কবিতা আবৃতি; ষোলো আনাই মিছে by @rifat3 || 8% Beneficiary to @steem-bangladesh & 2% to @bd-charity

in hive-138339 •  4 years ago 

আসসালামুআলাইকুম।
আমি @rifat3 আশাকরি আল্লাহ তা'আলার রহমতে সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে, " কবি সুকুমার রায়ের " একটি কবিতা আবৃতি নিয়ে এসেছি।

istockphoto-891429234-612x612 (2).jpg

Source

কবিতার নাম- "ষোল আনাই মিছে"। আশাকরি আমার উপস্থাপিত কবিতা আবৃতি টি আপনাদের সবার ভালো লাগবে।

ষোল আনাই মিছে
সুকুমার রায়

বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে,
মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?''
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে।
বাবু বলেন, ''সারা জীবন মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।''

খানিক বাদে কহেন বাবু, ''বলতো দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে?
বলতো কেন লবণ পোরা সাগর ভরা পানি?''
মাঝি সে কয়, ''আরে মশাই অত কি আর জানি?''
বাবু বলেন, ''এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি!''

আবার ভেবে কহেন বাবু, '' বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?''
বৃদ্ধ বলে, ''আমায় কেন লজ্জা দেছেন হেন?''
বাবু বলেন, ''বলব কি আর বলব তোরে কি তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।''

খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকাখানি ডুবলো বুঝি দুলে!
মাঝিরে কন, '' একি আপদ! ওরে ও ভাই মাঝি,
ডুবলো নাকি নৌকা এবার? মরব নাকি আজি?''
মাঝি শুধায়, ''সাঁতার জানো?''- মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, ''মশাই, এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে!''
Source

received_192874276184633.webp

যারা সময় নিয়ে আমার কবিতা আবৃতি শুনলেন, তাদের সবাইকে....

Thank you

received_618370792469391.webp

Cc: @toufiq777 @nahidhasan23 @masumrbd @sobuj28

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyxPdCPYT2hBSD8tckSFsUDn7PWeFYQ88TfNT683B2541ta7ZC36nM2ih54EBj6cW8UsiFZyJKc9qY3Q5Tf5QHHCFDAVk.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবিতা আবৃত্তি টি চমৎকার ছিল ।
যেন প্রতিটি লাইন অনুভব করে বলছেন । 😇

ধন্যবাদ ভাই। এই কবিতাটি অনুভব করার মতো একটি কবিতা ভাই। কবিতার সাথে মিসে না গেলে কবিতা আবৃতিতে তৃপ্তি আসেনা।

That was an excellent recitation.

Thank you my dear brother ❤️

মজার একটি কবিতা, সেই সাথে আছে অনেক কিছু শিক্ষনীয়। ছোটোবেলায় খুব আগ্রহ নিয়ে কবিতাটি পড়তাম। ভালো কবিতা আবৃতি করেছেন।

ধন্যবাদ ভাই। আসলেই অনেক সুন্দর এই কবিতাটি! এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এই কবিতায় মূলত অশিক্ষিতকে ও ছোট করে দেখা যাবে না। যার যার অবস্থানে সে যথাযথ এইটা বুঝানো হয়েছে।

Vai onek sundor abbriti korechen....shuvo kamona roilo✌🖤

ধন্যবাদ ভাই। দো'আ করবেন।

আপনার কবিতা আবৃত্তি সব সময় সুন্দর হয়।আজ ও সুন্দর হয়েছে

ধন্যবাদ। আমার জন্য দোআ করবেন।সব সময় যেন আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি।

কবিতাটির গূঢ় মর্মার্থ আছে, যা উপলব্ধি করতে পারলেই কবির প্রকৃত সার্থকতা ফুটে উঠবে। বরাবরের মতো অসাধারণ আবৃত্তি করেছেন।

  ·  4 years ago (edited)

ধন্যবাদ ভাই।দোআ করবেন আমার জন্য।

Onk sundor hoase viaa

ধন্যবাদ ভাই

প্রশংসা করার ভাষা পাচ্ছি না, খুব সুন্দর আবৃত্তি ছিল।

ধন্যবাদ ভাই।

মজার একটি কবিতা। এই কবিতাটি আমার অনেক ভালো লাগে।

জি ভাই অনেক সুন্দর একটি কবিতা এটি।

Onek valo laglo vae

বাহ্ দারুণ হয়েছে কবিতা আবৃত্তি........

ধন্যবাদ ভাই

অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ সম্মানিত এডমিন @toufiq777

সুন্দর আবৃত্তি করেছেন ভাই। কবিতা বলার ভঙ্গিমা টা অসাধারন ছিল। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।

সুন্দর ছিলো কবিতা আবৃত্তি

ধন্যবাদ ভাই