আসসালামু আলাইকুম
আজ ১ই জানুয়ারী ২০২২ইং
রোজঃশনিবার
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো শুরু করছি আজকের ডায়েরি।
সকাল
প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে ওঠে ব্রাশে টুথপেষ্ট নিয়ে একটু খানি বাহিরে শিশির ভেজা সকাল দেখে আসলাম। অতঃপর মুখ ধোয়ার পর আম্মু বাসায় পরোটা আর ডিম ভেজে দিলে সকালের নাস্তা করলাম।সকালের নাস্তা শেষে গেলাম প্রাইভেট পড়ার পর বাসায় আসি। সকালের খাওয়া -দাওয়া করলাম।সকালের খাওয়া-দাওয়ার বাসায় কাজ করি।কাজ শেষে মাঠে গিয়ে ক্রিকেট খেললাম।তারপর যহরের আজান দিলে বাসায় আসি।
দুপুর
বাসায় এসে গোসল করলাম।তারপর নামাজে গেলাম।নামাজ পড়ার পর বাসায় এসে সকলেই মিলে দুপুরের খাওয়া-দাওয়ার করি। খাওয়া-দাওয়ার পর আরাম করলাম।তারপর ঘুমিয়ে যাই।
বিকেল
বিকেল বেলা ঘুম থেকে ওঠে । ফ্রেশ হয়ে মাঠে গেলাম। মাঠে গিয়ে আমরা ক্রিকেট খেললাম।এরপর আমরা সকলেই মিলে রাতে পিকনিক খাওয়ার ব্যবস্থা করি।যেহেতু আজকের বছেরর শেষ দিন তাই আমরা সকলেই মিলে পিকনিকের আয়োজন করি। মোট ১৪ জন মিলে পিকনিক খাওয়ার জন্য বাসায় চলে আসি।
রাত
রাতে সকলেই মিলে বাজার খরচ করে আসলাম।পিকনিকের খরচ শেষে বাসায় আসি।তারপর খরচ গুলো নিয়ে বাহিরে গিয়ে পিনিকের জন্য সব ধরনের ব্যবস্থা করার পর আমরা সব কার্যকর শেষ করি।খাওয়া-দাওয়ার পর আমরা অপেক্ষায় ছিলাম কখন রাত ১২ টা বাজবে আর কখন আনন্দ করবো।শেষ পর্যন্ত রাত ১২ টা বাজতে না বাজতেই আমরা আতুস বাতি জ্বালিয়ে দিয়ে আনন্দ সবার মাঝে বিলিয়ে দিলাম।
বন্ধুরা এই ছিলো আমার আজকের দিনলিপি। আশা করি সকলের ভালো লেগেছে। আবার দেখা হবে আমার নতুন কোনো ডায়রিতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাসার সবাই একসাথে বসে খেতে অনেক ভালো লাগে। অনেক আনন্দের মধ্যে আপনার দিনটি কেটেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনটি অনেক সুন্দর ছিল। ছবিগুলো সুন্দর তুলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Sundor & simple akti diary via..doya roilo apnar jonno
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অসাধারন ফটোগ্রাফি গুলো হয়েছে ।দিনটিও ভালো ছিলো ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit