The Diary Game || A Busy day || 15 December 2021 || By @rifat3 || 30% to @hive-138339

in hive-138339 •  3 years ago 

15-12-2021
Wednesday
Dhaka, Bangladesh

আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন?
আশাকরি আল্লাহ তা'আলার রহমতে সবাই ভালো আছেন।

আজ স্টিম বাংলাদেশ কমিউনিটির কনটেস্টের বিষয় গুলোর মধ্যে একটি হলো "Diary game"। আমি আজ আমার সারাদিনের কর্মকান্ড ও কাজগুলো ডায়রি লিখার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আমার আজকের ডেইরি গেমটি আপনাদের সবার ভালো লাগবে।



সকাল



আগের দিনে রাতেই জানাছিলো সকালটি হবে আমার জন্য খুবই ব্যস্ততম। যাইহোক, সকাল বেলা আল্লাহ তা'আলার রহমতে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে ওযু করে নামাজ আদায় করি। সারা দিন বাহিরে অনেক কাজ তাই বাহিরে যাবার উদ্দেশ্যে রেডি হয়ে নিলাম। এরপর সকালের নাস্তা করে নেই। নাস্তা করে বাসার থেকে ফুপুকে সাথে নিয়ে বের হয়ে যাই। রাস্তায় অনেক সময় রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। অফিস টাইম হওয়াতে রিক্সাতে তেমন একটা পাওয়া যায় না। এক/দুইটা খালি রিকশা যা দেখা যায় তাও অনেকগুণ বেশি ভাড়া চায়। তাই সামনে যেয়ে রিকশা পাবো বলে হাঁটা শুরু করলাম। কিছুদূর যাওয়ার পরে একটা রিক্সা পেয়ে গেলাম। সে মোটামুটি সুবিধাজনকভাবে চেয়েছিল। তাই তার রিক্সায় রওনা দেই।
যাবার পথে একটা সিগন্যাল পড়েছিল। তাই কিছুটা দেরি হয়। স্বাভাবিক ভাবেই আমরা মতিঝিল পৌঁছে যাই।


IMG_20211216_190554.jpg
https://w3w.co/declines.abandons.keen


ফুপুর অফিসে কাজ ছিল তাই তাকে নামিয়ে দিয়ে, আমি আমি চলে গেলাম আমার কাজের উদ্দেশ্যে । আমার মোবাইলের সিমটা অনেক পুরাতন, তাই অনেক সময় দেখা যায় নেটওয়ার্কে কাজ করে না। তাই কাস্টমার কেয়ার ছিল হাতের কাছেই, কাস্টমার কেয়ারের যেয়ে সিমটা চেঞ্জ করে নিই। এর পরে গেলাম ব্রোকার হাউজ সেখানে কিছু পেপার জমা দিলাম। সেখানে কাজ শেষ হবার পরে গুলিস্তান হয়ে চলে গেলাম নবাবপুর।



দুপুর ও বিকেল



সেখানে বেশ কিছু কেনাকাটা ছিল। গ্রামের বাড়ির জন্য তালা কিনলাম। সাথে আরও কিনলাম ইলেকট্রনিক্স বিভিন্ন জিনিসপত্র। লাইট, সার্কিট ব্রেকার, রেগুলেটর ইত্যাদি। এইগুলি গ্রামের বাড়ি এবং ঢাকার জন্য কেনা।


IMG_20211216_190742.jpg
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid


কেনাকাটা শেষ করে আবার হাটতে হাটতে মতিঝিল চলে আসলাম। ততো সময়ে আমার ফুপুর অফিসের কাজ শেষ হয়নি। তাই অফিসের ভেতরে যে অপেক্ষা করতে থাকলাম, অনেকক্ষণ পর ফুপুর কাজ শেষ হওয়ার পরে সে আসে। একসাথে বের হয়ে রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসায় এসে বিশ্রাম নেই এরপর, তাড়াতাড়ি গোসল করে নামাজ আদায় করি। দুপুরের খাবার খাই। এরপরে আছরের সময় নামাজ আদায় করে বিছানায় বিশ্রাম নিতে যেয়ে ঘুম ঘুম ভাব হয় হচ্ছিল। যেহেতু বিকালের সময় অনেক কম, তাই না ঘুমিয়ে উঠে যাই।



সন্ধ্যা ও রাত



IMG_20211216_190908.jpg
Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid


মাগরিবের আজানের পরে ওযু করে মাগরিবের নামায আদায় করি। এরপর মোবাইল হাতে নিয়ে বসি। মোবাইলে বিভিন্ন কাজ করি এবং বিভিন্ন জনের সাথে কলে কথা বলি।
এরপর টিভির সামনে যেয়ে একটু টিভি দেখতে থাকি এবং নাস্তা করি। কিছু সময় পরে এশার নামাজ আদায় করি। যথারীতি আবার মোবাইল নিয়ে বসি। স্টিমিটে বিভিন্ন কাজ করি। রাতের খাবার খাই। এরপর দাঁত ব্রাশ করে বিছানায় ঘুমাতে যাই।


Zdu5KT4nsY5HP185sqBTztTg7PEuFMMNpnMxbogYFz3GxQ9BtGoi3Ve3N5UnQCjXcT1Vm6kmT8YivSKJmiMF57MERAtuxY2BvHcRyZZPKdPnFMuVTK1bJkK13c2cbg...hvwj2848zakREJVqp571A2KYiVeVy6MgQ47wnJPZticESwtbByMvrKUpmkS8JA53FKpKDd4BnLToMvxnhLk6QATTGTxhEcour6sZjKz5vaFLU6oGPtBMfZ8h58.png

ধন্যবাদ


P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক ব্যস্ত দিন পার করছেন। ছবিগুলো সুন্দর হয়েছে।

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club-5050 if you haven’t joined yet



Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই। আপনার ছবি গুলো অসাধারণ হয়েছে। সব মিলেই ভালো একটি দিন আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

অনেক বছর পর এরকম একটা পোস্ট বক্স দেখতে পেলাম

you have a very busy job. you can share time very easily. have a nice day.

Yes, thank you my dear friend for your compliment.

সত্যি অনেক সুন্দর একটি দিন ছিলো, এর সাথে এটাও সত্যি যে অনেক প্রথম ছবিটি অনেক দিন পরে দেখলাম।

ধন্যবাদ আপনার মূল্যবান মত প্রকাশ করার জন্য।