Steem-Bangladesh Contest: Food||by @ripon999||11 May 2022 ||20% beneficiaries

in hive-138339 •  3 years ago  (edited)


আসসালামু-আলাইকুম সকলকে

আমি @ripon999 বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি



কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আমাদের এবারের কনটেস্ট নির্ধারণ করা হয়েছে আর্ট এবং ফূড নিয়ে।আজকে আমি আপনাদের মাঝে ফূড নিয়ে একটি পোস্ট করব আশা করি সকলের ভাল লাগবে।তাহলে চলুন শুরু করা যাক

গত কয়েকদিন আগে আমাদের কলেজে নবীন বরনের অনিষ্ঠান হয়েছিল।সেখানে অনেকেই উপস্থিত ছিল।তার মধ্যে আমরা যারা দায়িত্বে ছিলাম তাদের মধ্যে কয়েক জন গিয়েছিলাম দিনাজপুর শহরের একটি নামকরা উন্নত মানের রেস্টুরেন্টে।রেস্টুরেন্টটির নাম হল "পিপীলিকা"।আজকে আমি সেখানে কাটানো কিছু মুহূর্ত এবং খাবার সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব আশা করি সকলের ভাল লাগবে।

Screenshot_2022-05-11-12-05-03-41_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

লোকেশন

প্রথমে আমরা অটোতে করে দিনাজপুর সরকারি কলেজ থেকে পিপীলিকা রেস্টুরেন্টের দিকে রওনা দেই।রেস্টুরেন্টটি মূলত দিনাজপুর শহরের চেম্বার অব কমার্সের অপজিটে ২য় তলায় অর্থাৎ দিনাজপুর শহরের মালদাহ পট্টিতে অবস্থিত ।

Screenshot_2022-05-10-11-07-43-49_3d9111e2d3171bf4882369f490c087b4.jpg

Location Code: JJPQ+6VF, Dinajpur

IMG20220331173403.jpg

  • ছবিটি রেস্টুরেন্টে ঢুকার সীড়িতে তোলা।তারা সীড়িটি অনেক সুন্দরভাবে সাজিয়েছে।দেখে যে কেউ ছবি তুলতে বাধ্য হবে।

image.png

IMG20220331173636.jpg

  • রেস্টুরেন্টের গেটের কাছে আমার একটি সেলফি।

image.png

রেস্টুরেন্টটির বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল।তাই আমরা যে যার মত কয়েকটি ছবি তুলে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি।রেস্টুরেন্টের ভিতরে ঢুকেতো অবাক,অনেক সুন্দর পরিপাটি করে সাজানো।আমরা সংখ্যায় বেশি থাকার ফলে সবাই মিলে একটি বড় টেবিলে বসলাম।কিন্তু আমরা ছাড়া সেখানে কেউ ছিল না।তাই আমরা কয়েকজন ভাগ ভাগ করে যে যার মত বসে পড়লাম।

IMG20220331174024.jpg

IMG20220331174508.jpg

বসার অল্প কিছুক্ষণের মধ্যেই ওয়েটার চলে আসলো এবং আমাদের কাছে মেনু বই দিয়ে গেল।যেহেতু আমরা অনেক জন ছিলাম তাই আমরা সেখানকার "সেট মেনু-১" খাবারটি অর্ডার করলাম।সেটির দাম ছিল ১৫৫ টাকা।তারা বলেছিল খাবার অর্ডারের ৩০ মিনিটের মধ্যে দিয়ে দিবে।ততক্ষণে আমরা আরও কয়েকটি ছবি তুলে ফেল্লাম।

IMG20220331174602.jpg

  • আমি এবং আমার বন্ধু একসাথে আমরা একটি ছবি তুলি।সেখানে তারা রিকশার বডিও রেখেছে যেটা আমার কাছে অনেক ভাল লেগেছে।

IMG20220331181933.jpg

IMG20210915202832.jpg

  • ত্রিশ মিনিট অপেক্ষার পর আমাদের কাংক্ষিত খাবার চলে এসেছে।ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তারা খাবার পরিবেশন করেছে।আমার কাছে রাইচটি ভাল লেগেছে।তার চেয়ে বেশি ভাল লেগেছে সালাতটি।আর চিকেন ফ্রাইটিও অসাধারণ ছিল।

IMG20220331181025_BURST000_COVER.jpg

IMG20220331184125.jpg

  • রেস্টুরেন্টের ভিতরে এমনি ভাবে তারা লাইটিংয়ের ব্যবস্থাও করেছে।যা সকলের কাছেই ভাল লাগবে।

image.png

IMG20220331184141_BURST000_COVER.jpg

IMG20220331184133.jpg

IMG20220331184115.jpg

  • এভাবে তারা অসাধারণ অসাধারণ সব জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে তাদের রেস্টুরেন্টটি তাই চবি তোলার লোভ সামলাতে পারিনি।

image.png

  • খাওয়া দাওয়া শেষে আমরা আরো কিছুক্ষণ সেখানে থেকে বিল পে করে সেখান থেকে বাসায় চলে আসি।আজ এখানেই শেষ করছি।পরবর্তিতে আবারও দেখা হবে ভিন্ন কোন বিষয় নিয়ে।ততক্ষণ পর্যন্ত আল্লাহ-হাফেজ।

  • আমি এই কনটেস্টে অংসগ্রহণের জন্য @morgan76 এবং @yorine আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ যানাচ্ছি।

image.png

Best Regards @ripon999


♥ধন্যবাদ সকলকে♥





Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wow what a nice place

Thanks bro

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER: