|| Steem Bangladesh Contest || Sports || by @rimon03 - 16 Jul 2021 ||

in hive-138339 •  4 years ago  (edited)



HELLO
MY DEAR STEEM FRIENDS
This is @rimon03 from Bangladesh.



আসসালামু আলাইকুম



আপনারা সকলে কেমন আসেন ? আশাকরি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আমি আজকে #steem-bangladesh কতৃর্ক আয়োজিত sports এ অংশগ্রহণ করতে যাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক,



খেলোয়াড় নামঃ মোস্তাফিজুর রহমান


1200px-Mustafizur_Rahman_on_practice_field_in_Dhaka_on_2018_(1)_(cropped).jpg
Source



জন্মঃ

মোস্তাফিজুর রহমান (৬ সেপ্টেম্বর ১৯৯৫ সালে) সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।



প্রতিযোগিতাটেস্টওডিআইটি-টুয়ান্টিআইওফসি
ম্যাচ সংখ্যা১৪৬৩৪১৩০
রানের সংখ্যা৫৬৭৮৪৩৮৭
ব্যাটিং গড়৪.৩০৭.০৯৪.৩৪.৩৫
১০০/৫০-/-০/০-/-০/০
সর্বোচ্চ রান১৬১৮*১৫১৬
বল হয়েছে২০১৩৩০৮০৯০১৫০২৭
উইকেট৩০১০৭৫৮৭৮
বোলিং গড়৩৬,৭৩২২,৭২২০.৫৩২৬,৬৪
ইনিংসে ৫ উইকেট-
সেরা বোলিং৪/৩৭৬/৪৩৫/২২৫/২৮
ক্যাচ স্ট্যাম্পিং১/-১২/-৬/-১০/-



জীবনের কিছু গল্পঃ

অনূর্ধ্ব-১৬ ক্রিকেট ক্লাব সাতক্ষীরার হয়ে প্রথম মাঠে নেমে ছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম দিন মাঠে নেমেই দেখালেন তার দুর্দান্ত পারফরম্যান্স এবং তুলে নিলেন দুই উইকেট। খেলা চলাকালীন স্থানীয় কোচ আলতাফ হোসেন ফোন দিয়ে মোস্তাফিজের বড় ভাই মোখলেছুর রহমানকে বাগেরহাটে ডেকে নেন। আর আলতাফ হোসেন তার ভাইকে ফোনেই বলেন যে, মোস্তাফিজ দারুণ খেলছে তোমাকে আসতেই হবে। আর মোখলেছুর রহমান এ কথা শুনে খুব তারাতাড়ি ছুটে আসলেন তার ছোট ভাইয়ের খেলা দেখার জন্য। মাঠে বসে মোখলেছুরও দেখলেন ছোট ভাইয়ের দুর্দান্ত বোলিং।
মোস্তাফিজুর রহমানের এই দুর্দান্ত খেলা দেখে তখনই বড় ভাই মুগ্ধ হয়ে যায়। এবং ঠিক করে আর ছোট ভাইকে একটি বড় মাপের খেলোয়াড় হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরবে।



তার পর থেকেই জীবনের গল্প লেখা শুরু হয় মোস্তাফিজুর রহমানের। তেঁতুলিয়া গ্রাম থেকে সাতক্ষীরা শহরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আর প্যাকটিসের জন্য প্রত্যেকদিন সাতক্ষীরা শহর যেতে হবে মোস্তাফিজুর রহমানকে। এতো দূর হওয়ার পরেও তার বড় ভাই হাল ছেরে দেননি কারণটা হলো, তিনি কথা দিয়েছেন যে তার ছোট ভাইকে বড় মাফের ক্রিকেটার বানাবে।
এর জন্য তিনি প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাইকে করে ফিজকে নিয়ে জেতেন সাতক্ষীরা শহরে। এটি কষ্টের হলেও তা মেনে নিয়েছিল ফিজের বড় ভাই মোখলেছুর রহমান।

অনূর্ধ্ব-১৬ খেলার দুই এক বছর পর সুযোগ পান অনূর্ধ্ব-১৯ বিশ্ব কাপে। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্ব কাপে বাংলাদেশের হয়ে খেললেন এই বিস্ময়বালক। ৬ ম্যাচ খেলে তুলে নিলেন ৯ উইকেট জানান দিলেন তার আগামী বারর্তা। টুর্নামেন্টেট অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। যেখানেও ফিজ তার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবার মন জয় করে নেন।



