ডাইরি গেম || অতি সাধারণ একটি দিন || আজকের তারিখ হল ২৬ - জানুয়ারি - ২০২২

in hive-138339 •  3 years ago 
হ্যালো ভাই-ব্রাদার

আমার নাম মোঃ রেজাউল রেজা এবং আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার ইউজার আইডি হল @reza07। আমি আজকে এই পোষ্টের মাধ্যমে আমার সমস্ত দিনের কর্মকাণ্ড শেয়ার করতে চলেছি। আমি সাধারণত একজন এন্টারপ্রেনার এবং ভালো কিছু করার চেষ্টায় আছি সকলের দোয়া কামনা করি। তো চলুন শুরু করা যাক মূল পর্ব।


দিনের পূর্ব ভাগ


সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য আমার কোন ধরনের এলারাম প্রয়োজন হয় না কারণ আমি নিয়মিত একটা সময়ে ঘুম থেকে জেগে উঠতে পারি। ঘুম থেকে উঠে আমি আমার কর্মস্থলে একটু ঘুরে আসি কারন আমার এটা রেগুলার হেবিট হয়ে গেছে। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে তাহলে কি আমার কর্মস্থল বাড়ি খুব কাছে হ্যাঁ নিশ্চয়ই আমার কর্মস্থল রাবারের খুবই কাছে এবং সেখানে আমার দিনের বেশির ভাগ সময় কেটে যায়।

IMG_20220127_165752.jpg

ম্যাক্রো ফটোগ্রাফি

দাঁত ব্রাশ করতে করতে আমি পানির পাম্প এর কাছে যাই সে পানির পাম্পটি রিস্টার্ট দেওয়ার জন্য । এরপর আমি জমি বাড়িতে পানি দেওয়ার জন্য লাইন কেটে দেই। এবং জমিতে পানি যাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে জমিতে পানি হয়ে যায়। তারপর আমি সকালের নাস্তা খাওয়ার জন্য প্রিপারেশন নেই। জমি বাড়িতে গিয়ে আমি দেখছি যে জমিতে পানি হয়ে গেছে এবং আমি মোটর এর কাছে গিয়ে মোটরটি বন্ধ করে দেই। এখন আমি আমার কর্মস্থলে যাব এবং আমার দুপুর পর্যন্ত কাজকর্ম চালিয়ে যাব। এভাবে আমি দিনের প্রথম ভাগের ব্যস্তময় সময়টা পার করি।


দিনের শেষ ভাগ


যখন যোহরের আযান দেয় সে মুহূর্তে আমি আমার কাজে বিরতি দিয়ে বাসায় চলে আসি। তারপর সাধারণত আমি আমার ছেলের সঙ্গে কিছুক্ষণ খুনসুটি করার পর গোসল দিয়ে লাঞ্চ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। খাওয়া শেষ হলে আমি কিছুক্ষণ রেস্ট করার জন্য বিছানায় শুয়ে থাকি কিন্তু দিনের বেলা আমার সেরকম ঘুম আসেনা। তারপরও বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকলে নিজের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় তাই আমি যতটুকু সময় পাই এ ক্লান্তি দূর করার জন্য হলেও শুয়ে থাকে কিছুক্ষণ আমাকে খুবই ভালো লাগে ।

IMG_20220127_171245.jpg

বিকেলবেলা তোলা একটি ছবি


আমি যখন ফাঁকা সময় পাই তখন সাধারণত মেসেঞ্জারে বন্ধু-বান্ধবের সঙ্গে। যোগ করার জন্য চেষ্টা করি কারণ এখন বর্তমান যুগে ফিজিক্যালি যোগাযোগ করা সম্ভব না হলেও ম্যাসেঞ্জারের মাধ্যমে অনেক বন্ধুর খোঁজ খবর খুব অল্প সময়ে নেয়া সম্ভব। আপনারা নিশ্চয়ই এ সুযোগ কখনোই মিস করেন না কারণ বর্তমান যুগে কেউই সেরকম পিছিয়ে নেই সবাই আপটুডেট হচ্ছে এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে খুব সহজে সবার সঙ্গে যোগাযোগ রাখা করতে পারতেছে।

আপনাদের সকলকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

In this day and age, you can really talk to your friends from far away through Facebook Messenger. This is a good medium you have spent a good day.

I also like beingbeing able to spend time with friends on Messenger and friends like to talk so much.


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @abuahmad

JOIN WITH US ON DISCORD SERVER:

অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করছেন।ছবি গুলো চমৎকার হয়েছে।

আলহামদুলিল্লাহ।সুন্দর মন্তব্য করার জন্য। আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।