Contest:Sports||Olympic Games/অলিম্পিক গেমস||by @ripon999||26 jul 2021||2%beneficiaries

in hive-138339 •  4 years ago 

আসসালামুয়ালাইকুম সকলকে,


This is @ripon999 from Bangladesh


  • আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।Steem-Bangladesh কতৃক আজকের টপিক "SPORTS" .আজ আমি সম্প্রতি অনুষ্ঠিত "OLYMPIC"/"অলিম্পিক" গেমস সম্পর্কে কিছু খুটিনাটি বিষয় আলোচনা করব আশা করি সকলের ভাল লাগবে।

শুরুর ইতিহাস

৭৭৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ১২০০ বছর প্রাচীন গ্রিসের এলিসের অলিম্পিক ভিলেজে অলিম্পাস পাহাড়ের পাদদেশে দেবতা জিউসের উদ্দেশ্যে চার (৪) বছর পর পর অনুষ্ঠিত হতো অলিম্পিক গেমস।

ground-1585817__340.jpgsource


প্রাচীন অলিম্পিক

প্রাচীন গ্রীসের দেবতা জিউসের আবাসস্থল অলিম্পিয়ায় ধর্মীয় রীতি রেওয়াজ এর সাথে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হত।মূলত প্রাচীন গ্রিক নগর রাষ্ট্র গুলোর প্রতিনিধিরাই এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতেন।সাধারণ ক্রিয়া প্রতিযোগিতা ছাড়াও মল্লযুদ্ধ ,ঘোড়দৌড়, রথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হত।জানা যায় , বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে যুদ্ধাবস্থা দ্বন্দ্ব থাকলেও তা বন্ধ থাকত ওই সময়।এ সাময়িক বন্ধ হয়ে যাওয়াকে "অলিম্পিকের যুদ্ধ বিরতির নীতি" বলা হয়।।তবে জনপ্রিয় একটি গল্প কথা মতে দেবতা জিউস এবং তার ছেলে হেরাক্লিস বা হারকিউলিস অলিম্পিক গেমস এর জনক।গল্পকথা মতে হেরাক্লিসই এ অনুষ্ঠানকে অলিম্পিক নাম দেন এবং চার বছর পর গেমস আয়োজনের প্রচলন করেন।

women-801940__340.webpsource


আধুনিক অলিম্পিক

আধুনিক অলিম্পিক গেমস বলতে ১৭শত শতাব্দীর দিকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতা কেই বোঝায়।এ ধরনের আয়োজন ছিল গুরুর দিকে ইংল্যান্ডের কোটসউন্ড বা কোটসউল্ড অলিম্পিক গেমস।১৬১২ থেকে ১৬৪২ সাল পর্যন্ত এই কোটসউন্ড গেমস এর প্রধান আলোচক ছিলেন "রবার্ট ডোভার" । ১৮৫০ সালের দিকে ইংল্যান্ডের শ্রপশায়ারের মাক ওয়েনলাকে আধুনিক যুগের মত করে অলিম্পিক গেমসের প্রচলন শুরু করেন ডঃ উইলিয়াম পেনি ব্রুস।তিনি এই গেমস এর নাম দেন ওয়েনলক গেমস।এর ক্রীড়াযজ্ঞটিই ধারাবাহিকভাবে আজ পর্যন্ত চলে আসছে।


পুনর্জাগরণ

অটোমান সাম্রাজ্য থেকে মুক্ত হতে ১৮২১ সালে গ্রীসে যুদ্ধ হয়।এতে জয়ী হবার পর থেকে গ্রীকরা অলিম্পিক গেমস কে পুনরুজ্জীবিত করার জন্য চিন্তাভাবনা করছিল।১৮৫৯ সালে ইভাঞ্জেলোস জ্যাপ্পাসের পৃষ্ঠপোষকতাতেই এথেন্সের সিটি স্কোয়ারে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় সেখানে অটোমান সাম্রাজ্য এবং গ্রীসের ক্রীড়াবিদেরা অংশগ্রহণ করেছিল।এছাড়াও নিজের অর্থ দিয়ে একটি স্টেডিয়ামও সংস্কার করে দেন।জ্যাপ্পাসের সংস্কারকৃত স্টেডিয়ামে ১৮৭০ এবং ১৮৭৫ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।১৮৭০ অলিম্পিকে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত হন।

istockphoto-813507224-612x612.jpgsource


প্রতীক

পতাকা:

