The dairy game15/8/2020 This is My Dairy Game

in hive-138339 •  4 years ago 

আসলামু আলাইকুম

সবাই কেমন আাছেন। আশা করি সবাই ভাল আসি। আমিও আলহামদুল্লিলাহ ভাল আসি।আজকে আমি সারাদিন কি ভাবে কাটালাম তা আমি লিখবো।

আজকে সকালে ঘুম থেকে উঠছি সকাল ৮:৩০ মিনিটে। ঘুম থেকে উঠে দেখি খুব বাতাস চলতেছে।আকাশ একটুক মেঘলা।ঘুম থেকে উঠে দেখি মোবাইলে চার্জ নাই।মোবাইলে চার্জ লাগাইলাম।তারবাথরুমে গেলাম।বাথরুম থেকে বেড় হয়ে ব্রাশ করলাম। ব্রাশ করে গোসল করতে ঢুকলাম।আমি পতিদিন সকালে গোসল করি। গোসল করে বের হয়ে নাস্তা করলাম। নাস্তাতেত দিলাম।ছিল গরুর মাংস রুটি।আর চা। নাস্তা করে উঠলাম। আজকে আমি খুব অসুস্ত। সর্দি কাশি জ্বর।

অসুস্ততার কারণে কম্পিউটার শিখতে গেলাম না।নাস্তা শেষ করে শুয়ে ছিলাম।আম্মু বলছে জ্বর আছে কম্পিউটার শিখতে যাইতে লাগবে না।সুস্ত হলে যাবা। কিছুসময় পর মোবাইলে চার্জ হয়ে গেল।

তাপর ফোন নিয়ে চালাতে লাগলাম।steemit post পড়লাম আর comment করলাম। যোহরের আযান হলো। বাড়ি থেকে ওযু করে মসজিদে গেলাম নামাজ পড়তে।মসজিদে গিয়ে ৪ রাকাত সুন্নত পড়লাম। জামাতে ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম।২ রাকাত সুন্নত পড়লাম।তারপর বাড়ি আসলাম। তারপর শুয়ে ছিলাম।

দুপুর ৩ টা বাজল। দুপুরে খাওয়া করলাম। খাওয়ার মধ্যে তে ছিল গরুর তরকারী ভাত।খাওয়ার পর রেস্ট করলাম।রেস্ট করতে করতে ফোন চালাম। steemit post পড়লাম আর comment করলাম। তারপর আসরের আযান হলো। ওযু করে আসরের নামাজ পড়তে গেলাম।
আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম। নামাজ পড়ে বন্ধুদের সাথে ঘুরতে দেখলাম। আবহাওয়া খুব খারাপ হল।

IMG_20200815_182118.jpg

তারপর বাড়ি ফিরালাম।বাড়ি ফেরার পর হাত মুখ ধুয়ে ওযু করলাম। ওযু করে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ পরলাম। সেই সাথে ২ রাকাত সুন্নত নামাজ পরলাম। নামাজ পড়ে আসে হালকা নাস্তা করলাম। তারপর steemit post পড়লাম আর comment করলাম।

IMG_20200815_180314.jpg

এশার আযান হল ওযু করে নামাজ পড়তে মসজিদ গেলাম। জামাতে ৪ রাকাত ফরজ নামাজ পড়ছি। ২ রাকাত সুন্নত এবং ৩ রাকাত বিতির নামাজ পড়ছি।নামাজ পড়ে বাড়ি আসলাম মেবাইল steemit post পড়তে লাগলাম। এবং কমেন্ট করছি। রাতে খাওয়া করলাম। তারপর শুয়ে শুয়ে ডাইয়রী লিখলাম

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই ছবিটা কোথায় তুলেছিলেন? ছবিটা অস্থির হইছে।
image.png

বন্ধুদের সাথে ঘুরতে গেছিলা তখন তুলছি

i think that was a great day in your life.nice.

Thank you so mach

Beautiful click . your photos are really beautiful and I am just reading your blog you are spending this day with some of work . one of the most important thing that you are now sick. So take care of yourself and it's very important because this time is not quite good. So you need to take your care of yourself, it's very important for yourself and for your family. So hope you are working there properly and keep working . take care of yourself.
Thanks for being with us.

Set your blog 100% power and get more reward.

Love From Steem Bangladesh Community

Thank You so Mach

Your mother gave you the right advice, first of all wellness. If you are healthy, you can focus on everything. How is your physical condition now?

In a word, the first photography has been very remarkable.

Have a great day. Carry on

#onepercent
#bangladesh

আলহামদুল্লিলাহ এখন সুস্ত আসি। দোয়া করিয়েন ভাই।