হ্যালো বন্ধুরা।
কেমন আছেন সবাই? আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আরেকটি দিনলিপি শেয়ার করতে পারচ্ছি তাই অনেক ভালো লাগছে। চলুন শুরু করি আজকের দিনলিপি।
সুপ্রভাত
আজ সকালে ঘুম থেকে উঠলাম 8:30। প্রথমেই আমি ব্রাশ করলাম। এরপর হাত মুখ ধুয়ে সকালের নাস্তা খেলাম। আজ শুক্রবার কোথায় কোন কোচিং ছিল না। সকালের নাস্তা করি আমি একটু শুয়ে ছিলাম। এরপর বয়ে নিয়ে একটু পড়তে বসলাম।
বেশ কিছুক্ষণ যাবৎ বাসায় থাকার কারণে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তাই দশটায় আমি একটু বাহিরে চলে গেলাম। বাইরে গিয়ে গ্রামের ছোট ভাইদের সাথে একটু ফ্রি ফায়ার গেম খেললাম। বেশ কিছুক্ষণ তাদের সাথে গেম খেলার পরে আবার বাসায় ফিরে এলাম।
বাসায় এসে ল্যাপটপ একটু কাজ করলাম। এরপর কিছুক্ষণ বসে ফেসবুক ব্যবহার করলাম। এগারোটার দিকে আমি আবার বাইরে চলে গেলাম। এবং বন্ধু-বান্ধবদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এভাবেই আমার সকালটা কেটে গেল।
দুপুর
12:15 মসজিদে আজান দিল। আজান শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি গোসল করলাম। গোসল শেষ করে অজু করে মসজিদের উদ্দেশ্যে চলে গেলাম জুম্মার নামাজ আদায়ের জন্য। 1:40 নামাজ শেষ হলো। নামাজ শেষ করে আমি বাসায় ফিরে এলাম।
দুইটাই দুপুরের খাবার খেলাম এবং আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। একটু পরে আমি ঘুমিয়ে গেলাম এক ঘন্টা আমি ঘুমিয়ে কাটালাম।
বিকেল
বিকেল চারটায় আমি একটু বাইরে চলে গেলাম। আমার বন্ধু মারুফকে ফোন দিলাম এবং তার সাথে দেখা করলাম। তার সাথে দেখা করে গ্রামের রাস্তা দিয়ে একটু হাটাহাটি করলাম।
সন্ধ্যা
সন্ধ্যায় আমরা দু'জন বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে একটু বসে সময় কাটালাম। এরপর দু-জনে চা পান করলাম। এর বেশ কিছুক্ষন পরে বাসায় ফিরে এলাম।
রাত
বাসায় এসে জানতে পেলাম আমাদের গ্রামে একটা মিটিং হবে। আগামী ২৮ নভেম্বর মেম্বার নির্বাচন হবে তাই আমাদের গ্রামে কাকে নির্বাচিত করবেন সেই নিয়ে একটা মিটিং হবে। তাই সকল গ্রামবাসীকে সেখান উপস্থিত থাকতে বলেছেন। আমি বাসায় দেরি না করে সেখানে চলে গেলাম। আমি গিয়ে দেখি ইতোমধ্যে অনেক মানুষ হাজির হয়েছে। আমিও তাদের সাথে যোগ দিলাম।
সব কথা-বার্তা শেষ করতে করতে নয়টা বেজে গেল। এরপর আমি বাসায় ফিরে এলাম। বাসায় এসে হাত-মুখ ধুয়ে নিলাম। এরপর রাতের খাবার খেলাম। তারপর কিছুক্ষণ টিভি দেখে শুয়ে পরলাম।
এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত দিনলিপি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভুল-ভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন।
সবাই ঘরে থাকুন
সবাই সুস্থ থাকুন