অলিম্পিকের প্রতীক যা বাংলায় অলিম্পিক বলয় বা অলিম্পিক নিশান হিসেবে পরিচিত মূলত পাঁচটি বলয় একে-অপরকে জড়িয়ে থাকে।পতাকার এই পাঁচটি বলয় আফ্রিকা, এশিয়া,আমেরিকা,ওশেনিয়া ও ইউরোপ মহাদেশকে নির্দেশ করে।পতাকার পরিকল্পনাকারী ছিলেন ব্যারেন পিয়েরে কুবার্তো।পতাকার এই পাঁচটি রং নীল,হলুদ, কালো,সবুজ ও লাল চয়ন করার কারণ হলো এই পাঁচটি দেশের পতাকার পাঁচটি রং কোন কোন দেশের পতাকার মিল রয়েছে।পতাকাটি সর্বপ্রথম ১৯১৪ সালে গৃহীত হয়। তবে ১৯২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে বেলজিয়ামের আ্যনওয়ার্পে প্রথম আনুষ্ঠানিক ভাবে ওড়ানো হয়।

images-8.jpegsource

মশাল:

অলিম্পিকের আরেকটি অনুষঙ্গ হলো মশাল।গেমসের কয়েকমাস পূর্বে মশাল প্রজ্জ্বলন প্রাচীন গ্রীক রীতিকে মনে করিয়ে দেয়।বিভিন্ন শহর ঘুরে আসার পর উদ্বোধনী দিনে এটির মাধ্যমে স্টেডিয়ামে বৃহৎ মশাল জালানো হয়।১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে প্রথম এর প্রচলন করা হয়।যদিও ১৯২৮ সাল থেকে মশাল অলিম্পিকের প্রতীক হিসেবে ধরা হতো।

Olympic-flame.jpgsource


অলিম্পিকের মূলমন্ত্র

অলিম্পিকের মূলমন্ত্র হলো : ক্ষিপ্রতা, উচ্চতা ও শক্তি।১৯২১ সালে পিয়েরে ডি ক্যুবের্তা এটি প্রচলন করেন।১৯০৮ সালের লন্ডন অলিম্পিক গেমসে বিশপ তাল বোটের দেয়া বক্তৃতার অংশ হলো অলিম্পিক গেমসের মূল বিশ্বাস।


অলিম্পিকের প্রকারভেদ

  • সাধারণভাবে অলিম্পিক গেমস বলতে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসকে বোঝেনো হলেও ১৯২৮ সালে থেকে শীতকালীন অলিম্পিক গেমসের প্রচলন শুরু হয়।শীতকালীন এবং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস একসাথে অনুষ্ঠিত হলেও ১৯৯২ সালে এসে শীতকালীন ও গ্রীষ্মকালীন দুই বছর পর অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
  • প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত অলিম্পিক গেমস বা "প্যারা অলিম্পিক গেমস" ১৯৬০ সাল থেকে চালু হয়।
  • তরুণ বয়সীদের জন্য অলিম্পিক গেমস "ইয়ুথ" প্রথম অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে ২০১০ সালে।

অলিম্পিক ক্রীড়াসমূহ

পয়ত্রিশটি (৩৫)টি ক্রীড়া,ত্রিশটি (৩০ ) শাখা এবং প্রায় ৪০০ টি বিভাগের সমাহার হলো অলিম্পিক ক্রীড়া সমূহ।কুস্তি যার দুটি শাখা হল: গ্রকো-রোমান ও ফ্রিস্টাইল।বর্তমানে গ্রীষ্মকালীন অলিম্পিকে ছাব্বিশ(২৬) টি ক্রীড়া এবং শীতকালীন অলিম্পিকে পনের(১৫) টি ক্রীড়ার প্রতিযোগিতা হয়।