7160f-1519199099-800.jpg
Source



তার পর থেকেই জাতীয় দলের হয়ে ঘরোয়া খেলা শুরু করে দিলেন তিনি। ছয় মাস পর জাতীয় দলের হয়ে প্রথম টি-টুয়ান্টি ম্যাচে খেলেন পাকিস্তানের বিপক্ষে।
মাত্র চার ওভারেই শহীদ আফ্রিদি আর মোহাম্মদ হাফিজের মতো বাঘা বাঘা ক্রিকেটাদের আউট করে নিলেন মোস্তাফিজ। আর বাংলাদেশ প্রথম বারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টি-টুয়ান্টি ম্যাচ জিতে যায়। তাও আবার ৭ উইকেটের বিশাল ব্যবধানে। এর পরেও সারা বিশ্ব ভালোভাবে চিনতে পারেনি মোস্তাফিজুর রহমানকে। কারণ চার ওভারে আর কতোটা চেনানো যায় নিজেকে।

তারপর তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রথম বারের মতো ওয়ানডে ম্যাচে ডাক পান ফিজ এটি খেলেছিল ভারতের বিপক্ষে। ওয়ানডে অভিষেকের প্রথম ম্যাচে ৫ উইকেট তুলে নেন ফিজ হয়ে গেলেন ম্যাচ সেরা। জিতলো বাংলাদেশ। পরের ম্যাচেও মাত্র ৪৩ রানের বিনিময়ে তুলে নিলেন ৬ উইকেট। হয়ে গেলেন ইতিহাসের অংশ, করলেন বিশ্বরেকর্ড। এতো অল্প বয়সে দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করলেন এই বাহাতি পেচার। এবারেও ওয়ানডে ম্যাচে প্রথম বার ভারতের বিপক্ষে বিজয়ী হলো বাংলাদেশ। এই তরুণ অল্প বয়সে জাতীয় দলে খেলা প্রথম বার বাংলাদেশী হিসাবে বিশ্বরেকর্ড করল।

আর তিনিই পৃথিবীর ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি একই সাথে ওয়ানডে এবং টেস্ট দুই ক্ষেত্রেই অভিষেকেই ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ছিলেন।



মোস্তাফিজ সম্পর্কে আমার মতামত


EzBpYHGVgAMgLDg.jpg_large.jpg
Source



মোস্তাফিজ এর খেলা আমাকে অনেক ভালো লাগে। তার এক একটি কাঁটার আমার কাছে মনে হয় আগুনের গোলার মতো। দুঃখে বিষয় হলো যে দুই চার বছর ধরে আগের মতো আর তার বলে কাটার ধরেনা। কিন্তু ২০২১ সালের IPL থেকে তার বলে আগের মতো কাটার একটু দেখা যাচ্ছে। হয়তো কঠোর পরিশ্রম আর প্যাকটিছের মধ্যমে তার আগের কাঁটার আবারও ফিরে আসতে পারে। কারণ কষ্টের ফল কখনো বিধা যায় না। তার জন্য দোয়া করি, সে আবারও বিপদজনক বলার হয়ে আমাদের বাংলাদেশ জাতীয় দলে ভালো পারফরম্যান্স করতে পারে।



আশাকরি আমার পোস্টি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন ঘরে থাকুন আল্লাহ হাফেজ।



❤️ধন্যবাদ সবাইকে❤️


Best regards:-
@rimon03




Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

khub sundor post koresen.. 💖💖

Thank you.

সুন্দর হয়েছে ব্রো ☺️

মুস্তাফিজ এর কাটার এর কথা এখনো মনে পরে। কিভাবে একের পর এক উইকেট পেয়েছিলো এই অফ কাটার দিয়ে।

হ্যা.......
আসলেই মনে হয় তার হাতে জাদু আছে। তানাহলে কি ভাবে মাসরাফি ভাইকে কথা দিতে পারে। যে আমি লাছ ওভারেই ম্যাচ জিতাই দিব।
মনে পরে সেই ম্যাচটির কথা?

মোস্তাফিজকে দারুন ভাবে উপস্থাপন করেছেন।
সুন্দর পোস্ট।

ধন্যবাদ

পছন্দের একজন খেলোয়াড় আমার।

অনেক ভালো হয়েছে।

ধন্যবাদ👍

💞💞💞

সুন্দর লিখেছেন। চালিয়ে যান।

ধন্যবাদ ভাইয়া।

অনেক অনেক সুন্দর হয়েছে

Thank you.

ভালো লিখেছেন

ধন্যবাদ ভাই।

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.