Post Topic:Food||Spicy Chicken jhal freyzy and roast Khichuri||মুরগির মাংসের ঝাল ফ্রেইজি এবং ভুনা খিচুড়ি

in hive-138339 •  4 years ago 

আসসালামুয়ালাইকুম সকলকে,

This is @ripon999 from Bangladesh 🇧🇩

Steem-Bangladesh কতৃক আয়োজিত food contest -এ আজ আমি আপনাদের আমার রান্না করা দুইটি খাবারের রেসিপি সম্পর্কে বলব।আশা করি সকলের ভাল লাগবে।

রেসিপি:

১.মুরগির মাংসের ঝাল ফ্রেইজি ও
২.ভুনা খিচুড়ি

মুরগির মাংসের ঝাল ফ্রেইজি


উপাদানের নামপরিমান
মুরগির মাংস২ কেজি
আদা বাটা৩ টেবিল চামচ
রসুন বাটা৪ টেবিল চামচ
পেয়াজ বাটা১ কাপ
কাচা মরিচ বাটা⅓ কাপ
শুকনা মরিচ বাটা⅓ কাপ
এলাচ৪টি
লবঙ্গ৪টি
দারুচিনি৪টি
জিরা গুরা৩ টবিল চামচ
তেজপাতা৪-৫ টি
লবণপরিমান মত
সয়াবিন তেল১ ½ কাপ
মুরগির মাংসের মসলা১ প্যাকেট

উপরিউক্ত উপকরন দ্বারা "মুরগির মাংসের ঝাল ফ্রেইজি" রেসিপিটি কিভাবে সম্পন্ন করেছি তার সংক্ষিপ্ত বিবরন নিচে তুলে ধরছি।

ধাপ ১:

প্রথমে আমি পিস করা মুরগির মাংস পানি দিয়ে ভালভাবে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো ময়লা না থাকে। তারপর আদা,রসুন,পেয়াজ,মরিচ একে একে বেটে নিয়েছি।এগুলো রান্নার স্বাদ বাড়ায় এবং ঝোল গাড় করতে সহায়তা করে।

# ধাপ :২ লবন,আদা বাটা,তেল,মসলা,হলুদ এবং শুকনা মরিচের গুড়া দিয়ে মাংস গুলো ভালভাবে মেখে ৪-৫ মিনিট রেখে দিয়েছি।যেন মাংসের ভিতরে এগুলোর স্বদ ভালভাবে পৌছায়।

ধাপ ৩:

এরপর মসলা মাখা মাংস গুলো হালকা তেলে ভেজে নিয়েছি।তেলে ভাজলে মাংসটি শক্ত হবে যার ফলে মাংস হাড় থেকে খসে পড়বে না এবং মসলার স্বাদ মাংসের ভিতর প্রবেশ করবে।

ধাপ ৪:

এখন আদা বাটা,রসুন বাটা,মরিচ বাটা,পেয়াজ বাটা এবং বাকি সব মসলা তেলে ভেজে নিয়েছি ২-৩ মিনিট।ভালভাবে মসলা গুলো ভেজে নেওয়ার পর মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছিলাম এবং সেখানে হালকা ভাজা মংস গুলো দিয়েছিলাম

ধাপ৫:

এরপর মংস ঢেকে রেখেছিলাম যতক্ষন না পানি কমে যায়।পানি হালকা কমে গেলে যখন তেল উপরে ভাসতে শুরু করেছিল ঠিক তখন মাংস কসে ছিলাম।হালকা একটু মাংস কসানোর পর যখন দেখলাম মাংসের কালার ঠিক ঠাক তখন মাংস নেমে রাখি।

খিচুড়ি ভুনা


উপাদানের নামপরিমান
আতব চাল১ কেজি
মুসর ডাল২০০ গ্রাম
আলু৪-৫টি
গোটা কাচা মরিচ১০-১২ টি
তেজপাতা৩-৪টি
গাজর৩টি
সয়াবিন তেল½ কাপ
বরবটি কাটা½ কাপ
লবণপরিমান মত
হলুদ১ চামচ

উপরের উপকরন দ্বারা খুব সহজেই আমি খিচুড়ি রান্না করেছিলাম।নিচে তার সংক্ষিপ্ত বিবরন তুলে ধরা হল:

ধাপ ১:

প্রথমে চাল,ডাল,আলু,গাজর,বরবটি ভালভাবে পরিষ্কার করে নিয়েছিলাম যেন ময়লা না থাকে।এরপর সবগুলো একসাথে ভালভাবে মেখে পানি দিয়ে চুলায় বসিয়ে দেই।

ধাপ ২:

১০-১৫ মিনিট চুলায় রেখে দেওয়ার পর আস্তে আস্তে চাল সিদ্ধ হওয়ার সাথে সাথে পানি কমতে শুরু করে।একেবারেই পানি কমে গেলে দেখলাম খিচুড়ি হয়ে গেছে ঠিক তখন নামিয়ে রাখি।

রান্না শেষে আমরা ৬ বন্ধু মিলে সেগুলো খাই এবং সকলে মিলে আমার করা রান্নার একটি গ্রুপ সেলফি তুলি।

IMG20210520174348.jpg

By @ripon999

♥ধন্যবাদ সবাইকে♥

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর হয়েছে পোস্ট,অনেক মজা করে খেলেন

জি ভাই অনেক ইনজয় করেছি আর খেয়েছি।

Oshadharon post brother

thank u soo much dear brother

সত্যি অসাধারণ পোস্ট
পরিবেশন অনেক সুন্দর হয়েছে ❤❤