istockphoto-1153602475-612x612.jpgsource


অলিম্পিক গেমসের আয়োজক শহর

সময়কালগ্রীষ্মকালীন অলিম্পিক গেমসশীতকালীন অলিম্পিক গেমসযুব অলিম্পিক গেমস
১৮৯৬(l)এথেন্স,গ্রীস------
১৯০০(ll)প্যারিস,ফ্রান্স------
১৯০৪(lll)সেন্ট লুইস,মিশৌরি,যুক্তরাষ্ট্র------
১৯০৬(অস্বীকৃত)এথেন্স,গ্রীস------
১৯০৮(lv)লন্ডন,যুক্ত্রাজ্য------
১৯১২(v)স্কটহোম,সুইডেন------
১৯১৬(vi)বার্লিন,জার্মানি।২য় বিশ্বযুদ্ধের কারনে স্থগিত।-----
১৯২০(vii)এন্টেওয়ার্প,বেলজিয়াম------
১৯২৪(viii)প্যারিস,ফ্রান্স(i)চেমনিক্স,ফ্রান্স---
১৯২৮(ix)আমস্টারডাম,নেদারল্যান্ড(ii)সেন্ট মরিটজ,সুইজারল্যান্ড---
১৯৩২(x)লস এংগেলস,যুক্তরাষ্ট্র(iii)লেক প্লাসিড,যুক্তরাষ্ট্র---
১৯৩৬(xi)বার্লিন,নাৎসি জার্মানি(iv)নাৎসি,জার্মানি--
১৯৪০(xii)টোকিও,জাপান।দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে স্থগিত(v)দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে স্থগিত---
১৯৪৪(xiii)লন্ডন, যুক্তরাজ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে স্থগিত(vi)ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে স্থগিত---
১৯৪৮(xiv)লন্ডন,যুক্তরাজ্য(vii)সেন্ট মরিটজ,সুইজারল্যান্ড---
১৯৫২(xv)হেলসিওস্কি,ফিনল্যান্ড(viii)অসলো,নরওয়ে---
১৯৫৬(xvi)মেলবোর্ন,অস্ট্রেলিয়া + স্কোয়ার্ডহোম, সুইডেন(ix)কোর্তেনিয়া,ইতালি---
১৯৬০(xvii)রোম,ইতালি।(x)সেক্যুয় উপত্যকা,যুক্তরাষ্ট্র---
১৯৬৪(xviii)টোকিও,জাপান(xi)ইন্সব্রুক,অষ্টিয়া---
১৯৬৮(xix)মেক্সিকো সিটি,মেক্সিকো(xii)গ্রেনোবল,ফ্রান্স-
১৯৭২(xx)মিউনিখ,পশ্চিম জার্মানি(xiii) সাপ্পোরো,জাপান---
১৯৯৮(xxv)আটলান্টা,যুক্তরাষ্ট্র------
২০০০(xxvi)সিডনি,অস্ট্রেলিয়া------
২০০৪(xxxvii)এথেন্স,গ্রীস---
২০০৬---তুরিন,ইতালি--
২০০৮(xxix)বেজিং,চীন------
২০১০---ভ্যাংগুভার,কানাডা(i)সিংগাপুর।
২০১২(xxx)লন্ডন, যুক্তরাষ্ট্র---ইন্সব্রুক,অস্ট্রিয়া।
২০১৪---সোচি,রাশিয়ানাঞ্জিং,চীন
২০১৬(xxxi)রিও দি জেনেরিও,ব্রাজিল---লিলহ্যামার,নরওয়ে
২০১৮---(xxiii)দক্ষিণ কোরিয়াবুয়েনোস আইরেস,আর্জেন্টিনা
২০২০(xxxii)টোকিও,জাপান---লোজান,সুইজারল্যান্ড
২০২২---(xxiv)বেজিং,জাপানঅনির্ধারিত।

ISSF-50m-Pistol.jpgsource


ব্যক্তিগত মতামত

  • অলিম্পিকে যেহেতু অনেক ধরনের খেলা থাকে তাই এটি বিভিন্নভাবে উপোভোগ করা যা।
  • প্রতিযোগীতা বেশি থাকায় খেলাগুলো উত্তেজনামূলক হয়।
  • উদ্বোধনী অনুষ্ঠান অনেক যাকজমক হয়।
  • অলিম্পিকে আয়োজক দেশ গুলো সেরাটা দিয়ে কাজ করে।

By @ripon999


♥ধন্যবাদ সকলকে♥


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্তমানে চলাকালীন অলিম্পিকের সময়ে আপনার এই আর্টিকেলটি পড়ে বেশ ভালোই লাগলো

ধন্যবাদ

অসাধারণ হয়েছে পোস্টটি৷ খুব ভালো হয়ে৷ এভাবে নিয়মিত পোস্ট করে যান।

ধন্যবাদ ভাই

সুন্দর পোস্ট। সাজিয়ে লিখেছেন

ধন্যবাদ ভাই

অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই। এর জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনার থেকে আরো সুন্দর সুন্দর পোস্ট উপহার পাবো।

ধন্যবাদ

খুব সুন্দরভাবে অলিম্পিএক্সের বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন।

অলেম্পিক গেইম সম্পর্কে সুন্দর লিখেছেন ভাই

ধন্যবাদ