Weekly Contest - Write about your favourite teacher //@rjnasim001//24-05-2021

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম
আমি @rjnasim001

আমি আজকে আমার প্রিয় শিক্ষক সম্পর্কে কিছু বলতে চাই।
আমার প্রিয় শিক্ষকের নাম মোঃ জালাল উদ্দীন
মোঃ জালাল স্যার আমাদের প্রাইমারী স্কুলে বাংলা ক্লাস নিতো। আমাদের কাছে তখন ফোনা না থাকাই আর এখন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার না করাই স্যারের কোন ছবি সংগ্রহ করতে পারি নাই।

আমি তখন খুব ছোট ছিলাম বয়স একেবারি কম।আর আমার আব্বু আমাকে ছোট ওয়ান এ ভর্তি করে দেই। আমাদের মায়ের ভাষা বাংলা ক্লাস নিত। আর আমি এখন বাংলাই কথা বলি। তাই আমার জীবনের একটা বড় অধাই বলে মনে করি।
স্যারের বাসা আমাদের গ্রামে এবং একই পাড়াই। তাই স্যার আমাকে প্রতি দিন স্কুলে যাওয়া সময় আমাকে তার নিজের বাইসাইকেল করে নিয়ে যেতো আর স্কুল ছুটির পর আমাকে নিয়ে আসতো তাই আমি প্রতি দিন আগে আগে সেজে রস্তাই দাড়িয়ে থাকতাম। একদিন আমার আসুক করেছিলো আমার খুব জ্বর এসেছিলো সেদিন আমি স্কুলে যেতে পারি নাই। স্কুল শেষে স্যার আমার বাড়িতে আসেন আমকে দেখতে।

জালাল স্যার আমাকে প্রথম বই পড়ানো শেখাইছিলো
অ------ অজগর
আ------ আম
প্রথম ক্লাস আমাদের শেখাইছিলো

প্রার্থনা
সুফিয়া কামাল

তুলি দুই হাত
করি মোনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরনী
মোদের করেছো দান
গাছে ফুল ফল
নদী ভরা জল

আমি দুষ্ঠামী করলে স্যার আমাকে বলতো নাসিম এই কাজ ভালো না। এই কাজ করবা না মানুষ খারাপ বলবে। আমি আর দুষ্টামী করতাম না।আমি অনেক পরিবর্তন হয়ে গেলাম আমি খারাপ কাজ থেকে দূরে চলে আসলাম। স্যার যে হমওয়াক দিতো আমি বাসা থেকে করে নিয়ে আসতাম।

কিছু দিন পর স্যার আমাকে ভালো বেসে আমাকে খাতা কলাম কিনে দিতো। আমাকে খুব ভালো বাসতে লাগলো। আমি সব দিক দিয়ে ভালো হয়ে গেলাম।

আমার লেখা পড়া আর আমাকে মানুষের মত মানুষ গড়ে হয়ে উঠার পিছনে তিনি ছিলেন আমার প্রথম গুরু আমার শিক্ষক আমার অভিভাবক।

শুধু আমারি না আমি মনে করি যে স্যার ,,,,অ,আ,ই,ঈ শিখাইছে সেই সকলের পছন্দের শিক্ষক।

আশা করি আমার গল্পটা সকলের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে আমার গল্পটা পড়ার জন্য।

Translate English

Assalamu Alaikum
I @ rjnasim001

I want to say something about my favorite teacher today.
My favorite teacher's name is Md. Jalal Uddin
Md. Jalal Sir used to take Bangla classes in our primary school. We didn't have a phone then and now we don't use any social media so we couldn't collect any pictures of Sir.

I was very young then. My father admitted me to Little One. Our mother tongue took Bangla classes. And now I speak Bengali. So I think that's a big part of my life.
Sir's home is in our village and the same neighborhood. So Sir used to take me on his own bicycle every day when I went to school and he used to pick me up after school holidays so I used to stand in front of the road every day. One day I had a fever and I couldn't go to school. After school sir came to my house to see me.

Jalal Sir taught me to read the first book
Non ------ Python
Aa ------ Mango
The first class taught us

Brush two hands
Let's pray
O Rahim Rahman
What a beautiful style
Moder has donated
Flowers and fruits on the tree
River-filled water

If I was naughty, Sir would tell me that Nasim is not good at this job. People will say bad things if they don't do this. I was no longer naughty. I changed a lot, I moved away from bad deeds. Sir, I would bring the humwalk from home.

After a few days, Sir would buy me a notebook column. I felt very good. I got better in all respects.

He was my first guru, my teacher, my guardian behind reading my writings and making me a human being.

Not only me but I think that sir,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

I hope everyone likes my story.
Thanks everyone for reading my story.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!