#club5050 The Diary Game season 3 (30-10-2021) [ 100% power up post] 2% @bd-charity 18% @steem-bangladesh beneficiariessteemCreated with Sketch.

in hive-138339 •  3 years ago 

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম


আজ শনিবার
৩০ অক্টোবর ২০২১


হ্যালো বন্ধুরা।
কেমন আছেন সবাই? আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আরেকটি দিনলিপি শেয়ার করতে পারচ্ছি তাই অনেক ভালো লাগছে। চলুন শুরু করি আজকের দিনলিপি।

সুপ্রভাত

আজ সকালে ঘুম থেকে উঠলাম 7:35 । ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ হাতে নিলাম এরপর রুম থেকে বের হলাম। ব্রাশ করতে করতে আমি রাস্তায় চলে গেলাম। রাস্তায় গিয়ে কিছুক্ষণ রোদে বসে ছিলাম এবং ক্লাশ করছিলাম।

IMG_20211031_154725.jpg

রোদ পোহাচ্ছি

7MJJ+RH4

এরপর বাসায় এসে হাতমুখ ধুয়ে খাবার খেলাম। খাওয়া-দাওয়া শেষ করে একটুও পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম।

9 টায় আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম কোচিং যাওয়ার উদ্দেশ্যে। কোচিংএ যাওয়ার জন্য আমার বন্ধু মারুফকে ডাক দিলাম তাদের বাসায় গিয়ে। এরপর আমরা দুজন মিলে কোচিং এ চলে গেলাম।

কোচিং শেষ করে আমরা কাপগারি বাজারে চলে আসলাম। বাসার জন্য কিছু বাজার করা লাগবে।

IMG_20211031_155230.jpg

IMG_20211031_155259.jpg

আজ বাজারের মাছ

7MQJ+43W, Belkuchi

বাজারে বাজারে গিয়ে প্রথমে আমি কিছু মাছ কিনলাম। এরপর কিছু শাক সবজি কিনলাম। এর পর বাসায় ফিরে এলাম।

বাসায় এসে মায়ের হাতে বাজারের ব্যাগ টি তুলে দিলাম। এরপর আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। বিছানায় শুয়ে শুয়ে একটু ফেসবুক ব্যবহার করলাম এবং বন্ধুদের সাথে আড্ডা দিলাম। এভাবে আমার সকালটি কেটে গেল

দুপুর

12:40 গোসল করলাম। এরপর আবার রুমে গিয়ে ল্যাপটপ একটু কাজ করলাম এবং গান শুনছিলাম।

দুপুর 2 টায় আমি দুপুরের খাবার খেলাম। এরপর একটু বিশ্রাম নিলাম শুয়ে শুয়ে। প্রায় এক ঘন্টা আগে দুপুরে ঘুমালাম।

ঘুম থেকে উঠে কল আসার শব্দ। কল রিসিভ করে শুনতে পারে আমার বন্ধু রশিদের কণ্ঠ। কিছুক্ষণ পর আমি তার সাথে দেখা করলাম আমাদের গ্রামের দোকানে। টাকা করে জানতে পারি আমাদের গ্রামে আজ একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। মহিলাদের ফুটবল খেলা। আমরা দুজন মিলে খেলা দেখার উদ্দেশ্যে মাঠে চলে গেলাম।

IMG_20211031_155333.jpg

IMG_20211031_155321.jpg

IMG_20211031_155310.jpg

মহিলাদের ফুটবল খেলা

7MMM+5R Belkuchi

আমরা গিয়ে দেখি ইতোমধ্যে খেলা শুরু হয়ে গেছে। শত শত মানুষের ভিড়। আমরা গিয়ে খেলা দেখা শুরু করলাম। প্রতিটি দর্শক খেলা দেখছে এবং অনেক আনন্দ করছে। খেলায় কোন দল এড়িয়ে গোল হল না। ম্যাচটি ড্র হিসেবে ঘোষণা করা হলো ।

সন্ধ্যা

খেলা শেষ হওয়ার পরে পরে আমরা সেখান থেকে চলে এলাম। এরপর আমরা ফরিদ মার্কেট চলে গেলাম। সেখানে গিয়ে আমরা দুজন চা পান করলাম। এরপর বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম বন্ধু বান্ধবদের সাথে।

IMG_20211030_165122.jpg

রং চা

7MJJ+4H Belkuchi

রাত

রাতে বাসায় আসলাম আটটায়। বাসায় এসে হাতমুখ ধুয়ে রাতের খাবার খেলাম। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। কিছুক্ষণ টিভি দেখলাম। রাত 9 টায় আমি পড়ার টেবিলে চলে গেলাম বই নিয়ে পড়তে বসলাম। পড়াশোনা শেষ করতে করতে আমার প্রায় 10:30 বেঁধে গেল। আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি ঘুমানোর উদ্দেশে বিছানায় চলে গেলাম। এরপর ঘুমিয়ে পড়লাম।

এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত দিনলিপি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভুল-ভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন।
সবাই ঘরে থাকুন
সবাই সুস্থ থাকুন

আল্লাহ হাফেজ

Downvote

20210822124717_IMG_0814.jpg
Facebook
Twitter


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!