলাম কিছুক্ষন।
https://w3w.co/game.upcoming.sheds
পড়ানো শেষে বাসায় আসলাম। তারপর একটু শুয়েছিলাম। ওয়াশরুম খালি ছিলো না। তাই গোসলে যাইতে পারছিলাম না।
📒 আমার দুপুর 📒
২ টার দিকে ওয়াশরুম খালি পেয়ে গোসলে চলে যাই। অনেক্ষন লাগাই গোসল করি। কারন সেই লেভেল এর গরম পরতে ছিলো। গোসল শেষে রুম এ আসলাম। তখন আমি আর আব্বু মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম। খেয়ে এক ঘুম দিলাম। এক ঘুমে বিকাল ৪ টা। উঠে ফ্রেশ হয়ে গেম এ ঢুকলাম। পাবজি আপডেট আসলো। সেই আপডেট দিলাম। আপডেট দিয়ে দেখলাম ভিতরের ম্যাপ এর আপডেট গুলা খুব দ্রুত নামতেছে। মানে নেট স্পিড সেই ছিলো। তাই দ্রুত সব ম্যাপ সহ অন্যান্য যত রিসোর্স প্যাক আছে সব নামাই ফেললাম। মজাই লাগলো। এখন এমন কিছু আর বাকি নাই যেটা আমার ডাউনলোড করতে হবে। নাইলে লবি তে গেলে সবাইরে লেংটা দেখি। এখন আর তা হবে না। আই অম বড়লোক্স।
https://w3w.co/nail.frightens.earmarked
📒 বিকাল ও সন্ধ্যা 📒
বিকালের দিকে পড়াতে চলে যাই। পড়ানো শেষে একটু আড্ডা দিতে আসি বন্ধু গুলার সাথে। সচিন খুব জোড়া জুরি করতে ছিলো সুপ খাইতে যাওয়ার জন্য। কিন্তু জিম করি দেখে যেতে চাচ্ছিলাম। না। কিন্তু অনেক করে বলায় রাজি হলাম। কিন্তু সোহান ওরা আবার চাইছিলো নাগা চিকেন উইংস খাওয়ার। তাই চাপ খানাতে চলে গেলাম।
https://w3w.co/game.upcoming.sheds
আমরা সেখানে গিয়ে সবাই আগে হাত মুখ ধুয়ে নেই। তারপর একটা টেবিল বাছাই করে সেখানে বসে চিন্তা করতে থাকি সবাই মিলে কি অর্ডার দেওয়া যায়। তারপর মেনু দেখে আমি আর এক বন্ধু চিকেন চাপ আর নান রুটি অর্ডার করলাম। অন্য দুই বন্ধু নাগা চিকেন উইংস অর্ডার করলো আরেক জন রেশমি কাবাব অর্ডার করলো। খাবার এর জন্য অপেক্ষা করলাম। আর সবাই মিলে ছবি তুলতে থাকলাম। কিছুক্ষন পর আমাদের খাবার এসে গেলো।
https://w3w.co/game.upcoming.sheds
খাওয়া শেষে আমরা কিছুক্ষন গল্প করলাম। সচিন আর আমি ঠিক করলাম আজ আর জিম এ যাবোনা। হঠাত সচিন আবার একটা চিকেন চাপ অর্ডার করলো। ও ওগুলা শেষ করার পর বিল পরিশোধ করে আমরা বাসায় ফেরার জন্য রউনা দিলাম।
https://w3w.co/game.upcoming.sheds
আজকে আর না। আবার দেখা হবে আমার সামনের একটি ডায়েরি গেম এ। ইন শা আল্লাহ।
অনেক সুন্দর একটা দিন পার করছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks bro
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই। 🥰
অনেক সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
sundor hoyeche
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks bro...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই একটু কম খাওয়া দাওয়া করেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Ho vai...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটা দিন ছিলো।ভাল লিখছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit